Is this review helpful?
Rate count: 5Ratings:
This user provides ratings about this bike
This bike is purchased from Khan Motors & Electronics, Rajshahi
বাংলাদেশের বাজারে যে সামস্ত মোটরসাইকেল ব্রান্ডগুলো সফল ভাবে ব্যবসা করছে তাদের মধে টিভিএস একটি। এটি একটি ইন্ডিয়ান মোটরসাইকেল ব্র্যান্ড। এ ব্র্যান্ডের যে দিকগুলো ভালো তার মধ্যে অন্যতম হচ্ছে, কম দামে মানসম্মত মোটরসাইকেল সরবরাহ করা।
আমি একজন ব্যবসায়ী এবং আমার ব্যবসা সুন্দর ভাবে পরিচালোনা করার জন্যে আমি একটি মোটরসাইকেল প্রয়োজন অনুভব করি। মোটরসাইকেল এমন একটি বাহন যার মধ্যমে আমরা যে কোন স্থানে দ্রুত পৌঁছাতে পারি এবং স্বাধীন ভাবে চলতে পারি। আমার এমন কটি মোটরসাইকেল দরকার ছিলো যা থেকে আমি মাইলেজ ভাল পাবো এবং দামটাও আমার সাধ্যের মধ্যে হবে। বাজারে ১২৫ সিসি সেগমেন্টে যে সমস্ত মোটরসাইকেল আছে প্রায় সবগুলোই আমি দেখেছি কিন্তু আমার সবদিক থেকে ভালো মনে হয়েছে টিভিএস এর স্ট্রাইকার কে। আমার আশে পাশের অনেক পরিচিত মানুষ এ বাইকটা ব্যাবহার করে এবং তারা সবাই এ বাইকের পারফর্মেন্সের উপরে সন্তুষ্ট। তাই আর চিন্তা না করে আজ থেকে ২ বছর আগে মোটরসাইকেলটি কিনি এবং এখন পর্যন্ত প্রায় ১২৫০০কিমি রাইড করেছি। আজ আমি আমার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করবো আশা করি আপনারা উপকৃত হবেন।
ভালো দিকঃ
-বাইকের ডিজাইনটি অনেক সুন্দর।
-চালিয়ে অনেক আরামদায়ক।
-১২৫ সিসি হিসাবে মাইলেজ অনেক ভালো।
-ব্রেকিং সিস্টেম যথেষ্ট ভালো।
-সিটীং পজিশানের সাথে হ্যান্ডের বারের কম্বিনেশান অনেক ভালো এবং অনেক আরামদায়ক।
-ইঞ্জিনের পারফরমান্স অনেক ভালো।
খারাপ দিকঃ
এখন পর্যন্ত আমি আমার মোটরসাইকেল খারাপ দিক বলতে একটাই কিন খুজে পেয়েছি তা হচ্ছে, আমার বাইকের চেইন খুব তাড়াতাড়ি লুজ হয়ে যায় এবং বার বার আমাকে তা টাইট করতে হিয় যা সত্যই অনেক বিরক্তি কর।
বাইকটি কেনার পেছনে যে কারণগুলো রয়েছে তা হলো, এ বাইকটির দাম আমার সাধ্যের মধ্যে ছিলো এবং এ বাইকের ব্যাবহারকারীরা সবাই সন্তুষ্ট এ বাইকের পারফরমান্সের উপরে।
আমি শহরে মাইলেজ পাচ্ছি ৬২ এবং হাইওয়েতে ৬৫। আমি আমার মোটরসাইকেলের মাইলেজ নিয়ে অনেক সন্তুষ্ট।
আমি আমার বাইক নিয়ে একদিনে ১৫০কিমি রাইড করেছি এবং ৭০কিমি/ঘন্টা গতি তুলেছি কোন ধরনের সমস্যা ছাড়াই।
যারা এ বাইকটা কিনতে চান আমি বলব অবশই আপনারা বাইকটি কিনতে পরেন, আশা করি ভালো পারফর্মেন্স পাবেন। ধন্যবাদ।
Is this review helpful?
Rate count: 5আমি অনেক আগে থেকেই বাইক চালাতে পছন্দ করি এবং আমার কাছে বাইক মানে স্বপ্নের একটি বাহন। যখন একটি বাইক কিনবো বলে সিদ্ধ...
Bangla Englishআমদের দেশের বাজারে হোক কিংবা পাশের দেশ ইন্ডিয়াতে টিভিএস একটি শীর্ষস্থানীয় মোটরসাইকেল উৎপাদনকারী কোম্পানি, যা...
Bangla Englishবাংলাদেশের বাজারে যে সামস্ত মোটরসাইকেল ব্রান্ডগুলো সফল ভাবে ব্যবসা করছে তাদের মধে টিভিএস একটি। এটি একটি ইন্ডিয়...
Bangla Englishআমি সাহাজাহান, গ্রামে বসবাস করি।পারিবারিক প্রয়োজনে আমাকে বিভিন্ন জায়গায় যেতে হয়। এই কারণে আমি ভেবেছিলাম যদি...
Bangla Englishবিগত ১৬০০০ কিলোমিটারের ধরে আমি টিভিএস স্ট্রাইকার ১২৫ ব্যবহার করছি। এই বাইকের আগে আমি আমার জীবনে বেশ কয়েকটি বাই...
Bangla Englishছোট বেলা থেকেই আমার বাইক কেনার প্রতি একটা শখ ছিল এবং সেই শখের বসে আমি টিভিএস স্ট্রাইকার ১২৫ সিসি বাইকটি কিনেছি। ...
Bangla Englishআমার অনেক আগে থেকেই টিভিএস স্ট্রাইকার বাইকটি বেশ পছন্দের ছিল। তাই বাইক কেনার সময় আমি টিভিএস স্ট্রাইকারকে বেছে ...
Bangla Englishসবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আবদুর রহমান। পেশায় আমি একজন সার্ভিস হোল্ডার। আমার পেশাগত দায়িত্ব পালন সহ বিভিন্ন ...
Bangla Englishটিভিএস স্ট্রাইকার ১২৫ সিসির মোটরসাইকেলটি আমি শখ করে কিনেছি। টিভিএস ব্র্যান্ডের প্রতি আমার আলাদাই টান ছিল। তাই ...
Bangla Englishটিভিএস স্ট্রাইকার বাইকটি আমার অনেক আগে থেকেই বেশ পছন্দের ছিল। তাই আমি যখন বাইক কেনার সিদ্ধান্ত নিই তখন সরাসরি শ...
Bangla Englishআমি একজন ব্যবসায়ী। তাই আমাকে প্রতিনিয়ত অনেক জায়গায় যাতায়াত করতে হয়। সেই জন্য আমি ২ বছর আগে টিভিএস স্ট্রাইকার ১২...
Bangla Englishআমার পরিচয় আমি রাকিবুল ইসলাম। আমার মোটরসাইকেলটির নাম টিভিএস স্ট্রাইকার ১২৫ সিসি। আমি আমার ব্যক্তিগত যাতায়াতে...
Bangla Englishআমার সাধ্যের মধ্যে কেনা টিভিএস স্ট্রাইকার ১২৫ সিসির বাইকটি আমি ১ বছর যাবত ব্যবহার করছি। সাধারণ যাতায়াতের জন্য ...
Bangla Englishটিভিএস ব্যান্ডের মোটরসাইকেল আমার আগে থেকেই বেশ পছন্দের। আমার লেখাপড়ার ক্ষেত্রে যাতায়াতের জন্য বাবা আমাকে টিভ...
Bangla Englishপড়াশুনা শেষ করে সবে মাত্র ছোটখাটো একটি ব্যবসা শুরু করেছি। এই ব্যবসা পরিচালনা করার জন্য আমাকে প্রায় প্রতিদিন বি...
Bangla Englishস্বল্প দামে ভাল ডিজাইন যুক্ত বাইক হচ্ছে আমার এই টিভিএস স্ট্রাইকার ১২৫ সিসি। এই বাইকটা টিভিএস এপাচি বাইকের সাথে ...
Bangla Englishপ্রথমেই আমার আমার পরিচয় দিয়ে শুরু করছি। আমার নাম মোঃ হাসান আলী। পেশায় আমি একজন চাকুরীজীবী। আমার মোটরসাইকেল এর ন...
Bangla Englishআমার মোটরসাইকেল চালানোর গল্পটা অনেক অল্প বয়সে শুরু হয় যখন আমি কেবলমাত্র ক্লাস ৫ এ পড়ি। বর্তমানে আমি ক্লাস ১০ এর ...
Bangla Englishআমি মাহদী হাসান,পেশায় আমি একজন শিক্ষক। আমি TVS Stryker রাইড করি ১ বছর যাবৎ।আমার বয়স যখন ১৯/২০ তখন মামার Bajaj Discover 125 দিয়ে বাই...
Bangla Englishমোটরসাইকেল আমাদের দেশে খুবই জনপ্রিয় একটি বাহন। এই বাহনটির মাধ্যমে খুব দ্রুত যে কোন জায়গায় অল্প সময়ের মধ্যে যাও...
Bangla Englishমোটরসাইকেল বাংলাদেশে একটি জনপ্রিয় বাহন হিসেবে পরিচিত। এর মাধ্যমে অতি অল্প সময়ে দীর্ঘ পথ পাড়ি দেওয়া সম্ভব। জীবন...
Bangla Englishএখানে সবাই দামি আর বেশি সিসির বাইক নিয়ে কথা বলে কিন্তু আজ আমি আমার স্বল্পদামের অল্প সিসির বাইক নিয়ে কিছু কথা বলত...
Bangla Englishপাঠকবৃন্দদের জানাই আন্তরিক স্বাগতম আমি মোঃ মাহবুব এবং আমি মুলত একজন ছাত্র বর্তমানে। যেহেতু আপনি আমার দেওয়া এই ...
Bangla Englishযেহেতু মোটরসাইকেল বর্তমান সময়ের সবচেয়ে সহজলভ্য যান (মুলত ব্যক্তিগত যান) আর এই কারনে আমি নিজেও পারিনি আমার ব্যক...
Bangla Englishবাংলাদেশে জনপ্রিয় যানবাহনের মধ্যে মোটরসাইকেল একটি। আমাদের দৈনিন্দন জীবনে মোটরসাইকেলর গুরুত্ব অপরিসীম। তবে আ...
Bangla Englishবাংলাদেশে জনপ্রিয় যানবাহনের মধ্যে মোটরসাইকেল একটি। আমাদের দৈনিন্দন জীবনে মোটরসাইকেলর গুরুত্ব অপরিসীম। মাঝে ...
Bangla Englishআমি অত্যান্ত আনন্দিত যে আমার টিভিএস স্ট্রাইকার মোটরসাইকেলটি মোটরসাইকেল ভ্যালীর মাধ্যমে সবার সামনে তুলে ধরতে ...
Bangla Englishআমি মোঃ মেহেদী হাসান শুভ, পেশায় একজন ছাত্র। টিভিএস স্ট্রাইকার বাইকটি আমার জীবনের প্রথম বাইক। আমি এই বাইকটি ব্য...
Bangla Englishসর্ব প্রথমে আমার পরিচয় ব্যক্ত করি। আমি মোঃ কাবিল উদ্দিন, আমার বাসস্থান বাগাতিপাড়া, নাটোর। আমি পেশায় একজন সরকার...
Bangla Englishটিভিএস বর্তমানে বাংলাদেশের স্বনামধন্য একটি মোটরসাইকেল ব্রান্ড। আমি দীর্ঘদিন ধরে লক্ষ্য করে আসছি যে এই ব্র্যা...
Bangla English