Yamaha Banner
Search

English Version
2017-10-02

TVS XL 100 Feature Review


tvs-xl-100cc-moped


টিভিএস বর্তমানে বাংলাদেশে স্বনামধন্য একটি মোটরসাইকেল ব্র্যান্ড। তারা বেশ আগে থেকেই বাংলাদেশে সুনামের সাথে ব্যবসা করে আসছে এবং গ্রাহকদের সন্তুষ্টি অর্জন করছে। তাদের প্রোডাক্টগুলো গ্রাহকদের সাধ্যের মধ্যে এবং গুনে মানে বেশ ভালো। ইন্ডিয়ান এই কোম্পানীর বাইকগুলোতে রয়েছে কিছু অসাধারণ ডিজাইন। ঠিক তেমনিভাবে তাদের কমদামের মধ্যে ক্লাসিক লুক, সুন্দর গ্রাফিক্স, চমতকার মাইলেজ সমৃদ্ধ একটি মোপেড ক্যাটাগরির বাইক হল টিভিএস এক্সেল ১০০ সিসি। খুব কমদামে মানসম্পন্ন মোপেড খুব স্বল্প সময়ে গ্রাহকদের মন জয় করেছে। চলুন দেখে আসি ক্লাসিক্যাল লুক সমৃদ্ধ এই বাইকটিতে কি কি ফিচার রয়েছে।



tvs-xl-100cc-moped-fuel-tank

ডিজাইন এবং ডাইমেনশন
ডিজাইন বলতে গেলে বাইকটিতে খুব সুন্দর ক্ল্যাসিক্যাল লুক, ফুয়েল ট্যংকারে সুন্দর গ্রাফিক্স, স্বচ্ছ টেল ল্যাম্প সব মিলিয়ে গ্রাহকদের সধ্যের মধ্যে সব টুকু রয়েছে মোপেড ক্যাটাগরির এই বাইকটিতে। এছাড়াও সাধারণ বাইক হিসেবে অন্যান্য ডিজাইন গুলো বেশ সুন্দর রাখা হয়েছে।
অন্যদিকে মোপেড ক্যাটাগরির এই স্কূটারটির ডাইমেনশনে রয়েছে লম্বায় ২০২০মিমি, চওড়ায় ৭৫০মিমি এবং উচ্চতায় ১১১০ মিমি। অন্যদিকে বাইকটির হুইলবেজ রয়েছে ১২১৫ মিমি, গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৫৫ মিমি এবং সিট হাইট রয়েছে ৭৭০ মিমি। সব মিলিয়ে বাইকটির ওজন রয়েছে ৮০ কেজি তে। আশা করা যায় যে ১০০ সিসি বাইক হিসেবে এধরনের ডাইমেনশন রাইডারকে খুব ভাল পারফরমেন্স দিতে সক্ষম হবে।



tvs-xl-100cc-moped-engine

ইঞ্জিন
টিভিএস এক্সেল ১০০ সিসি এই বাইকটির ইঞ্জিনে রয়েছে ৯৯.৭ সিসির ৪ স্ট্রোক সিংগেল সিলিন্ডার ইঞ্জিন যেটা ম্যাক্স পাওয়ার ৩.১০ কিলোওয়াট @ ৬০০০ আরপিএম এবং ম্যাক্স টর্ক ৬.৩ এন এম @ ৩৫০০ আরপিএম সরবরাহ করতে সক্ষম। বাইকটির ইঞ্জিন চালু করার জন্য রয়েছে কিক স্টার্ট অপশন। অন্যদিকে কোম্পানী দাবি করে যে তাদের এই বাইকটির মাইলেজ ৬৭ কিমি প্রতি লিটারে এবং টপ স্পীড ৭০ কিমি প্রতি ঘন্টায়। অন্যদিকে বাইকটিতে রয়েছে অটো গিয়ার যার ফলে শহরের রাস্তায় চলাচল করতে গেলে গিয়ার শিফটিং নিয়ে ভাবতে হবে না। সব মিলিয়ে আশা করা যায় যে তাদের এই বাইকটি বেশ ভালো পারফরমেন্স দিতে সক্ষম হবে।



tvs-xl-100cc-moped-headlamp

ইলেকট্রিক্যাল
১০০ সিসির এই বাইকটির ইলেকট্রিক্যাল দিকে রয়েছে, ১২ভোল্ট৩৫/৩৫ হেড ল্যাম্প, সাধারণ আকৃতির টেল ল্যাপ এবং সাইড ইনডিকেটর এবং সব প্রয়োজনীয় সুইচ না থাকলেও সাধারণ বাইক হিসেবে যথেষ্ট ভাল সুইচ রয়েছে। সবচেয়ে মজার বিষয় হলো এই যে বাইকটিতে কোন রকম ব্যাটারি ব্যবহার করা হয়নি।
অন্যদিকে মিটার কনসোলে রয়েছে খুব সাধারণ কিছু ফিচার এবং শহরের রাস্তায় চলাচলের জন্য যথেষ্ট। সাইন্ড ইন্ডিকেটর, হাই বিম ইন্ডিকেটর, স্পিড ইনডিকেটর ইত্যাদি বাইকটির মিটারটি সম্পূর্ণ এন্যালগ মিটার।



tvs-xl-100cc-moped-brake

টায়ার এবং ব্রেকিং
১০০ সিসির এই বাইকটির সামনের চাকার পরিমাপ হচ্ছে ২.৫(১৬) এবং পেছনের চাকার পরিমাপ সামনের চাকার মতই রাখা হয়েছে। কোম্পানি দাবি করে যে তাদের এই ধরনের টায়ার ভালো গ্রিপ এবং মাইলেজ দিতে সক্ষম।
অন্যদিকে ব্রেকিং বলতে গেলে সামনে পেছনে উভয় দিকেই ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে ।সামনের ড্রাম ব্রেকের পরিমাপ হচ্ছে ৮০ মিমি এবং পেছনের ব্রেকের ড্রামের পরিমাপ হচ্ছে ১০০ মিমি ।



tvs-xl-100cc-moped-suspension

সাসপেনশন
সামনের দিকে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপ সাসপেনশন এবং পেছনের দিকে ব্যবহার করা হয়েছে সুইং আর্ম হাইড্রলিক সাসপেনশন। ১০০ সিসির বাইক হিসেবে এই ধরনের সাসপেনশন বেশ ভালো পারফরমেন্স দিবে বলে আশা করা যায়।

শেষকথা
সমস্ত ফিচার দেখার পর বলা যায় যে ১০০ সিসি মোপেড ক্যাটাগরির বাইক হিসেবে যথেষ্ট ফিচার রয়েছে এবং এই ফিচার গুলো একজন রাইডারের চাহিদা পুরন করতে সক্ষম হবে। এই বাইকটির ৬টি ভিন্ন কালার রয়েছে। আশা করা যায় যে এই বাইকটি বাংলাদেশের রাস্তায় চলাচলের জন্য বেশ উপযোগী।

Rate This Review

Is this review helpful?

Rate count: 69
Ratings:
Rate 1
Rate 2
Rate 3
Rate 4
Rate 5

More reviews on TVS XL 100

টিভিএস এক্সএল১০০ ব্যাহারিক অভিজ্ঞতা হাজী আইয়ুব আলী
2020-10-29

মোটরসাইকেল এমন একটি বাহন যার মাধ্যমে আমরা সহজে যে কোন স্থানে যেতে পারি এবং বর্তমান সময়ে সবথকে জনপ্রিয় বাহলগুলোর ...

Bangla English
টিভিএস এক্সএল১০০ ৩৫০০কিমি ব্যবহার অভিজ্ঞতা - মারুফা আকতার
2020-02-17

আমার ব্যক্তিগত এবং চাকুরির ক্ষেত্রে যাতায়াতের জন্য আমি একটি মোটরসাইকেল কিনেছি। আমার সেই মোটরসাইকেলটির নাম টি...

Bangla English
টিভিএস এক্সএল১০০ ৫,০০০কিমি ব্যবহার অভিজ্ঞতা - ফারহানা আকতার
2020-02-13

আমি ফারহানা আক্তার। বলতে পারেন চাকুরির ক্ষেত্রে যাতায়াতের জন্যই বাইক আমার বেশি প্রয়োজন। শুধু যে চাকুরির কাজে ত...

Bangla English
টিভিএস এক্সএল১০০ ৩,০০০কিমি রাইডিং অভিজ্ঞতা - আয়ুব আলী
2019-12-27

আমার ব্যক্তিগত যাতায়াতের জন্য যে মোটরসাইকেলটি কিনেছি তার নাম হচ্ছে টিভিএস এক্স এল ১০০ সিসি। এটি আমি ৮ মাস যাবত ব...

Bangla English
টিভিএস এক্সএল১০০ মোটরসাইকেল রিভিউ – আয়ুব আলী
2018-10-19

প্রথমেই আমি আমার পরিচয় দিয়ে শুরু করছি। আমার নাম মোঃ আয়ুব আলী। পেশায় কৃষক। আমার ব্যক্তিগত যাতায়াতের জন্য আমি একটি...

Bangla English
টিভিএস এক্সএল১০০ মোটরসাইকেল রিভিউ - সজিব
2018-08-01

জংশেন ১০০ সিসি বাইক দিয়ে আমার বাইক চালানোর হাতে খড়ি। সেই বাইকটা আমি অনেক দিন ব্যবহার করেছিলাম। এরপরে ভাবলাম যে ব...

Bangla English
টিভিএস এক্সএল১০০ মোটরসাইকেল রিভিউ - রবিউল ইসলাম
2018-05-31

আমাদের দেশে বিভিন্ন ডিজাইনের বাইক রয়েছে। বাইক কেনার আগে সবাই ডিজাইন ও সিসি লিমিট দেখে কিনেন। বিভিন্ন দাম ভেদে স...

Bangla English
টিভিএস এক্সএল১০০ মোটরসাইকেল রিভিউ - আমিরুল ইসলাম
2017-12-27

আমি মোঃ আমিরুল ইসলাম, আমার বাসা রাজশাহীতে। আমি পেশায় একজন ব্যবসায়ী। তাই বলতে পারেন ব্যবসার কাজের জন্যই বাইক আম...

Bangla English
2017-10-02

টিভিএস বর্তমানে বাংলাদেশে স্বনামধন্য একটি মোটরসাইকেল ব্র্যান্ড। তারা বেশ আগে থেকেই বাংলাদেশে সুনামের সাথে ব...

Bangla English
Filter