Is this review helpful?
Rate count: 1Ratings:
This user provides ratings about this bike
This bike is purchased from Khan Motors & Electronics, Rajshahi
মোটরসাইকেল এমন একটি বাহন যার মাধ্যমে আমরা সহজে যে কোন স্থানে যেতে পারি এবং বর্তমান সময়ে সবথকে জনপ্রিয় বাহলগুলোর মধ্যে এটী একটি। আমি একজন বয়স্ক মানুষ কিন্তু আমাকে যোগাযোগ ও কাজের জন্যে বিভিন্ন স্থানে যাতায়াত করতে হয়। এ সমস্ত কাজ আমি আগে সাইকেল চালিয়ে করতাম কিন্তু বর্তমানে সাইকেল চালানোটা আমার জন্যে অনেক কষ্টকর হয়ে যাচ্ছে। মোটরসাইকেল চালানোটাও আমার জন্যে কঠিন তাই চালাতে সহজ হয় এমন ধরনের মোটরসাইকেল আমি খুজছিলাম। মোটরসাইকেল খুজতে গিয়ে আমার চোখ আটকে গেছে টিভিএসের এক্স এল এর উপরে। এ বাইকের সব থেকে ভালো যে ব্যাপার তা হচ্ছে এটা অনেক হালাক একটা বাইক এবং চালাতেও অনেক সহজ। যারা এ বাইকটা ব্যাবহার করে তাদের সাথে কথা বলে জানতে পারলাম এ বাইকের পারফর্মেন্স নাকি অনেক ভালো। তাই সবদিক বিবেচনা করে ১ বছর আগে আমি এ বাইকটা কিনি এবং এখন পর্যন্ত প্রায় ৪০০০কিমি রাইড করেছি। আজ আমি এ বাইক নিয়ে আমার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করবো, আশা করি আপনারা উপকৃত হবেন।
ভালো দিকঃ
-এ বাইকের ডিজাইনটা আমার কাছে অনেক ভালো লেগেছে।
-বাইকটি চালিয়ে অনেক আরামদায়ক। এ বাইকে গিয়ার পরিবর্তন করার অতিরক্ত কোন ঝামেলা নেই তাই আমি খুব সহজে বাইকটি চালাতে পারি।
-বাইকের মাইলেজ টা অনেক ভালো।
খারাপ দিকঃ
-বাইকের সাস্পেন্সান খুব ভালো কাজ করে না বলে আমার মনে হয়েছে।
-মাঝে মাঝে স্টার্টে একটু ঝামেলা করে।
-সব থেকে বড়ো সমস্যা হচ্ছে হেডলাইটের আলো একদমি কম। রাতে চালাতে খুব সমস্যা হয়।
এ বাইকটি কেনার পেছনে প্রধান কারন হচ্ছে, আমার এমন একটা বাইক দরকার ছিলো যা আমি সাইকেলের পরিবর্তে ব্যাবহার করতে পারবো এবং চালাতেও অহজ হবে যা আমি এ বাইকের মধ্যে পেয়েছি।
আমি শহরের মধ্যে মাইলেজ পাই ৬০ এবং হাইওয়েতে ৬৫।
আমি এ বাইকটি নিয়ে মোটামোটি সন্তুষ্ট এবং আমার মনে হয় যারা এ বাইটা কিনতে চান তারা এ বাইকের ভালো দিকগুলো বিবেচনা করে কিনতে পারেন। আশা করি ভালো পারফর্মেন্স পাবেন। ধন্যবাদ।
Is this review helpful?
Rate count: 1মোটরসাইকেল এমন একটি বাহন যার মাধ্যমে আমরা সহজে যে কোন স্থানে যেতে পারি এবং বর্তমান সময়ে সবথকে জনপ্রিয় বাহলগুলোর ...
Bangla Englishআমার ব্যক্তিগত এবং চাকুরির ক্ষেত্রে যাতায়াতের জন্য আমি একটি মোটরসাইকেল কিনেছি। আমার সেই মোটরসাইকেলটির নাম টি...
Bangla Englishআমি ফারহানা আক্তার। বলতে পারেন চাকুরির ক্ষেত্রে যাতায়াতের জন্যই বাইক আমার বেশি প্রয়োজন। শুধু যে চাকুরির কাজে ত...
Bangla Englishআমার ব্যক্তিগত যাতায়াতের জন্য যে মোটরসাইকেলটি কিনেছি তার নাম হচ্ছে টিভিএস এক্স এল ১০০ সিসি। এটি আমি ৮ মাস যাবত ব...
Bangla Englishপ্রথমেই আমি আমার পরিচয় দিয়ে শুরু করছি। আমার নাম মোঃ আয়ুব আলী। পেশায় কৃষক। আমার ব্যক্তিগত যাতায়াতের জন্য আমি একটি...
Bangla Englishজংশেন ১০০ সিসি বাইক দিয়ে আমার বাইক চালানোর হাতে খড়ি। সেই বাইকটা আমি অনেক দিন ব্যবহার করেছিলাম। এরপরে ভাবলাম যে ব...
Bangla Englishআমাদের দেশে বিভিন্ন ডিজাইনের বাইক রয়েছে। বাইক কেনার আগে সবাই ডিজাইন ও সিসি লিমিট দেখে কিনেন। বিভিন্ন দাম ভেদে স...
Bangla Englishআমি মোঃ আমিরুল ইসলাম, আমার বাসা রাজশাহীতে। আমি পেশায় একজন ব্যবসায়ী। তাই বলতে পারেন ব্যবসার কাজের জন্যই বাইক আম...
Bangla English