প্রথমে আমি নিজের পরিচয় দিতে চাই । আমি মোঃ আলাল এবং পেশায় একজন ব্যবসায়ী। আমি প্রতিদিন মোটরবাইক ব্যবহার করি এবং বর্তমানে আমার একটি বাইক আছে যার নাম ফ্রিডম রানার রয়েল প্লাস। আমি বিগত ২ বছর ধরে এই বাইকটি ব্যবহার করছি এবং এইটা কেনার মুল উদ্দেশ্য ছিলো আমার যাত্রা আরামদায়ক করার জন্য এবং সময় বাচানোর জন্য কারণ আমাকে বিভিন্ন স্থানে বিভিন্ন প্রয়োজনে যাতায়াত করতে হয়। আমি যেহেতু গ্রামে বসবাস করি তাই মোটরসাইকেলই আমার জন্য সেরা বাহন। যাই হোক আমি আমার বাইক নিয়ে আজকে আমার কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে ভাগাভাগি করে নিতে চাই।
ডিজাইনটা যদিও খুব একটা আকর্ষণীয় না কিন্তু বিল্ড কোয়ালিটি অনেক মজবুত। আমি লক্ষ্য করেছি যা বাইকটা অনেক বেশি টেকসই ও মজবুত। আমি সব মিলিয়ে ডিজাইন ও বিল্ড কোয়ালিটি নিয়ে আমার কোন অভিযোগ নাই । আমি মনে করি যে ১০০ সিসির একটি বাইক হিসেবে এর ডিজাইন ও বিল্ড কোয়ালিটি ঠিক আছে এবং দুইটাই আমার খুব পছন্দ হয়েছে।
আমার ব্যবসায়িক উদ্দেশ্যের জন্য আমাকে রাতেও রাইড করতে হয় এবং আমি রাতের রাইডে বাইকটি থেকে অনেক ভালো সাপোর্ট পাই। হেডল্যাম্প অনেক ভালো পরিমাণে আল সরবরাহ করে, অন্যান্য ইলেকট্রিক্যাল দিক এবং সুইচগুলো ব্যবহার করে আরাম আছে। এছাড়াও এই বাইকটার সিটিং পজিশন অনেক চওড়া যার কারণে আরামের সাথে রাইড করা যায়। হ্যান্ডেলবার এবং রাইডিং পজিশনের কম্বিনেশনটা আমার খুব ভালো লেগেছে। সাসপেনশন অনেক ভালো পারফর্ম করে যেটা আমাকে খুব কম ঝাঁকুনি এনে দেয়। অতএব আমার কাছে বাইকটা যথেষ্ট আরামদায়ক বলে মনে হয়েছে।
এখন বলি বাইকটার কন্ট্রোল নিয়ে, আমি অবশ্যই বলতে চাই যে বাইকটার কন্ট্রোল অনেক উপভোগ্য । যদিও হাই স্পিডে ওজন হালকা হওয়ার ফলে ভাইব্রেট করে কিন্তু এটা আমার কাছে তেমন কোন সমস্যার বিষয় বলে মনে হয় না। ব্রেকিং অনেক ভালো কাজ করে এবং আমি বেশি বা কম স্পীডে খুব ভালো ব্রেকিং অনুভব করি। সাসপেনশন খারাপ কিংবা ভালো রাস্তায় আরামসে চলার জন্য যথেষ্ট।
১০০ সিসির বাইক হিসেবে ইঞ্জিন পারফরমেন্স ভালো। আমি আমার বাইকের স্পীড অনেক বেশি তুলতে পারি এবং ইঞ্জিনের পাওয়ার যথেষ্ট ভালো। এই দুইটা বিষয় আমার খুব পছন্দ হয়েছে। স্পীড ছাড়াও আমি অনেক ভালো মাইলেজ পাচ্ছি। বর্তমানে আমি প্রায় ৬০ কিমি/।লিটার মাইলেজ পাচ্ছি । তাই বলা যায় যে আমি ইঞ্জিন পারফরমেন্স ও মাইলেজ নিয়ে সন্তুষ্ট আছি।
আমি তাদের সার্ভিস সেন্টারে গিয়েছি এবং আমি লক্ষ্য করেছি যে তারা আমার সাথে কোন খারাপ ব্যবহার করেনি এবং যে কোন কাজ নিমিষেই দক্ষতার সাথে সমাধান করে দেয়। তাদের সার্ভিস আমাকে খুবই সন্তুষ্ট করেছে।
আমার ভালো লাগা কিছু দিক
-অসাধারণ মাইলেজ
-সহনীয় দাম
-আরামদায়ক রাইডিং
যেগুলো আমার কাছে একটু খারাপ মনে হয়েছে
-হাই স্পীডে ভাইব্রেট করে
-কোন জিনিস বহন করা যায় না
সবশেষে আমি বলতে চাই যে, আমি এখনও অনেক ভালো মাইলেজ পাচ্ছি এবং এছাড়াও ফিচারস অনুযায়ী দামটা আমার কাছে ঠিক মনে হয়েছে । যারা সিদ্ধান্ত নিয়েছেন যে এই বাইকটি কিনবেন তাদের আমি বলতে চাই যে আপনার পছন্দ ঠিক আছে। ধন্যবাদ এতক্ষন সাথে থাকার জন্য।