আমি মোঃ মোমিন উদ্দিন পেশায় একজন ব্যবসায়ী। আমার বাসস্থান বাগাতিপাড়া, নাটোর। আমার ব্যবসায়ীক উদ্দেশ্যের জন্য বাইক খুবই গুরুত্বপূর্ণ একটি বাহন। আমি আমের ব্যবসা করি যার ফলে বাইক নিয়ে এদিক ওদিক ছুটে বেড়াতে হয়। বাইক আসলেই আমার জন্য খুবই প্রয়োজনীয় একটি বাহন এবং এটা আমার জীবনের অবিচ্ছেদ্য একটি অংশ। তাই আমার সুবিধা মত একদিন বাইক কিনে ফেলি। আমি বাইক ব্যবহার করি শুধুমাত্র ভালো যোগাযোগ করার জন্য। তাই আমি নির্দ্বিধায় চায়নার ভাল খ্যাতি সম্পন্ন Victor-R 110 Link Advance বাইকটা নিয়ে ফেলি। আমি বলতে পারি যে, এইটা আমার বাজেটের মধ্যে অতিসুন্দর একটি বাইক এবং এইটাই আমার প্রথম বাইক যা আমি গত দুই বছর থেকে ব্যবহার করছি। একই সাথে এখন সময় হয়েছে আমার বাইকের সাথে আমার অভিজ্ঞতা শেয়ার করার ।
প্রথমত আমি বলবো যে বাইকটির ডিজাইন আমার কাছে খুবই পছন্দ হয়েছে। একটি কমিউটার বাইক হিসেবে দেখতে যথেষ্ট সুন্দর। বিল্ড কোয়ালিটি খারাপ না। বাইকটি চালিয়ে আমি এর ভালো বিল্ড কোয়ালিটি অনুভব করেছি। এটা অনেক মজবুত একটি বাইক তবে অন্যান্য বাইকের থেকে কিছুটা কম। আমি যেটা মনে করি যে বাইকটার ডিজাইন ও বিল্ড কোয়ালিটি আমার কাছে মোটয়ামুটি মনে হয়েছে এবং আমি খুব বেশি অসন্তুষ্ট নই।
একটি বাইকের জন্য আরাম অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। লং ট্যুরের জন্য আরামদায়ক বাইকগুলো ভালো ও স্মুথ রাইডিং করার জন্য বেশ সহায়ক হয়। আমার বাইকে যথেষ্ট আরাম আমি অনুভব করি। আমি লক্ষ্য করেছি যে হ্যান্ডেলবার এবং সিটিং পজিশনের খুব ভালো কম্বিনেশন রয়েছে এবং হ্যান্ডেলবারের সাথে সংযুক্ত সুইচগুলো বেশ ভালো। কিন্তু আমি মাঝে মাঝে হেডল্যাম্পের আলোর ঘাটতি পাই। হেডল্যাম্প খুব বেশী আলো সরবরাহ করতে পারে না এবং অন্ধকার রাস্তায় দুরের জিনিস দেখতে খুব সমস্যা হয়। আমি আজ পর্যন্ত কোনো ব্যাক পেইন অনুভব করিনি । আমি ব্যবসায়িক কাজে অনেক দূরে দূরে যেয়ে থাকি এবং আমি এতে কোনো ঝামেলা অনুভব করি না । সম মিলিয়ে কম্ফোরটের দিক দিয়ে অনেক ভালো একটি বাইক।
কন্ট্রোলিং ভালই রয়েছে । তবে টপ স্পীডে বাইকটা অনেক ভাইব্রেট করে কিন্তু আমার কাছে এটা ঝামেলার বিষয় না কারণ আমি জোরে বাইক চালাই না । আমার যাওয়া আসার মতো একটা গতি হলেই আমি খুশি।ব্রেকিং অনেক সুন্দর পাশাপাশি এর সাসপেনশনের পারফরমেন্সটা বেশ দারুন। খারাপ পরিস্থিতিতে পড়ে ব্রেক করলে এর পেছনের টায়ারটা খুব একটা স্কীড করে না। আমি কন্ট্রোলিং এ অনেক সন্তুষ্ট।
তেল খরচটা আমার বাইকের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। অনেক সময় দেখা যায় বাইকের ভালো মাইলেজ পাওয়া যায়না। যার ফলে এটি চালকের জন্য খুবই ঝামেলার একটা বিষয় হয়ে দাঁড়ায়। আমি কখনও আমার বাইকের মাইলেজটা পরিমাপ করিনি তবে আমার কাছে ভালো মাইলেজ মনে হয়েছে। তবে আমি এর মাইলেজ নিয়ে পুরোপুরি সন্তুষ্ট না।
ইঞ্জিন পারফরমেন্স খারাপ না। আমি ইঞ্জিন পারফরমেন্সে অনেক খুশি। ইঞ্জিনের শব্দটা অনেক সুন্দর। আমি এর ইঞ্জিন শব্দটা অনেক পছন্দ করি। তবে সার্ভিসিং সেন্টারের মান খুবই খারাপ এবং এটা আমাকে হতাশ করেছে ।আমি মনে করি কোম্পানীর উচিত তাদের সার্ভিসিং এর দিকে একটু নজর দেওয়া।
ভালো দিক : ইঞ্জিন শব্দটা অনেক সুন্দর এবং এটা আমার হৃদয় ছুঁয়ে গেছে
খারাপ দিক : মাইলেজটা খুবই খারাপ
সব কিছু বিবেচনা করে বলা যায় যে এটা অনেক সুন্দর একটি কমিউটার বাইক এবং যে কোনো গ্রাহক এটি নিঃসন্দেহে কিনতে পারেন।এই বাইকটির একটাই সমস্যা সেটি হল এর মাইলেজটা অনেক কম।সবাই সাবধানে বাইক চালাবেন ।