আসসালামু আলাইকুম। আমি মোঃ হাবিবুর রহমান পেশায় একজন ব্যবসায়ী। আমার বাসা ছোট্ট একটি গ্রামে যেটা নাটোর জেলায় অবস্থিত। আমি আমার ব্যবসা সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য ভালো একটা যোগাযোগ মাধ্যম খুজি এবং আমি দেখি যে মোটরসাইকেল ছাড়া আর কোনো ভালো মাধ্যম আর নেই। তাই আমি ব্যবসা পরিচালনা করার জন্য মোটরসাইকেল কিনে ফেলি। আমি প্রায় ৪ বছর ধরে ব্যবহার করছি ভিক্টর-আর ভি১০০লিংক ১০০ সিসি এবং এটাই আমার প্রথম মোটরসাইকেল। এই ৪ বছরে আমি আমার বাইকের কিছু ভালো মন্দ দিক খুঁজে পেয়েছি এবং আজকে আমি আপনাদের সাথে সেই ভালো মন্দ কিছু বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। আশা করি আমার অভিজ্ঞতা গুলো আপনাদের সহায়ক হবে।
ডিজাইনটা আমার কাছে ভালো লেগেছে । বাইকটির প্রত্যেকটি অংশের নিখুত ডিজাইন আমি লক্ষ্য করেছি এবং ১০০ সিসির বাইক হিসেবে আমার কাছে এর ডিজাইনটা একদম পারফেক্ট বলে মনে হয়েছে । অন্যদিকে বাইকটি বিল্ড কোয়ালিটিটা আমার কাছে একটু কম মজবুত বলে মনে হয়েছে এবং আমি মনে করি বিল্ড কোয়ালিটি আরও উন্নত করার সুযোগ ছিলো।
বাইকটি চালিয়ে আমি মোটামুটি আরাম পেয়েছি। সিটিং পজিশনটা ভালো তবে আমার কাছে একটু নিচু মনে হয়েছে। এদিকে সিটিং পজিশনের সাথে আমি হ্যান্ডেলবারটা ধরে আরাম পাই এবং হ্যান্ডেলবারে কোনো সমস্যা পাইনি। হ্যান্ডেলবারের সুইচগুলো ভালো এবং রাতের রাইডে আমি হেডল্যাম্পের আলো তেমন ভালো পাইনি। আলোটা ঝাপসা হয়ে যায় এবং পরিষ্কার বোঝা যায় না। সব মিলিয়ে আমার কাছে আরামের দিক দিয়ে বাইকটি মোটামুটি ভালো মনে হয়েছে।
কন্ট্রোল ভাল তবে বাইকটি যখন আমি হাই স্পীডে তুলি তখন প্রচণ্ড ভাইব্রেশন অনুভব করি যেটা আমাকে রাইডিং করতে বাধা সৃষ্টি করে। তবে সামনের পেছনের ব্রেকিং গুলো ভালো এবং খুব সুন্দর কাজ করে । সাসপেনশনটাও অনেক ভালো পারফরমেন্স দেয় এবং আমি খারাপ রাস্তায় অনেক কম ঝাঁকুনি অনুভব করি। টায়ারের গ্রিপ গুলো আমার কাছে অনেক ভালো লেগেছে খুব কম স্লিপ করে তবে টায়ারগুলো খুব তাড়াতাড়ি ক্ষয় হয়ে যায়। কন্ট্রোলিং এর দিক দিয়েও আমি বলব যে বাইকটি মোটামুটি আছে।
ইঞ্জিনের পারফরমেন্স ভালো মনে হয়েছে এবং আমার কাছে মাইলেজটা ১০০ সিসির বাইক হিসেবে অন্যান্য বাইকের তুলনায় একটু কম মনে হয়েছে কারণ আমি বর্তমানে মাইলেজ পাচ্ছি প্রায় ৪৫ কিমি এর মতো। মাইলেজ নিয়ে আমি অনেক অসন্তুষ্ট। বাইকটির মাইলেজটা আরও বারানো গেলে অনেক ভালো হতো।
সার্ভিস সেন্টারের মান বলতে গেলে আমার কাছে তাদের কোনো কিছু তেমন ভালো লাগে নি । তারা তেমন আন্তরিক না এবং তাদের ঠিক করার মান এবং অন্যান্য দিক গুলো আমার কাছে মোটামুটি মনে হয়েছে। সার্ভিস মানটা আরও বাড়ানো যেতে পারে।
ভালো দিক
-আরামদায়ক সিটিং পজিশন
-ডিজাইন সুন্দর
খারাপ দিক
-ব্যাক লাইট কাঁপে বেশি
-হেডল্যাম্পের আলো কম
কোয়ালিটি পারফরমেন্স অনুযায়ী বাইকটির দাম আমার কাছে মোটামুটি মনে হয়েছে দামটা আরও সহনীয় করলে ভালো হতো এবং এর যেমন পারফরমেন্স সেই অনুপাতে দামটা ঠিক বলে আমার কাছে মনে হয় নি।
যারা এই বাইকটি কিনতে চান তাদেরকে বলবো যে – আমার কাছে বেশ ভালো লেগেছে তেল খরচটা আরেকটু কম হলে আশা করি আপনাদের আর কোনো ঝামেলায় পরতে হবে না। সবাইকে ধন্যবাদ