প্রথমে আমি ধন্যবাদ জানাতে চাই মোটরসাইকেলভ্যালীকে। কারন তাদের মাধ্যমে আমি একজন বাইকার হিসেবে আমার মতামত তুলে ধরতে পারছি। যারা নতুন বাইক কেনার কথা ভাবছেন আমার এই মতামতটি তাদের জন্য অত্যান্ত গুরুপূর্ণ। আমি মোঃ রনি, গ্রামঃ ঝলমলিয়া, থানাঃ পুঠিয়া, জেলাঃ নাটোর। পেশায় আমি একজন ছাত্র। বাইক চালাতে আমার খুব ভাল লাগে। আমি আমার এই বাইকটি প্রায় ১ বছর আগে কিনেছি। সাধারণ যাতায়াত করার জন্যই মূলত এই বাইকটি কেনা। আমি ১ বছরে প্রায় ১৫,০০০ কিমি পথ অতিক্রম করেছি। তবে Zaara 110cc বাইকটি আমার জীবনের প্রথম বাইক।
একটি বাইকের মূল অংশ হল ইঞ্জিন ও তার পারফরমেন্স। তাই এই বিষয়ে আমি আগে কথা বলতে চাই। আমার বাইকের ইঞ্জিন পারফরমেন্স খুব ভাল লেগেছে। ইঞ্জিনের শব্দটা অনেক সুন্দর। এখন পর্যন্ত ইঞ্জিনে কোন সমস্যা পাই নি। তবে ব্রেক এ অনেক সমস্যা আছে।
বাইকের এই ডিজাইন আমার খুব ভাল লাগার কারনেই মূলত আমি এ বাইকটি কিনি। এই বাইকের পার্টস ও প্লাষ্টিক খুব মজবুত। সহজে ভেংগে যায় না। সঠিক সময়ে সঠিক গতি তুলতে পারে। এই বাইকটি রাইড করলে আপনারা সকলেই ভাল অনুভূতি পাবেন, কারন এটি একটি আরামদায়ক বাইক। এই বাইকের সিটিং পজিশন খুব ভাল। সিট খুব একটা শক্ত নয়, নরম আছে। খুব সহজেই আমি সিটে বসে মাটিতে পা রাখতে পারি। বাইকটির হ্যান্ডেলবার অনেক ভাল, যা আমাকে আরাম এনে দেয়। তবে সামনে হাইড্রোলিক ব্রেক বা ডিস্ক ব্রেক টা ভাল না। কিছু দিন পরপর ব্রেকে সমস্যা দেখা দেয়। এছাড়া এই বাইকের সুইচ গুলো ভাল, যা ব্যবহারে আমার কোন ধরনের কষ্ট হয় না। রাতে হেডলাইটে অনেক আলো পাই, যা নিয়ে আমি খুব সন্তুষ্ট। আমি সর্বোচ্চ গতি ১০০ তুলেছি। এক দিনে প্রায় ২০০ কিমি পথ চালিয়েছি। তবে দীর্ঘ পথ অতিক্রম করলে হাতে,পিঠে,কোমরে ব্যাথা করে। হাই স্পীডে হাত ঝিনঝিন করে। সাসপেনশন তেমন ভাল না। খারাপ রাস্তায় অনেক ঝাকুনি লাগে। লুকিং গ্লাসটা অনেক সুন্দর। খুব সহজেই পিছনের দৃশ্ব্য দেখতে পাই।
মাইলেজ নিয়ে আমি খুব সন্তুষ্ট। কেননা ১ লিটার তেলে আমি ৫৫-৬০ কিমি পথ অতিক্রম করতে পারি। এজন্য আমি খুশি।
সার্ভিসিং সেন্টারে তাদের ব্যাবহার খুব ভাল, তবে কাজের মান খুব একটা মান ভাল না। এছাড়া সেখানে পর্যাপ্ত পরিমানে যন্রপাতি রয়েছে।
পারফরমেন্স বিবেচনায় আমার কাছে দামটা একটু বেশি মনে হয়েছে। দাম আর একটু কম হলে ভাল হত।
যারা ১১০ সিসির মধ্যে বাইক কেনার কথা ভাবছেন তারা এই বাইকটি কিনতে পারেন।
ভাল দিকঃ ইঞ্জিন ভাল। ডিজাইন ভাল। মাইলেজ ভাল। হেড লাইট ভাল। সিটিং পজিশন ভাল।
মন্দ দিকঃ ব্রেক ভাল না। দাম বেশি। বেশি স্পিডে হাত ঝিনঝিন করে। সাসপেনশন ভাল না।
সবাইকে ধন্যবাদ ।।