ইয়ামাহা মানসম্পন্ন প্রডাক্ট নিয়ে কখনই আপোষ করে না। বাইক প্রেমীদের জন্য তারা স্পেশাল কিছু রেখেই চলেছে। কিছুদিন আগে তারা নতুন দুইটি বাইক বাজারে সরবরাহের মধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। সেই জনপ্রিয় দুইটি বাইক হচ্ছে ইয়ামাহা এফজেডএস এফআই ভার্সন ৩ এবং এফযেড এফআই ভার্সন ৩। সম্প্রতি আমরা আপনাদের সাথে আমাদের ওয়েব সাইটে এফজেডএস এফআই ভার্সন ৩ এর ফিচারস নিয়ে আলোচনা করেছি । ঠিক তারই ধারাবাহিকতায় আজকে আমরা আপনাদের সাথে আরেকটি জনপ্রিয় বাইকের ফিচারস নিয়ে আলোচনা করবো এবং সে বাইকটি হল এফজেড এফআই ভার্সন ৩ । এই বাইকের রয়েছে চমৎকার কিছু ফিচারস এবং পূর্বের এফজেড এর থেকে চমকপ্রদ কিছু রয়েছে। তাই চলুন এইবার পরিচিত হই এই বাইকের ফিচারস সম্পর্কে।
ইঞ্জিন
ইয়ামাহা তাদের ইঞ্জিনের বিষয়গুলো খুব দক্ষতার সাথে পরিচালনা করে। কিছু দিন পূর্বে তারা ব্লু কোর প্রযুক্তি তাদের বাইকগুলোর সাথে সংযুক্ত করেছে এবং একই সাথে এফজেড এফআই বাইকেও এই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ১৪৯ সিসির এয়ার কুল্ড সিংগেল সিলিন্ডার ফুয়েল ইঞ্জেকশন ব্লু কোর ইঞ্জিন । এই ইঞ্জিন খুব সহজেই ম্যাক্স পাওয়ার ৯.৭ কিলোওয়াট @ ৮০০০ আরপিএম এবং ম্যাক্স টর্ক ১২.৮ এনএম @৬০০০ উৎপন্ন করতে পারে। এই ইঞ্জিনের কম্প্রেশান রেশিং রয়েছে ৯:৫:১ এবং ৫ স্পীড ম্যানুয়াল গিয়ার বক্স। ইঞ্জিন চালু করার জন্য রয়েছে ইলেকট্রিক স্টার্ট অপশন।
চেসিস এবং ডাইমেনশন
এফজেড এফআই ভার্সন ৩ বাইটিতে চেসিস হিসেবে ব্যবহার করা হয়েছে ডাইমন্ড টাইপ ফ্রেম চেসিস । নতুন ভার্সনের এই বাইকটিতে ডাইমেনশনের দিকে রয়েছে লম্বায় ১৯৯০ মিমি চওড়ায় ৭৮০ মিমি এবং উচ্চতায় ১০৮০ মিমি । বাইকটির সিটের উচ্চতা ৭৯০ মিমি এবং হুইলবেজ ১৩৩০ মিমি। এদিকে গ্রাউন্ড ক্লিয়ারেন্স রয়েছে ১৬৫ মিমি । ফুয়েল ট্যাংকের সম্পূর্ণ তেল সহ এই বাইকটির ওজন ১৩৭ কেজি।
সিংগেল পিস সিট
পূর্বের মডেলের এফজেড ভার্সন ২ বাইকে স্প্লিট সিটি লক্ষ্য করা যায় কিন্তু বর্তমান নতুন এই মডেলের বাইকটিতে আরামদায়ক সিংগেল পিস সিটিং পজিশন রয়েছে । এটা দেখতে অনেকটা দুইটা লেভেলের সিটের আকারের মতন। বড় এবং চওড়া সাথে মানসম্পন্ন কুশন ব্যবহার করে রাইডার ও পিলিয়নের রাইড আরও আরামদায়ক নিশ্চিত করা হয়েছে।
সিংগেল চ্যানেল এবিএস এবং ডিস্ক ব্রেক
সামনের ডিস্ক ব্রেক সাথে এন্টি লক ব্রেকিং সিস্টেম বাইকের ব্রেকিং পারফরমেন্স আরও উন্নত করা হয়েছে। এটা যে কোন গতিতে অনেক ভালো ব্যালেন্স এবং কন্ট্রোলিং নিশ্চিত করে পাশাপাশি পেছনের ডিস্ক ব্রেকও এক্ষেত্রে অনেক সহায়ক ভুমিকা পালন করবে।
এডভান্স মিডশিপ মাফলার কভার
নতুনভাবে ডিজাইন করা মিডশিপ মাফলার প্রটেক্টর নতুন লুকস প্রদান করেছে। এদিকে এর আকর্ষণের কিছু সুবিধা রয়েছে।এটা একদম নতুনভাবে সংযোজিত।
নেগেটিভ এলসিডি ইন্সট্রুমেন্ট ক্লাস্টার
নতুন ভাবে আকৃষ্ট করার জন্য নেগেটিভ এলসিডি ইন্সট্রুমেন্ট ক্লাস্টার প্যানেল যার ব্যাকগ্রাউন্ড কালো এবং সাদা প্রিন্ট দেখতে পাওয়া যায়। ডিজিটাল স্পিডোমিটার, বার স্টাইল ট্যাকচোমিটার এবং ফুয়েল গেজ মিটার কনসোলে দেখতে পাওয়া যায় পাশাপাশি এবিএস ওয়ারনিং ল্যাম্প, ওডোমিটার। ট্রিপ ১, ট্রিপ ২, এফ ট্রিপ ,ঘড়ি এবং অন্যান্য বিষয়গুলো ডিসপ্লেতে দেখা যায়। এখানে আরও রয়েছে ইকো ইন্ডিকেটর। এই ধরনের মিটার কনসোল সব প্রিমিয়াম বাইকে লক্ষ্য করা যায় না।
এফজেড এফআই ভার্সন ৩ এর ইলেকট্রিক্যাল সাইড
বাইকটিকে আরও চমকপ্রদ করার জন্য এখানে ব্যবহার করা হয়েছে রবো ফেস এলিডি হেডল্যাম্প যা উজ্জল আলো এবং সামনের দিক থেকে দানবীয় একটি লুকস এনে দেয়। এছাড়াও রয়েছে রিফ্লেকরের সাথে লাইট প্রজেকশন এবং হাই বিম লো বিমের জন্য আলাদা আলাদা বাল্ব। এছাড়াও ১২ ভোল্ট, ৫ ওয়াটX১ সহায়ক লাইট,১২ ভোল্ট, ২১/৫ ওয়াটx১ টেল ল্যাম্প, ১২ ভোল্ট ১০ ওয়াটx২ টারনিং সিগন্যাল লাইট। এই সকল বিষয় অপারেট করার জন্য রয়েছে ১২ ভোল্টের ব্যাটারী।
র্যাডিয়াল টায়ার এবং মনোক্রস সাসপেনশন
নতুন এফযেড ভার্সন ৩ বাইকটিতে সামনের চাকায় ব্যবহার করা হয়েছে ১১০/৮০-১৭ সাইজের টায়ার এবং পেছনের দিকে ব্যবহার করা হয়েছে ১৪০/৬০-১৭ সাইজের টায়ার। এই টায়ারগুলো বেশ ভালো গ্রিপিং সরবরাহ করতে সক্ষম।
অন্যদিকে এফজেড ভার্সন ৩ বাইকের পেছনের সাসপেনশনের ব্যবহার করা হয়েছে লাইট ওয়েট মনোক্রস সাসপেনশন যা অনেক আরামপ্রদ রাইড সরবরাহ করে। এর পাশাপাশি সামনের দিকে রয়েছে টেলিস্কোপিক সাসপেনশন। এই ধরনের সাসপেনশন অতিরিক্ত ঝাঁকুনি কমিয়ে আরামদায়ক রাইড নিশ্চিত করে।
সবশেষে
নতুন এই এফজেড এফআই ভার্সন ৩ বাইকটির দুইটি ভিন্ন রং বাজারে পাওয়া যাচ্ছে এবং সেগুলো হল মেট্রিক ব্লাক এবং রেসিং ব্লু। সমস্ত ফিচারস পর্যালোচনা করে দেখা যায় যে পরবর্তী প্রজন্মের জন্য এফজেড সিরিজ আরও অনেক ভুমিকা পালন করবে।