Is this review helpful?
Rate count: 4Ratings:
This user provides ratings about this bike
This bike is purchased from Ghost Riderz Station, Rajshahi
আমি ইয়ামাহা ব্রান্ডের বাইক অনেক বেশি পছন্দ করি যার কারণে আমি বর্তমান এই Yamaha FZ-X বাইকটা কেনার আগে ব্যবহার করতাম Yamaha FZS V3। সেই বাইকটা দীর্ঘদিন ব্যবহার করার পর আমি দেখলাম যে ইয়ামাহার বাইক আসোলেই ভালো এবং আমি আপডেট বাইক পছন্দ করি যার ফলে Yamaha FZ-X বাংলাদেশের বাজারে অফিশিয়াল্ভাবে আসারা পর ক্রয় করি। এখন পর্যন্ত আমি এই বাইকটা ২৫ দিন যাবত ব্যবহার করছি এবং ২৩০ কিমি রাইড করেছি। আজকে আমি মোটরসাইকেল ভ্যালীর মাধ্যমে আপনাদের সাথে আমার ব্যবহার অভিজ্ঞতা তুলে ধরবো।
Yamaha FZ-X বাইকের ভাল দিকগুলো আমি যা যা পেয়েছিঃ
আমার কাছে এই বাইকের ডিজাইন ও লুকিং সবচেয়ে বেশি ভালো লেগেছে। যখন এটি বাংলাদেশের বাজারে এসেছিলো তার আগে থেকেই আমি অনলাইনে এই বাইকের বিভিন্ন বিষয় দেখতে দেখতে ডিজাইনটা অনেক বেশি ভালো লেগে যায়।
রাইড করে দেখলাম যে বাইকটা অনেক আরামদায়ক। সিটিং পজিশন রাইডার এবং পিলিয়নের জন্য যথেষ্ট আরামদায়ক করা হয়েছে যেটা অনেকক্ষন রাইড করার পরেও কোন ক্লান্তি ভাব আসে না। আমি এই বাইকটা এখন পর্যন্ত সিংগেল একটানা ৪০ কিমি রাইড করে যথেষ্ট আরাম অনুভব করেছি।
ওজন ডিস্ট্রিবিউশন এবং বাইকের কন্ট্রোল অনেক ভালো হওয়ার কারনে আমি আমার রাইড উপভোগ করি ।
ব্রেকিং সিস্টেম আমার কাছে খুব ভালো লেগেছে। সামনের এবং পেছনের উভয় ব্রেকিং থেকে আমি খুব ভাল ফিডব্যাক পাচ্ছি ।
Yamaha FZ-X বাইকের মন্দ দিকঃ
আমার কাছে এই বাইকের একটি মন্দ দিক হল, আমি যখন বৃস্টির দিনে এই বাইকটা রাইড করি তখন খেয়াল করে দেখি যে কাঁদা অনেক বেশি ছুটছে পেছনের চাকা থেকে। এছাড়া এখন পর্যন্ত লক্ষ্যনীয় কোন খারাপ দিক আমার চোখে পড়েনি ।
এই বাইকের দাম আমার মতে একটু কম হলে ভাল হত। Yamaha FZ-X বাইকের যে ফিচারস আছে সেটা ১৫০ সিসির একটি বাইক হিসেবে আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনারা যারা এই বাইকটি কেনার ইচ্ছা প্রকাশ করেছেন তাদের অবশ্যই বলবো বাইকটা কেনার জন্য।
Is this review helpful?
Rate count: 4আমি ইয়ামাহা ব্রান্ডের বাইক অনেক বেশি পছন্দ করি যার কারণে আমি বর্তমান এই Yamaha FZ-X বাইকটা কেনার আগে ব্যবহার করতাম Yamaha FZS V3...
Bangla Englishরাইড ফ্রি! এই নতুন কনসেপ্টের মাধ্যমে ইয়ামাহা তাদের ব্যাবহারকারীদের জন্য নিয়ে এসেছে Yamaha FZ-X 150। রাইড ফ্রি কনসেপ্ট হল ...
Bangla English