আমার কাছে বাংলাদেশের মধ্যে সবচেয় বিশ্বাস যোগ্য মটরসাইকেল ব্র্যন্ড হলো ইয়ামাহা । ইয়ামাহা ব্র্যন্ড এর প্রতি এই আস্থা আমার এমনিতেই আসেনি । বাংলাদেশের বাজারে ইয়ামাহা ব্র্যন্ড এর মটরসাইকেলের প্রতি কদর, এই ব্র্যন্ড এর প্রোডাক্ট ব্যবহারকারী দের মতাম্ত থেকেই এই ব্র্যন্ড এর প্রতি আমার এতটা আস্থা জন্মিয়েছে । তাই অনেক ছোট কাল থেকেই আমার ইয়ামাহা ব্র্যন্ড এর মটরসাইকেল কেনার শখ ছিল । কোন না কোন কারনে কেনা হয়নি । তবে একটি সময় আসে যখন আমি একটি বাইক কেনার উপযুক্ত সময় পাই ও কোন রকম বাধা বিপত্তি থাকেনা তখন আমি যাতায়াতের সুবিধার জন্যে ও ঘুরাঘুরির উদ্দেশ্যেই ইয়ামাহা ব্র্যন্ড এর নতুন বাজারে আসা বাইক ইয়ামাহা এফ যেড এস ভি থ্রি কিনে ফেলি। এই বাইকটি বাজারে আসা বছর খানিক হইয়েছে ও ইতিমধ্যেই বাইক লাভার দের কাছে অনেক সাড়া ফেলেছে । তাই আমিও কিছুদিন এনালাইসিস করে ও বাইকের ব্যবহারকারী দের কাছ থেকে তাদের মতামত কালেক্ট করি । সব কিছু বিচার বিবেচনা করে সিধান্তে উপনিত হই যে এই বাইকটিই কিনব । তাই শেষ পর্যন্ত আমি এই বাইকটি কিনে ফেলি। ইয়ামাহা এফ যেড এস ভি থ্রি বাইকটি কেনার পরপরই আমার সর্বপ্রথম যেই বিষয় টি ভালো লাগে সেটি হলো বাইকটির মাস্কুলার লুক । এছাড়াও বাইকের এ বি এস ব্রেকিং সিস্টেম থাকায় আমি আরো বেশি উৎসাহিত হই বাইকটি কে নিয়ে । আমার এই পর্যন্ত ৭০০ কিমি রাইড করা হয়েছে । খুব বেশি তা কিন্তু নয় তবুও আমার মনে হয়েছে এই বাইকটি কে নিয়ে দুটি শব্দ আপনাদের মাঝে উপস্থাপন করার ।
ভালো দিক সমূহ ঃ-
-বাইকটির প্রথম ভালো দিক হলো বাইকটির মাস্কুলার লুক ।এটির ফুয়েল ট্যংক বেশ আলাদা দেখতে এছাড়াও স্পীড মিটার এক কথায় অসাধারন ।
-এ বি এস ব্রেকিং সিস্টেম থাকায় অনেক চমৎকার একটি অনুভব আসে ব্রেক করার সময় । চাকা কখনো স্কীড করেনা ।
-বাইকের ওয়েট ডিস্ট্রিবিউশন একদম নিখুত হওয়ায় কন্ট্রোল অনেক ভাল । এছারাও সিস্টিং পজিশন একদম পারফেক্ট ।
-ইঞ্জিন অনেক স্মুথ ও ইঞ্জিন সাউন্ড ও অনেক সুন্দর ।
এইবার বলি বাইকটির কিছু মন্দ দিক ঃ-
-বাইকের রেডি পিক আপ নাই । ইঞ্জিন আরেকটু শক্তিশালী হলে ভালো হতো।
ইয়ামাহা এফযেডএস ভি থ্রি বাইকটি কেনার পেছনে আমার মূল কারণ ছিলো এই ব্র্যান্ডের আস্থা । এছাড়াও এর লুক ছিলো আমার অন্যতম মূল কারন ।
মাইলেজের দিক থেকে আমি সন্তুষ্ট নই । কারন শহরের মধ্যে এই বাইকের মাইলেজ পাই ৩৮ কি মি প্রতি লিটার তেলে ও সিটির বাইরে হাইওয়েতে মাইলেজ পাই ৪০ কি মি প্রতি লিটার তেলে । আমি আরেকটু বেশি আশা করেছিলাম এছাড়াও আমার বন্ধু মহলে যারা এই বাইকটি ব্যবহার করেছে তাদের অনেক এরই মাইলেজ আসে ৪৫-৫০ কিমি প্রতি লিটার তেলে । তবে সব দিক বিবেচনা করে আমার বাইকটি আমার কাছে অনেক পছন্দের একটি বাইক । নিঃসন্দেহে আমি বলতে পারি এফ যেড এস ভি থ্রি বাংলাদেশের মধ্যে অন্যতম মজবুত একটি বাইক । আপনারা যারাই রাইড করেন সর্বপ্রতম আপনাদের নিরাপত্তার বিষয়টাকে মাথায় নিয়ে রাইড করবেন কারন আপনার নিরাপত্তাই সবার আগে । বাইকের প্রয়োজনীয় খুঁটিনাটি সব সময় নজরে আনবেন যার কারনে যেকোন সময় দুর্ঘটনা ঘটতে পারে ।