Is this review helpful?
Rate count: 2Ratings:
ইয়ামাহা সকলের পছন্দের একটি মোটরসাইকেল ব্র্যান্ড। যুগের সাথে তাল মিলিয়ে তারা নিত্য নতুন বাইক নিয়ে আসছে এবং তাদের খ্যাতি দিন দিন বেড়েই চলেছে । বাংলাদেশের মত দেশে যেখানে সিসি লিমিট ১৬৫সিসি সেখানে ১৬৫ সিসির বাইকগুলো বেশ জনপ্রিয়তা লাভ করছে এবং কোম্পানীগুলো এই সিসির মধ্যে ভালো ভালো কিছু ফিচারস অফার করছে। ইয়ামাহা কিছু অসাধারণ বাইক অফার করে যেগুলো ব্যবহারকারী হৃদয় স্পর্শ করে থাকে । তাদের মধ্যে Yamaha FZS সিরিজ অন্তর্গত যেটা শুধু বাংলাদেশেই নয় ইন্ডিয়াতেও অনেক জনপ্রিয়তা লাভ করেছে । প্রথম যখন এটা বাজারে আসে তখন থেকেই ১৫০ সিসির এই বাইকের সেগমেন্টে বাংলাদেশে অনেক জনপ্রিয় হয়ে উঠে। এই সেগমেন্টের বাইকগুলোর মধ্যে এটি দেখতে অনেক সুন্দর এবং বর্তমানে ইয়ামাহা তাদের এই বাইকটি নতুনভাবে Yamaha FZS এর আপডেট ভার্সন লঞ্চ করে গ্রাহকদের সামনে তুলে ধরে যেটা FZS Version 2.0 Fi হিসেবে পরিচিত। আজকে আমরা টিম মোটরসাইকেল ভ্যালী আপনাদের সামনে তুলে ধরবো Yamaha FZS V2 বাইকের ফিচারস রিভিউ নিয়ে। চলুন এক নজরে দেখে নিই এই বাইকের মধ্যে কি কি ফিচারস আছে।
এক নজরে দেখে নিই এই বাইকের মধ্যে কি কি ফিচারস আছে
ডিজাইনের দিক থেকে ইয়ামাহা তাদের বাইক তৈরিতে কোন আপোষ করে না। এই বাইকের মধ্যে আছে মার্জিত ডিজাইন যা সব বয়সের রাইডারের সাথে খুব ভালোভাবে ম্যাচিং করে। এদিকে ডিজাইনের পাশাপাশি কালার কম্বিনেশনটাও অনেক সুন্দর করা হয়েছে। সামনের দিক থেকে শুরু করে পেছনের দিক পর্যন্ত প্রতিটা অংশ এই বাইকের নিখুঁত ডিজাইন করা হয়েছে যা গ্রাহকদের খুব সহজেই আকৃষ্ট করতে সক্ষম।
ডাইমেনশনের দিকে রয়েছে লম্বায় ১৯৯০ মিমি , চওড়ায় ৭৭০ মিমি ও উচ্চতায় ১০৫০ মিমি। Yamaha FZS V2 এর সিট উচ্চতা ৭৯০ মিমি , হুইলবেজ ১৩৩০ মিমি ও গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৬০ মিমি। লং রাইড নিশ্চিন্তে করার জন্য এই বাইকের সাথে আছে ১২ লিটার তেল ধারণ ক্ষমতা এবং সব মিলিয়ে বাইকের কার্ব ওয়েট ১৩৩ কেজি। একটি বাইকের ডাইমেনশন দেখলে বুঝা যায় বাইকের ব্যালেন্স কতটা ভালো হবে এবং Yamaha FZS V2 বাইকে খুব সুন্দর ডাইমেনশন রয়েছে যা রাস্তায় চলাচলে একজন রাইডারকে সাহায্য করে ।
আমরা জানি যে , ইয়ামাহা তাদের প্রতিটা বাইকের ইঞ্জিন অনেক নিখুঁতভাবে তৈরি করে থাকে। এই Yamaha FZS V2 বাইকের ইঞ্জিনে রয়েছে ১৪৯সিসির সিংগেল সিলিন্ডার, এয়ার কুল্ড, ৪ স্ট্রোক ,২ ভালভ ব্লু কোর ইঞ্জিন যা ম্যাক্স পাওয়ার 13 Bhp @ 8000 rpm এবং ম্যাক্স টর্ক 12.8 Nm @ 6000 rpm উৎপন্ন করতে সক্ষম। ইঞ্জিন থেকে ভালো মাইলেজ নিশ্চিত করার জন্য ইয়ামাহা এখানে ব্যবহার করেছে এফআই ( ফুয়েল ইঞ্জাকশন প্রযুক্তি যা বাইকের পারফরমেন্স ঠিক রেখে মাইলেজ বাড়িয়ে তোলে । এদিকে ব্লু কোর প্রযুক্তি কম জ্বালানী দিয়ে বেশি শক্তি উৎপাদনের ক্ষমতা রাখে। এই অত্যাধুনিক ইঞ্জিন চালু করার জন্য আছে শুধুমাত্র ইলেকট্রিক স্টার্ট অপশন। অনেকেই ভাবছেন শুধু ইলেকট্রিক স্টার্ট অপশন কেন? এর উত্তর হল, এফ আই ইঞ্জিন খুব সহজেই স্টার্ট নিতে সক্ষম তাই বেশি ব্যাটারীর প্রয়োজন পড়ে না। ইঞ্জিনের ট্রান্সমিশন সিস্টেমে আছে ৫ স্পীড ম্যানুয়াল গিয়ার বক্স।
আরামের দিক থেকে ইয়ামাহার বাইক সব সময়ে এগিয়ে , বিশেষ করে Yamaha FZS V2 বাইকটি খুব ভালো আরাম সরবরাহ করে । সাসপেনশনের দিকে লক্ষ্য করলে দেখা যায় যে, সামনের দিকে রয়েছে টেলিস্কোপিক সাসপেনশন এবং পেছনের দিকে রয়েছে মনোশক সাসপেনশন । এই উভয় সাসপেনশন মিলে একজন রাইডারজকে হাইওয়েতে এবং বিভিন্ন রাস্তায় খুব ভালো আরাম সরবরাহ করতে সক্ষম।
ব্রেকিং সিস্টেমে আছে ডাবল ডিস্ক ব্রেকিং সিস্টেম যেটা খুব ভালো ব্রেকিং সরবরাহ করে থাকে। সামনের ডিস্ক প্লেট এর সাইজ ২৮২মিমি এবং পেছনের ডিস্ক প্লেটের সাইজ ২২০ মিমি । সব মিলিয়ে ব্রেকিং এর দিক থেকেও এই Yamaha FZS V2 বাইকটি অনেক ভালো সাপোর্ট দেয়।
রাইডারের ব্যালেন্স ও কন্ট্রোল উন্নত করার জন্য এই বাইকের সাথে রয়েছে সামনে ও পেছনে উন্নতমানের মোটা টায়ার। সামনের টায়ারের পরিমাপ 100/80-17M/C টিউবলেস এবং পিছনের অংশে রয়েছে 140/60-R17M/C টিউবললেস। উভয় টায়ারই ব্রেক করার সময় এবং নিখুঁত কর্নারিং করার জন্য যথেষ্ট ভাল। এদিকে সামনে এবং পেছনে এলয় হুইল রয়েছে যা অধিক চাপ শোষণ করতে পারে।
মিটার কনসোল ও ইন্সট্রুমেন্ট ক্লাস্টার
এই বাইকের সাথে রয়েছে ফুল ডিজিটাল মিটার যা রাইডারের সকল প্রয়োজনীয় ফিচারস দেওয়া হয়েছে । এখানে আপনারা দেখতে পারবেন ডিজিটাল স্পিডোমিটার, ডিজিটাল ফুয়েল গেজ এবং ডিজিটাল ট্রিপ মিটার রয়েছে এবং আপনি প্রতিটি প্রয়োজনীয় ফিচারস সম্পর্কে জেনে রাইড উপভোগ করতে পারবেন।
Yamaha FZS V2 বাইকটি বর্তমানে বাংলাদেশের সকল ইয়মাহার অথরাইজড শোরুমে পাওয়া যাচ্ছে । বাংলাদেশের মোটরসাইকেল মার্কেট দিন দিন বড় হচ্ছে এবং সেই সাথে গ্রাহকদের চাহিদা অনেক বৃদ্ধি পাচ্ছে। ইয়ামাহার এই বাইকটি অনেক জনপ্রিয়তা অর্জন করেছে এবং বাজারে চাহিদা রয়েছে। আশা করা যায় এই বাইকটি ভবিষ্যতে আরও অনেক বেশি সাড়া ফেলবে।
Is this review helpful?
Rate count: 2আমার কাছে বাইক মানে হচ্ছে স্বাধীনতার একটি বাহন যা আমি আমার নিজের মত করে ব্যবহার করতে পারি। এখন পর্যন্ত আমি অনেকগ...
Bangla Englishছোটবেলা থেকেই বাইকের প্রতি আমার ভিন্নধর্মী এক আকর্ষণ কাজ করে, আমি মুলত বাইক রাইড করে বেশি আনন্দ পাই এবং বেশিরভা...
Bangla Englishবাইক চালানোর নেশা আমার ছোট থেকেই আমি অনেক কোম্পানির বাইক রাইড করেছি এর আগে বাজাজ কোম্পানি হিরো, হোন্ডা কোম্পান...
Bangla Englishট্যুর দেয়া আমার সেই অনেক আগে থেকেই ভাল লাগে। এর জন্যই বাইক কিনেছিলাম। বাইক কেনার পর থেকে নিয়মিতই বাইক ট্যুর দেয়া...
Bangla Englishযখন এই বাইকটা প্রথম দেশের বাজারে আসে তখন থেকেই এর প্রতি আকর্ষণ আমার অনেক বেড়ে যায়...
Bangla Englishআমি অনেক আগে থেকেই Yamaha এর বাইক ব্যবহার করে আসছি এবং শুরুতে আমি ব্যবহার করতাম Yamaha FZS Version 1 সিংগেল ডিস্ক। এখন পর্যন্ত Yamaha ...
Bangla Englishযদি কেউ আমাকে জিজ্ঞেস করে Yamaha FZS V2 কেন কিনেছেন? তাহলে আমার এক কথায় উত্তর হয় – এটা আমার ক্রাশ বাইক। কারণ আমি এই বাইকের ম...
Bangla Englishপছন্দের। কারণ এই বাইকের মাস্কুলার ডিজাইন, লুকস, কালার কম্বিনেশন, আরাম, কন্ট্রল ইত্যাদি সব কিছু আমার খুব ভালো...
Bangla Englishআমি বর্তমানে ব্যবহার করছি Yamaha FZS V2 , এই বাইকটি আমার অনেক আগে থেকেই পছন্দের ছিলো কিন্তু আমার বাজেট ও অন্যান্য কারণে ...
Bangla Englishআমি অনেক আগে থেকেই বাইক রাইড করি এবং বাইক রাইড করতে আমার কাছে খুব ভালো লাগে। বর্তমানে আমি ব্যবহার করছি ইয়ামাহার খু...
Bangla Englishইয়ামাহা সকলের পছন্দের একটি মোটরসাইকেল ব্র্যান্ড। যুগের সাথে তাল মিলিয়ে তারা নিত্য নতুন বাইক নিয়ে আসছে এবং তাদের ...
Bangla Englishআমি বাইক প্রেমি তাই বাইক নিয়ে বিভিন্ন স্থানে যেতে আমার অনেক ভালো লাগে। ছোট বেলা থেকেই বাইক রাইড করি বিধায় আমার জীব...
Bangla Englishআমি অনেক আগে থেকেই ইয়ামাহা বাইক রাইড করতাম এবং রাইড করে আমার কাছে অন্যান্য ব্রান্ডের তুলনায় ইয়ামাহার বাইক অনেক ভ...
Bangla Englishআমার বাইকের প্রতি বিশেষ আকর্ষন কাজ করতো ছোটবেলা থেকেই । আমি মনে করি যে বাইক মানেই হচ্ছে খুব দামী ও স্বাধীন একটি ব...
Bangla Englishবাইক আমার কাছে ভালবাসার আরেকটি নাম। শৈশবকাল থেকেই আমি সবসময় ভ্রমণের জন্য আমার সঙ্গী হিসাবে বাইককেই চেয়েছিলাম...
Bangla Englishআমি আরেফিন সুলতান বর্তমানে আমি ব্যবহার করছি ইয়ামাহা এফজেডএস ভার্সন ২ । এই বাইকটা আমি বেছে নিয়েছি কারণ বাংলাদেশে...
Bangla Englishবাইকের প্রতি ভালোবাসা আমার অনেক ছোট বেলা থেকেই কারন এই একটি মাত্র বাহন যার দ্বারা নিজের ইচ্ছামত যে কোন স্থানে স্...
Bangla Englishবাইক আমার কাছে খুব পছন্দের একটি বাহন এবং এই বাইক নিয়েই আমি বিভিন্ন স্থানে যেতে পছন্দ করি। বাইক রাইড করার মধ্যে এক...
Bangla Englishবাইক শব্দটা শুনলেই আমার মনে অনেক প্রশান্তি লাগে কারণ এই বাইকের মাধ্যমে আমি অনেক অভিজ্ঞতা অর্জন করতে পেরেছি পাশা...
Bangla Englishবাংলাদেশের বাজারে জনপ্রিয় বাইক এফজেডএস ভার্সন ২ জনপ্রিয় ব্র্যান্ড ইয়ামাহা এজন্য আমি বেছে নিয়েছি ইয়ামাহা এফজেড...
Bangla Englishজাপানিজ ব্র্যান্ডের মধ্যে ইয়ামাহা খুব জনপ্রিয় একটি মোটরসাইকেল ব্র্যান্ড এবং তাদের বাইকের কোয়ালিটি গুলো মন জয় ক...
Bangla Englishআমি একজন বাইক প্রেমী মানুষ এবং আমি বাইক নিয়ে ট্যুর করতে খুব পছন্দ করি।কাজের ফাঁকে একটু ছুটি পেলেই বাইক নিয়ে দূরে ...
Bangla Englishআমার কাছে ইয়ামাহা এফজেডএস ভার্সন এর ব্রেকিং ও কন্ট্রলিং খুবই ভালো লাগে এবং এই বিষয়টি আঁচ করতে পারি বন্ধুর এফজেডএ...
Bangla Englishবাংলাদেশের বাজারে সেরা কন্ট্রোল এবং আরামদায়ক বাইকের খাতায় নাম রয়েছে ইয়ামাহা এফজেডএস ভার্সন ২। ব্র্যান্ড ভালো, ...
Bangla Englishআমি পেশায় একজন ব্যাবসায়ী, আর এই কারনে অনেক দূরদুরান্তে বাইক নিয়ে পথ পাড়ি দিয়ে থাকি। এর পাশাপাশি বাইক চালানো আমার ...
Bangla Englishআমি এখনও ছাত্র এবং আমি ঘোরাঘুরি করতে ভালোবাসি। এই কারনেরআমার একটি ভাল বাইক দরকার ছিল যা আমাকে সবদিক থেকে ভাল পার...
Bangla Englishপেশায় আমি একজন ডাক্তার, পাশাপাশি বাইক প্রেমিক। প্রথম থেকেই আমি ইয়ামাহা মোটরসাইকেল ভালবাসি। যখন আমি ছাত্র ছিল...
Bangla Englishআমি পেশায় চাকুরীজিবী এবং কাজের উদ্দেশ্যে একটি মোটরসাইকেলের প্রয়োজনীয়তা সবসময় ছিল আমার। ইয়ামাহা সর্বদা আম...
Bangla Englishআমি একজন পুলিশ অফিসার এবং বাইক চালানোর জন্য আমার খুব একটা সময় হয়ে ওঠে না। তবে বাইক চালানোর উপর আমার আগ্রহ আছে। আমা...
Bangla Englishআমি ওয়াসিম আহমেদ পেশায় চাকুরীজীবী। আমার পেশাগত দায়িত্বপালন এবং পারিবারিক বিভিন্ন কাজের জন্য যাতায়াত প্রয়োজন হ...
Bangla Englishইয়ামাহা এফজেডএস ভার্সন ২ বাইকটি যখন বাজারে প্রথম আসে তখন আমি এই বাইকটার লুক দেখে মুগ্ধ হই। আমি জানি ইয়ামাহা ব্র্...
Bangla Englishঅফিসে যাতায়াতের জন্য বাইক খুবই গুরুত্বপূর্ণ । কারণ বাইক নিয়ে নিজের স্বাধীনতা অনুযায়ী চলাচল করা যায় এবং গণপরিবহ...
Bangla Englishবাংলাদেশে নামীদামী ব্র্যান্ডগুলোর মধ্যে সেরা বাইক হচ্ছে ইয়ামাহা। কারণ আমি দেখেছি যে ইয়ামাহা তাদের প্রডাক্ট নি...
Bangla Englishছোটবেলা থেকেই ইচ্ছা ছিলো ইয়ামাহা বাইক কেনার। ইয়ামাহা হচ্ছে অনেক জনপ্রিয় একটি ব্র্যান্ড সারা বিশ্বব্যাপী। যারা ...
Bangla Englishআমি মেহেদি হাসান বর্তমানে ব্যবহার করছি বাংলাদেশের জনপ্রিয় ব্র্যান্ডের জনপ্রিয় একটি মোটরসাইকেল যার নাম ইয়ামাহ...
Bangla Englishবাইক আমার কাছে ভালবাসার আরেকটি নাম। শৈশবকাল থেকেই আমি সবসময় ভ্রমণের জন্য আমার সঙ্গী হিসাবে বাইককেই চেয়েছিলা...
Bangla Englishব্র্যান্ড ভ্যালু তৈরী করতে একটি পন্যের গুনগত মান খুবই গুরুত্বপূর্ন বিষয়। মানসম্মত পন্য ক্রেতাদের মনে আস্থা ত...
Bangla Englishপ্রত্যেক ছেলের একটি ইচ্ছা থাকে নিজের একটি মোটরসাইকেল কেনার । মোটরসাইকেল এমন একটি বাহন যেটি সময় বাঁচিয়ে দেয় এবং ...
Bangla Englishবাইক চালানোর গল্পটা শুরু হয়েছিলো হোন্ডা ৫০ সিসি বাইক দিয়ে। সেই থেকে বাইকের প্রতি আমার আগ্রহ আরও বেড়ে যায় । আমি দ...
Bangla English