আমি অনেকদিন যাবত বাইক রাইড করে আসছি এবং এখন পর্যন্ত আমি রাইড করেছি Bajaj Pulsar, Hero Glamour । বাইক রাইড করতে গিয়ে আমার কাছে প্রধান যে বিষয়টি সামনে আসে তা হল বাইকের কন্ট্রোল ও কম্ফোর্ট। আমি এমন একটি বাইক খুঁজছিলাম যা আমাকে আরাম ও কন্ট্রল এর দিক থেকে ভালো ফিডব্যাক দিবে। সব কিছু বিচার বিবেচনা করে আমি দেখলাম যে বাংলাদেশের বাজারে Yamaha FZS V3 BS6 ABS বাইকটি আরাম ও কন্ট্রল এর দিক থেকে বেশ স্বনামধন্য এবং আমি সেজন্য বেছে নিয়েছি এই বাইককে ।
এখন পর্যন্ত আমি এই বাইক নিয়ে রাইড করেছি ১ বছরে ১৫,০০০ কিমি এবং এই রাইডে আমি কেমন অভিজ্ঞতা পেয়েছি তা আজ আপনাদের সাথে শেয়ার করবো।
ভালো দিকের মধ্যে যা যা পেয়েছি
*আমার এই Yamaha FZS V3 BS6 ABS খুব শখের একটি বাইক এবং এই শখের বাইকের ডিজাইন আমার কাছে খুব ভালো লেগেছে। সামনের দিক থেকে শুরু করে পেছনের দিক পর্যন্ত একদম নিখুঁত ডিজাইন করা হয়েছে যা আমাকে আকৃষ্ট করেছে।
*কন্ট্রোল ও আরাম এর দিক থেকেও আমি অনেক ভালো ফিডব্যাক পেয়েছি। আমার কাছে রাইড করে এই দুই দিক থেকে অন্যান্য বাইকের তুলনায় বেশ ভালো লেগেছে।
*সিংগেল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম থাকার ফলে ব্রেকিং এর দিক থেকে আমি খুব ভালো ফিডব্যাক পেয়েছি এবং আমি দেখেছি যে এই বাইকটার ব্রেকিং খুব ভালো রেসপন্স করে যা যে কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে রক্ষা করে।
*মাইলেজের দিক থেকে দেখেছি যে শহরের মধ্যে আমি ৪০ থেকে ৪৫ কিমি প্রতি লিটার এবং হাইওয়েতে পাচ্ছি ৫০ কিমি এর কাছাকাছি , একটা ১৫০ সিসির বাইক হিসেবে মাইলেজ আমার কাছে অনেক ভালো মনে হয়েছে।
এইবার বলি মন্দ দিক
*মন্দ দিকের মধ্যে আমার কাছে এই Yamaha FZS V3 BS6 ABS বাইকের মিটার কনসোলের ফুয়েল গেজ সিস্টেমটা ভালো মনে হয়নি। এটা সঠিক তথ্য প্রদান করে না এবং আমি এই বাইকের আরও ইউজারের সাথে কথা বলে দেখেছি যে একই সমস্যা তারা পাচ্ছে। সার্ভিস সেন্টারে নিয়ে গিয়েছিলাম তারা বলেছে এটা নাকি সমাধান করলে আবারও হও্যার সম্ভাবনা আছে।
ভালো খারাপ সব মিলিয়ে বাইকটা আমি রাইড করছি এবং ভালো দিকটাই বেশি পাচ্ছি। আমার পরামর্শ অনুযায়ী যারা এই বাইকটা ক্রয় করবেন বলে পছন্দ করেছেন তারা অবশ্যই নিতে পারেন। ধন্যবাদ।