আমার অনেক দিনের শখ ছিলো যে ভালো মানের একটি বাইক কিনবো সেজন্য আমি অনেক দিন থেকেই খুজতে থাকি বাজারে বিদ্যমান ভালো মানের বাইকগুলো। এই সময়ে আমার নজর কাড়ে ইয়ামাহার বাইক Yamaha FZS V3 , বাইকটা দেখে আমি মুগ্ধ হই এবং আমার কেনার আগ্রহ জাগে । যখন আমি বাইকটা কিনবো বলে ঠিক করে ফেলি তখন এই বাইকেরই আরেকটা মডেল Yamaha FZS V3 Delux , বাইকটা দেখতে অনেক সুন্দর এবং সেটা আমি ফাইনাল করে ফেলি। বাইকটা বিগত ১ বছর ধরে আমি ব্যবহার করছি এবং প্রায় ৮৫০০ কিমি রাইড করেছি। আজকে আমি আপনাদের সাথে আমার এই বাইক ব্যবহার করার অভিজ্ঞতা শেয়ার করবো। আশা করি আপনাদের ভালো লাগবে।
ভালো দিকের মধ্যে যা যা পেয়েছি
এই Yamaha FZS V3 Delux অনেক আরামদায়ক একটি বাইক , আমি রাজশাহী থেকে পাবনা যাতায়াত করেছি এবং কোন ধরনের ক্লান্তি বোধ বা অস্বস্তিবোধ করিনি, আমার কাছে রাইড করে অনেক ভালো লেগেছে ।
কন্ট্রোল এর দিক থেকেও আমি অনেক ভালো ফিডব্যাক পেয়েছি, আমার কাছে এই বাইকের কন্ট্রোল অন্যান্য বাইকের তুলনায় অনেক ভালো লেগেছে এবং আমি চালিয়েও ভালো কন্ট্রোল পেয়েছি।
ব্রেকিং সিস্টেম আমার কাছে অনেক ভালো লেগেছে, ডাবল ডিস্ক সাথে এবিএস ব্রেকিং থাকার কারনে আমি ব্রেকিং এর দিক থেকে অনেক ভালো একটা সাপোর্ট পাই।
মাইলেজের দিক থেকে এটা আমার কাছে সেরা বাইক মনে হয়েছে কারন ১৫০ সিসির বাইক হিসেবে আমি অনেক ভালো মাইলেজ পাচ্ছি যেটা শহরের মধ্যে ৫০ এবং হাইওয়েতে ৫৫ এর কাছাকাছি মাইলেজ পাচ্ছি।
আফটার সেলস সার্ভিস এর তুলনা হয় না, আমি পাবনা থেকে বাইকটা কিনলে রাজশাহীর রেভ মটরস থেকে সার্ভিস করাই কারন তাদের সার্ভিস আমার কাছে আপ টু দ্যা মার্ক মনে হয়েছে । সব মিলিয়ে সার্ভিস এর দিক থেকে ইয়ামাহা অনেক ভালো একটা সাপোর্ট দিচ্ছে।
মন্দ দিকের মদ্যে যা যা পেয়েছি
মন্দ দিক বললে ভুল হবে, আসলে এগুলো বাইকের সাথে থাকলে আরও প্রিমিয়াম অনুভুতি হত যেমন গিয়ার ইন্ডিকেটর যদি থাকত তাহলে আরও বেশি ভালো হত , মিটারের ফুয়েল গেজ একদম একুরেট দেখায় না, CEAT এর পরিবর্তে MRF এর টায়ার দিলে আরও ভালো হত। এই সব বিষয় বাদে অন্যান্য বিষয় আমার কাছে ভালো লেগেছে।
আপনারা যারা এই Yamaha FZS V3 Delux কিনতে আন তাদের কাছে আমার পরামর্শ থাকবে যে বাইকটা আপনারা অবশ্যই নিতে পারেন আমার কাছে খুব সুন্দর লেগেছে এই বাইকটা। ধন্যবাদ।