আরামদায়ক রাইডের জন্য চাই সেরা একটি বাইক তাই আমি খুজতে থাকি বাজারে বিদ্যমান থাকা বাইকগুলোর মধ্যে সেরা একটি বাইক যা আমার চলার পথকে আরও সহজ করে তুলবে। বর্তমানে বাংলাদেশের বাজারে অনেক ব্রান্ড রয়েছে যেগুলো ভালে মানের বাইক নিয়ে আসছে তার মধ্যে ইয়ামাহা অনেক জনপ্রিয় একটি বাইক নিয়ে এসেছে যার নাম Yamaha FZS V3 । এই বাইকটা আমি বিগত ৪ বছর ধরে ব্যবহার করছি এবং ২০,০০০ কিমি রাইড করেছি। আজকে আমি আপনাদের সাথে আমার এই বাইক ব্যবহার অভিজ্ঞতা তুলে ধরবো। আশা করি আপনাদের উপকারে আসবে।
Yamaha FZS V3 বাইকের ভালো দিক
আমার কাছে এই বাইকটা প্রথমে রাইড করে অনেক আরামদায়ক বলে মনে হয়েছে। সিটিং পজিশন থেকে শুরু করে হ্যান্ডেলবার প্রতিটা বিষয় একদম আমার কাছে ভালো লেগেছে এবং লং রাইডে আমি অনেক আরাম পেয়েছি রাইড করে। একদিনে প্রায় ১৫০ কিমি রাইড করেও আমার কিছু মনে হয়নি।
ব্রেকিং সিস্টেম আমার কাছে ভালো লেগেছে। সামনের এবিএস ও পেছনের ডিস্ক ব্রেক আমাকে বাইক রাইডের ক্ষেত্রে যথেষ্ট আরাম ও সেফটি প্রদান করে।
কন্ট্রোল টাও ভালো লেগেছে । আমি দেখেছি যে বাইকটা নিয়ে বেশি স্পীডে রাইড করলেও এর কন্ট্রোল অনেক ভালো থাকে।
Yamaha FZS V3 বাইকের যে সকল বিষয় আরেকটু ভালো হতে পারত
আমার কাছে এই বাইকের রেডি পিক আপ কিছুটা কম মনে হয়েছে , এক্সেলেরেশন আরেকটু বেশি হলে ভালো হত। এদিকে বিল্ড কোয়ালিটির দিকেও একটু নজর দেওয়া উচিত , বিশেষ করে আমি মনে করি যে ট্যংকের প্লাস্টিকগুলো একটু নিম্নমানের মনে হয়েছে। তাছাড়া অন্যান্য কিছু আমার কাছে অনেক ভালো লেগেছে।
Yamaha FZS V3 নিয়ে এই ছিলো আমার ব্যবহার অভিজ্ঞতা। আশা করি আমার এই রিভিউ আপনাদের উপকারে আসবে। ধন্যবাদ সবাইকে।