ইয়ামাহা সবসময় তাদের বাইকের জন্য সবচেয়ে উন্নত মানের চিন্তাধারার প্রকাশ করে থাকে, এবং সেই প্রচেষ্টা তাদের দিয়েছে বেশ সুনাম এবং সকলের মাঝে বিশ্বাস। ইয়ামাহা এফজেড-এস এফ আই ভিনটেজ এডিশন তাদের লাইনআপে সাম্প্রতিক আসা একটি মডেল যা কিংবদন্তি এফজেড সিরিজের নতুন এডিশন। আশা করা যায় নতুন এই এডিশনে আগের মত পারফরম্যান্স এবং অভিজ্ঞতা পাওয়া যাবে। বাইকটিকে করা হয়েছে বর্তমান সময়ের একটি প্রিমিয়াম ক্যাটাগরির বাইক, প্রয়োজনীয় সব আধুনিক ফিচার থাকছে এখানে, সাথে পরিবর্তন আনা হয়েছে কস্মেটিক্সে। তাহলে চলুন Yamaha FZ-S FI Vintage Edition এর সাথে নতুন কি কি থাকছে তা দেখে নেয়া যাক।
Yamaha FZ-S FI Vintage Edition কিছু বিশেষ ফিচারসঃ নতুন এফজেডএস-এফআই ভিনটেজ এডিশনে থাকছে কিছু লেটেস্ট ফিচারস,এবং সেই পুরানো পারফর্মেন্স। চলুন নতুন আকর্ষণগুলি দেখে নেয়া যাক।
ভিনটেজ ডিজাইন এবং গ্রাফিক্স
স্টাইল এবং প্রযুক্তি, উভয় জগতের মিশ্রণ FZS-FI-এর ভিনটেজ এডিশনের আইকনিক ডিজাইইনকে বাড়িয়ে তুলতে প্রস্তুত। বিশেষ কালার স্কিমের সাথে FZS DNA-এর আইকনিক লুক ইয়ামাহা Yamaha FZ-S FI Vintage Edition এডিশনে দেখা যাচ্ছে। FZ-S FI Vintage Edition এর এই নতুন সংস্করণ FZ সিরিজের একই স্টাইল এবং DNA সহ পাওয়া যাবে। নতুন গ্রাফিক্স এই বাইকের আইকনিক লেগেসিকে বাড়িয়ে তোলে, নতুন লেদার ফিনিশ সিঙ্গেল পিস টু লেভেল সিট বাইকে এনে দেই নতুন আকর্ষন। বাইকটিকে আরও আকর্ষণীয় করতে নতুন কালারের হুইল এবং কালারফুল ড্যাশ যুক্ত করা হয়েছে। আপনি যেখানেই যান না কেন মনোযোগ আকর্ষণ করতে পারবেন! কিছু অংশে চকচকে ক্রোম প্লেটিং একটি প্রিমিয়াম, এবং এক্সক্লুসিভ ইমেজ তৈরি করে । 3D লোগো বাইকের প্রিমিয়াম লুক বাড়ায় বেশ ভাল ভাবেই। সবকিছু মিলিয়ে নতুন ভিনটেজ এডিশনকে বিবেচনা করা যেতে পারে,"গতকালের অনুপ্রেরণায় আগামী প্রজন্মের জন্য নির্মিত" একটি বাইক।
লেদার ফিনিশ টু লেভেল সিটভিনটেজ লুক বাড়ানোর জন্য লেদার ফিনিশ সিঙ্গেল পিস টু লেভেল সিট। দুই-স্তরের আসনটিতে ফিট এবং কুশনিংয়ের একটি চমৎকার অনুভূতি রয়েছে যা আরামদায়ক রাইডিং পজিশন তৈরী করে। রাইডার এবং পিলিয়ন উভয়ের জন্যই স্টেডি এবং আরামদায়ক রাইডের জন্য পিলিয়ন সীটে ১৬% বড় সিটিং সারফেস এরিয়া দেয়া হয়েছে,হিপ এরিয়াতে ২৬ মিমি চওড়া এবং অতিরিক্ত আরামের জন্য ৫ মিমি মোটা করা হয়েছে।
এলইডি হেডল্যাম্পঃ সামনে এবং পিছনের এলইডি ফ্ল্যাশারের সাহায্যে আপনার উপস্থিতি বেশ ভাল ভাবেই বোঝা যাবে Yamaha FZ-S FI Vintage Edition এর সাথে, ডিজাইন এবং নিরাপত্তার একটি নিখুঁত ম্যাশ-আপ দেওয়া হয়েছে এই বাইকে। তাছাড়া ইয়ামাহা এফজেড-এস এফআই ডিলাক্স এর নতুন এলইডি হেডলাইট যা খুব সামান্য অসমতার সাথে বেশ ভাল পরিসরে চমৎকার ভিজিবিলিটি প্রদান করে। এই বাইকের সকল লাইট সেট যেমন, ব্লিঙ্কার এবং পিছনের অংশও এলইডি মাউন্টেড।
এডভ্যান্সড মিড-শিপ মাফলারঃ
Yamaha FZ-S FI Vintage Edition বাইকে এডভ্যান্সড মিড-শিপ মাফলার দেয়া হয়েছে যা আকারে ছোট এবং হালকা ওজনের। নতুন ডিজাইন করা মাফলার প্রটেক্টর আরও সার্পনেস এনে দেই এই বাইকে। মাফলার সাউন্ডটি টিউন করা হয়েছে যা শুনতে আরও বেশি আকর্ষনীয়।
ইন-বিল্ট সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট-অফ সুইচঃ Yamaha FZ-S FI Vintage Edition এর ইনবিল্ট সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট-অফ সুইচের সাহায্যে, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন যে আপনি ইয়ামাহা এফজেড-এস এফআই ডিলাক্সের সাথে অবিলম্বে রাইডের সময় সাইড স্ট্যান্ড তুলতে ভুলবেন না এবং দূর্ঘটনা হবে কম।
প্রশস্ত রেডিয়াল টায়ারঃ
Yamaha FZ-S FI Vintage Edition এর সামনে 100/80-17 এবং পিছনে একটি 140/60-17 রেডিয়াল টায়ার থাকছে যা বেশি মাইলেজ এবং ভাল গ্রিপ প্রদান করে থাকে।
আন্ডারনিথ কাউলঃ
কাদা এবং ময়লা স্প্ল্যাটার কমাতে আন্ডারনিথ কাউল ইঞ্জিন ফেয়ারিং রাখা হয়েছে এই নতুন Yamaha FZ-S FI Vintage Edition বাইকে। বাইকটির স্পোর্টি লুক বাড়ানোর জন্য আন্ডার কাউল ডিজাইন অনেকটা কার্যকরি।
লাইট বডি ওয়েটঃ
একই সাথে মাইলেজ খরচ এবং বেশ ভাল কনট্রলিং পাওয়া যাবে Yamaha FZ-S FI Vintage Edition এর লাইট বডী ওয়েটের জন্য।
Yamaha FZ-S FI Vintage Edition এর রেগুলার স্পেসিফিকেশনঃ
বিশেষ অ্যাড-অনগুলি ছাড়াও, ইয়ামাহা এফজেড-এস এফআই ডিলাক্স বাইকে কিংবদন্তি এফজেডএস ভি3-এর বেশিরভাগ ফিচারগুলো দেখা যায়,
ইঞ্জিন স্পেসিফিকেশন:নতুন Yamaha FZ-S FI Vintage Edition বাইকটিতে সংযোজন করা হয়েছে ১৪৯ সিসির এয়ার কুল্ড, ২ ভালভ সিংগেল সিলিন্ডার, ফুয়েল ইঞ্জেকশন, ব্লু কোর ইঞ্জিন। এই ইঞ্জিন ম্যাক্স পাওয়ার উৎপাদন করতে পারে ৯.৭ কিলোওয়াট ( ১৩.২পিএস) @ ৮০০০ আরপিএম এবং ম্যাক্স টর্ক উৎপন্ন করতে পারে ১২.৮ এনএম @ ৬০০০ আরপিএম। ইঞ্জিনের কম্প্রেশান রেশিং ৯:৫:১। এর সাথে রাস্তায় চলাচলের জন্য রয়েছে ৫ স্পীড ম্যানুয়াল গিয়ার বক্স। এখানে ইঞ্জিন চালু করার জন্য শুধু মাত্র ইলেকট্রিক স্টার্ট অপশন রয়েছে।
চেসিস ও ডাইমেনশনYamaha FZ-S FI Vintage Edition বাইকটির সম্পূর্ণ বডি কিট এবং পার্টস ডাইমন্ড টাইপ চেসিসি এর উপর স্থাপন করা হয়েছে। ভার্সন ৩ এর নতুন ভার্সন বাইকটি নতুন ডাইমেনশন রয়েছে। এই বাইকের ডাইমেনশন লক্ষ্য করলে দেখা যায় লম্বায় ১৯৯০ মিমি, চওড়ায় ৭৮০মিমি এবং উচ্চতায় ১০৮০ মিমি। বাইকের সিটের উচ্চতা রয়েছে ৭৯০ মিমি এবং হুইলবেজ রয়েছে ১৩৩০ মিমি । বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্স রয়েছে ১৬৫ মিমি । সম্পূর্ণ ফুয়েল ট্যংকার ধারণ করা তেল সহ বাইকের সকল বডি পার্টস মিলিয়ে ওজন রাখা হয়েছে ১৩৫ কেজি, যা আগের তুলনায় হালকা।
সাসপেনশন:Yamaha FZ-S FI Vintage Edition বাইকের পেছনের সাসপেনশনের ব্যবহার করা হয়েছে লাইট ওয়েট মনোক্রস সাসপেনশন যা অনেক আরামদায়ক রাইড সরবরাহ করে। এর পাশাপাশি সামনের দিকে রয়েছে টেলিস্কোপিক সাসপেনশন ।
ব্রেক এবং ABS: Yamaha FZ-S FI Vintage Edition এ থাকছে বোশ অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম (এবিএস) সহ ফ্রন্ট ডিস্ক যা সমস্ত গতিতে আরও ভাল স্থিতিশীলতা এবং নিয়ন্ত্রণ প্রদান করে উন্নত ব্রেকিং দিবে। যে কোন গতিতে অনেক ভালো ব্যালেন্স এবং কন্ট্রোলিং নিশ্চিত করতে পেছনের ডিস্ক ব্রেকও অনেক সহায়ক ভুমিকা পালন করবে।
মিটার ক্লাস্টারঃ নেগেটিভ এলসিডি ইন্সট্রুমেন্ট ক্লাস্টার প্যানেল যার ব্যাকগ্রাউন্ড কালো এবং সাদা প্রিন্ট দেখতে পাওয়া যায়। ডিজিটাল স্পিডোমিটার, বার স্টাইল ট্যাকচোমিটার এবং ফুয়েল গেজ মিটার কনসোলে দেখতে পাওয়া যায় পাশাপাশি এবিএস ওয়ারনিং ল্যাম্প, ওডোমিটার। ট্রিপ ১,ট্রিপ ২, এফ ট্রিপ,ঘড়ি এবং অন্যান্য বিষয়গুলো ডিসপ্লেতে দেখা যায়। এখানে আরও রয়েছে ইকো ইন্ডিকেটর।
শেষ কথাঃ ১৫০ সিসি সেগমেন্টে Yamaha থেকে সর্বশেষ সংযোজনের মধ্যে অন্যতম একটি হচ্ছে FZS- Fi V3 Vintage Edition। লেদার পলিশড সিট সহ VINTAGE GREEN এই বাইকের একমাত্র কালার এবং এটি বাজারে চলে এসেছে ইতিমধ্যেই। আশা করি এটিও এফজেডএস সিরিজের আগের মডেলগুলির মতো একই খ্যাতি অর্জন করতে সক্ষম হবে।