আমি সৌভাগ্য বলতে পারেন সবাই অষ্টম শ্রেণিতে থাকা অবস্থায় বাইক চালানো শিখতে পারে না কিন্তু আমি পেরেছি, কারণ আমার বাবা কোরিয়ান ব্র্যান্ডের একটি বাইক ব্যবহার করত সেইখান থেকেই আমার হাতেখড়ি বাইক চালানো শেখা। এভাবে আমি বিভিন্ন ব্র্যান্ডের বাইক ব্যবহার করেছি দীর্ঘ দিন রাইড ও করেছি। কিন্তু Yamaha ব্র্যান্ডের বাইক ব্যবহারের মত কমফোর্ট কন্ট্রোল অন্য কোন বাইকে যা পাইনি।
কিভাবে Yamaha ব্র্যান্ডের বাইকে আসা এবং এই FZS series কেন?
সত্যি বলতে আমার খুব কাছের এক ভাই এর Yamaha FZS V3 প্রায় দেড় মাসের ও বেশি সময় রাইড করি । এক কথায় আমি ফ্যান হয়ে গেছি বাইকের কমফোর্ট কন্ট্রোল অসাধারণ সেই সাথে Yamaha ব্র্যান্ডের After sales service আপনাকে এই ব্র্যান্ডের বাইক ক্রয় করতে আকৃষ্ট করবে তাদের অভিজ্ঞতা এবং ব্যবাহার আমাকে মুগ্ধ করে।
তাহলে কেন আপনি Yamaha FZS V4 নিলেন Yamaha FZS V3 রেখে?
যে সময়টা আমি Yamaha FZS V3 রাইড করি তার কিছুদিনের মধ্যে Yamaha FZS V4 বাইক বাজারে চলে আসে এবং এই FZS V4 বাইকে আপডেট ফিচার রয়েছে যা আমকে রাইড করতে আরও সাহস প্রদান করবে । সব মিলিয়ে ভেবে চিনতে FZS V4 আমার ক্রয় করা হয় । প্রায় ছয় মাসের ও বেশি সময় ধরে আমি ব্যবহার করছি FZS V4 এখন পর্যন্ত ৬০০০ কিলোমিটার রাইড করেছি তাই আজ শেয়ার করব আমার সল্প অভিজ্ঞতা।
Yamaha FZS V4 ভালো দিক
● বাইকের পারফর্মেন্স অসাধারণ কমফোর্ট কন্ট্রোল নিয়ে কোন ধরনের বিরুপ মন্তব্য নেই ১০ এ ১০
● Breaking system সামনে abs থাকার কারনে আমাকে বেশ কয়েকবার অনেক ভালো ভাবে সাপোর্ট দিয়েছে ।
● পিলিওনের সিটিং অনেক কমফোর্ট আমি বিভিন্ন জায়গায় আমার বন্ধুদের নিয়ে রাইড করা হয় তাড়া অনেক সন্তুষ্ট সিটিং পজিশন নিয়ে
● বাইকের লুক্স যে কাউকে ক্রয় করতে উদ্বুদ্ধ করবে সেই দিক থেকে ১০ এ ১০ নিয়ে কোন সন্ধেহ নেই।
এবার আসি FZS V4 ইউজার হিসেবে কিছু চাওয়া Aci motors এর কাছে
● FZS V4 বাইকে ফিচার এর দিক থেকে Gear indicator থাকলে বেস্ট হত আমার কাছে ।
● V4 এ আমার কাছে মনে হয়েছে হর্ন যথেষ্ট না একটু উন্নত হলে ভালো হত ।
● ট্যাঙ্ক এর ঐখানে প্লাস্টিক বার বার সরে যায় এবং সার্ভিসিং এ গেলে এর কোন সমাধান বের করতে পারে নাই এখন পর্যন্ত। তাই পরিবর্তন হলে রাইডারদের জন্য অনেক সুবিধা হয়।
● সর্বশেষে bike build quality নিয়ে কথা থেকেই যায় একটু ভালো হলে অনেক ভালো হত রাইডারদের জন্য এই দিক গুলা নিয়ে আমার মনে হয় কাজ করা উচিত Aci motors এর সেই সাথে Yamaha Life Style (YRC) এর দিকে নজর রাখা প্রয়জোন মেম্বাররা কি YRC এর অন্তভুক্ত হচ্ছে কি হচ্ছে না।
সব মিলিয়ে আমি সন্তুষ্ট ইয়ামাহার প্রতি কারন কমফোর্ট, কন্ট্রোল,ব্রেকিং, পারফর্মেন্স এবং ক্রয় করার পরে সার্ভিস প্রদান অসাধারণ লেগেছে । যারা ক্রয় করতে চান ক্রয় করতে পারেন FZS V4 । আশা করি আমার ব্যবহার অভিজ্ঞতা ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে।