Is this review helpful?
Rate count: 2Ratings:
বলা যেতে আরে Yamaha MT 15 হচ্ছে R15 V3 বাইকের নেকেড ভার্শন। বাইকের ডীজাইন এবং ফিচারস মোটামোটি একই। এই বাইকেরও রয়েছে বেশ অনেক ব্যাবহারকারী এবং তাদের মতে বাইকটি আসলেও ডার্ক ওয়ারিয়ার। যাইহোক, কিছু মন্দ দিকও এই বাইকে দেখা যায়। তহেল চলুন দেখে নেয়া যাক Yamaha MT 15 ভাল ও মন্দ দিকগুলো
Yamaha MT 15 ভাল দিকঃ
আকর্ষনীয় স্পোর্টস ডিজাইন এবং লুকঃ
Yamaha MT 15 বাইকটি নেকেড স্পোর্টশ ডিজাইনে তৈরী এবং বাইকের কালার কম্বিনেশন এবং লুকস বাইকটিকে বেশ উন্নত মানের নেকেড স্পোর্টস দিজাইনে পরিনত করেছে। বাইকটি আকর্ষনীয় এবং স্পোর্টি।
ভ্যারিয়েবল ভালভ অ্যাকচুয়েশন (VVA)
একটি 150cc মোটরসাইকেল হিসেবে ইয়ামাহা প্রথম ব্র্যান্ড যারা তাদের নতুন 155.1cc, লিকুইল্ড-কুল্ড, ফুয়েল-ইনজেক্টেড ইঞ্জিনে এ VVA চালু করেছে। এই প্রযুক্তি থাকার ফলে, R15 V3 যেকোন রেভেই লিনিয়ার পাওয়ার দিতে পারে। এই VVA কম এবং বেশি যেকোন rpm রেঞ্জই আকর্ষনীয় ইঞ্জিন পারফর্মেন্স এবং রাইডিং এক্সপেরিএন্স দিতে সহায়তা করে। Yamaha MT 15 বাইকেও এই ফিচার থাকছে যাতে করে বাইকাররা একই পারফর্মেন্স পাবেন।
স্লিপার ক্লাচ:
Yamaha MT 15 বাইকে স্লিপার ক্লাচ থাকায় গিয়ার শিফ্ট স্ট্রেস অনেক কম এবং রাইডারকে সাধারণ বাইকের তুলনায় হালকা ক্লাচ উপভোগ করতে সাহায্য করে।
খুব ভাল মাইলেজ এবং স্পীড কম্বিনেশনঃ
Yamaha MT 15 থেকে কমপক্ষে 140 KM/H সর্বোচ্চ গতি পাওয়া যায় এর কারন বাইকের পারফেক্ট থ্রটল রেসপন্স। 0-100kmph স্পীডে বাইকটি পৌছাতে সময় লাগে মাত্র 10.5 সেকেন্ড। অন্যদিকে, সুই দিকেই মোটাচাকার সেটআপ থাকা সত্তেও, Yamaha MT 15 কমপক্ষে 40 Km/L মাইলেজ দেয়।
ফিচার প্যাকড ডিজিটাল কনসোল:
Yamaha MT 15 এর জন্য একটি নেগেটিভ ব্যাক-লাইট অল-ডিজিটাল কনসোল ব্যবহার করছে ইয়ামাহা। ইউনিটটি দুর্দান্ত দেখতে এবং পুরোপুরি রেস-স্পেক সহ। প্রশস্ত ডিসপ্লেতে থাকে গিয়ার ইন্ডিকেটর, টেকোমিটার, লো ফুয়েল ইন্ডিকেটর, VVA ইন্ডিকেটরসহ আরো অনেককিছুই রএয়ছে।
ইয়ামাহা বাইক টায়ার মানেই পারফেক্ট কন্ট্রলঃ
140/70-17 সেকশনের পিছনের টায়ারগুলি Yamaha MT 15 কে বেশভাল গ্রিপিং এবং কন্ট্রলিং এবিলিটি দেয়। টায়ারের কারণে, ব্যবহারকারীরা শুধুমাত্র চমৎকার রাইডিং স্ট্যাবিলিটি এবং কর্নারিং অভিজ্ঞতাই পায় না, এর সাথে এর পেছনের লুকটাও হয়ে ওঠে চমৎকার।
সিঙ্গেল -চ্যানেল ABS:
ABS ব্রেকিংএখন ব্যবহারকারীদের চাহিদা হয়ে উঠেছে এবং Yamaha MT 15 বাইকে সিঙ্গেল চ্যানেল ABS পাওয়া যায়। সিস্টেমটি রাইডারকে ভেজা রাস্তায় নিরাপদ থাকতে সাহায্য করে এবং প্রতিটি রাস্তাতেই নিখুঁত ব্রেকিং অভিজ্ঞতা দিয়ে থাকে।
Yamaha MT 15 এর মন্দ দিকঃ
লো পাওয়ার LED হেডলাইটঃ
Yamaha MT 15 বাইকে রয়েছে টুইন LED হেডলাইট যা বেশ আকর্ষনীয় এবং স্মার্ট। কিন্তু নেতিবাচক দিক থেকে, এই সেগমেন্টের অন্যান্য বাইকের তুলনায় LED হেডলাইটের আলো অনেক কম।
বাইকের সিট খুব বেশি কমফোর্টেবল নাঃ
Yamaha MT 15 এর ডিজাইনটি অনেক বেশি এগ্রেসিভ স্পোর্টস না হলেও এটি নেকেড স্পোর্টস। এর কারনে বাইকের অভারঅল সিটিং অনেকটা ছোট এবং এই বাইকটি পিলিয়ন বহনের জন্যও খুব একটা ভাল নয়।
Yamaha MT 15 সম্পর্কে বিস্তারিত নিউজ, রিভিউ, ফিচারস এবং যাবতী তথ্য জানতে ক্লিক করুন এই লিংকে।
Is this review helpful?
Rate count: 2আমি এই বাইকটা নিয়ে একদিনে রাইড করেছি ১৮০ কিলোমিটার...
Bangla Englishআমার কাছে মনে হয় যে , প্রথমেই যে কেউ এই বাইকের লুকস এক নজরে দেখে পছন্দ করে নিবে কারণ এর নেকেড স্পোর্টস লুকস আমার কাছ...
Bangla Englishবলা যেতে আরে Yamaha MT 15 হচ্ছে R15 V3 বাইকের নেকেড ভার্শন। বাইকের ডীজাইন এবং ফিচারস মোটামোটি একই। এই বাইকেরও রয়েছে বেশ অনেক ...
Bangla Englishবাইক রাইড আমার অনেক ছোটবেলা থেকেই ভালো লাগে। সেই ভালোলাগা ভালবাসায় কবে রূপান্তর হয়েছে ঠিক জানিনা। অনেক আগে থ...
Bangla Englishআমি আব্দুল মান্নান এবং বর্তমানে আমি যে বাইকটি ব্যবহার করছি সেটা হল ইয়ামাহা এমটি১৫ । এই বাইক নিয়ে আমি আজ আমার স্বল...
Bangla Englishযখন থেকে আমি মোটরসাইকেল সম্পর্কে জানতে শুরু করি ঠিক তখন থেকেই আমি ইয়ামাহা বাইক ভালবাসি। বিগত ৬ বছর ধরে আমি ইয়া...
Bangla Englishআমি ইয়ামাহা ইয়ামাহা MT 15 যেদিন প্রথম দেখেছি সেদিন থেকেই এই বাইকটি আমার জন্য কিনব ভেবে সিদ্ধান্ত নিয়েছি।বিগত এ...
Bangla Englishবাইক কেনার পূর্বে বাইকের ফিচারস , রাস্তায় পারফরমেন্স যাচাই বাছাই করে নেওয়া অবশ্যক। আমি বাইক কেনার আগে বাইকের ডিজ...
Bangla Englishইয়ামাহা মোটরসাইকেলগুলোর অনেক ফ্যান এবং ব্যবহারকারী দেখা যায়। বর্তমান সময়ে তারা বিভিন্ন ধরনের বাইক বাজারে নিয়...
Bangla English