Yamaha Banner
Search

Yamaha MT15 ব্যবহার অভিজ্ঞতা – শাহরিয়ার আকাশ

English Version
2023-05-20
Owned for 1year+   []   Ridden for 10000km+


This user provides ratings about this bike


  9 out of 10
Design
Comfort & Control
Fuel Efficient
Service Experience
Value for money

This bike is purchased from Likhon Bike Corner, Lalmonirhat

Yamaha MT15 ব্যবহার অভিজ্ঞতা – শাহরিয়ার আকাশ


yamaha-mt15-user-review-by-shahriar-akash-1684577180.webp

MT মানে Master of Torque আরেকটি হল The dark side of Japan । আজকে আমি আমার ব্যবহৃত Yamaha MT15 নিয়ে ২০,০০০ কিলোমিটার রাইডিং অভিজ্ঞতা শেয়ার করবো। আমার কাছে মনে হয় যে , প্রথমেই যে কেউ এই বাইকের লুকস এক নজরে দেখে পছন্দ করে নিবে কারণ এর নেকেড স্পোর্টস লুকস আমার কাছে অসাধারন মনে হয়েছে।

এই বাইকের সাথে যে প্রজেকশন হেডল্যাম্প রয়েছে তা একদমই ইউনিক এবং আমি মনে করি যে কেউ এটা পছন্দ করতে বাধ্য হবে। অন্যদিকে এই বাইকের পাওয়ার , মাইলেজ , ব্রেকিং ইত্যাদি মন জয় করার মতন। আজকে আমি আপনাদের সাথে আমার Yamaha MT15 নিয়ে কিছু অভিজ্ঞতা শেয়ার করব।

এই বাইকের ইঞ্জিন সম্পর্কে যদি বলতে যাই , তাহলে দেখা যায় যে এখানে ১৫৫ সিসির সিংগেল সিলিন্ডার, ৪ ভালভের শক্তিশালী ইঞ্জিন রয়েছে যা খুব ভালো শক্তি ও টর্ক উৎপন্ন করতে পারে।

ব্রেকিং সিস্টেমে ব্যবহার করা হয়েছে ডুয়াল ডিস্ক সাথে সিংগেল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম এবং সত্য বলতে এই ব্রেকিং এর পারফরমেন্স অসাধারন।
Yamaha MT15 এর ভালো দিক যদি বলতে যাই তাহলে প্রথমত আমার কাছে এর ইঞ্জিন টর্কটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। যে কোন যান বাহনকে সহজেই ওভারটেক করতে পারি এই শক্তিশালী টর্ক এর সাহায্যে।

লং ট্যুরের জন্য আমার কাছে অনেক আরামদায়ক একটি বাইক মনে হয়েছে , কারণ এর সিটিং পজিশন ও হ্যান্ডেলবার এর কম্বিনেশন দারুন যার ফলে আমি খুব আরামে রাইড করতে পারি।

মাইলেজের দিক থেকে আমি পুরো সন্তুষ্ট,, কারণ আমি শহরের মধ্যে মাইলেজ পাচ্ছি ৪৫ কিমি প্রতি লিটার এবং হাইওয়েতে পাই ৪৭ থেকে ৪৮ কিমি প্রতি লিটার।
টপ স্পীড যদিও আমি সাপোর্ট করি না তবে ইঞ্জিনের শক্তি আঁচ করার জন্য আমি বাইকের টপ স্পীড টেস্ট করেছিলাম এবং টপ স্পীড পেয়েছি ১৩৭ কিমি প্রতি ঘন্টা। নেকেড স্পোর্টস বাইকের কারনে এর টপ স্পীড আমার কাছে ঠিক মনে হয়েছে।

Yamaha MT15 বাইক নিয়ে এই ছিলো আমার ব্যবহার অভিজ্ঞতা। আমার কাছে নেকেড স্পোর্টস বাইকের মধ্যে সেরা বাইক মনে হয়েছে এই Yamaha MT15 কে । এদিকে আমি পার্টস নিয়ে কোন ঝামেলাই পরি না কারণ Yamaha R15 V3 এবং Yamaha MT15 এর ইঞ্জিন একই। তাই যারা এই বাইকটা কেনার আগ্রহ প্রকাশ করেছেন তাদের আমি কিনতে বলব। ধন্যবাদ।

Rate This Review

Is this review helpful?

Rate count: 4
Ratings:
Rate 1
Rate 2
Rate 3
Rate 4
Rate 5

More reviews on Yamaha MT 15

Yamaha MT MT 15 ব্যাবহার অভিজ্ঞতায় Mahmudul Hasan
2024-10-03

আমি এই বাইকটা নিয়ে একদিনে রাইড করেছি ১৮০ কিলোমিটার...

Bangla English
2024-10-01

ইয়ামাহা সবসময় রাইডারদের উপযোগী বাইক বাজারে নিয়ে আসে এবং রাইডারদের নজর কাড়ে সেই সাথে রাইড করার জন্য নিরাপত্তা প...

Bangla English
Yamaha MT15 ব্যবহার অভিজ্ঞতা – শাহরিয়ার আকাশ
2023-05-20

আমার কাছে মনে হয় যে , প্রথমেই যে কেউ এই বাইকের লুকস এক নজরে দেখে পছন্দ করে নিবে কারণ এর নেকেড স্পোর্টস লুকস আমার কাছ...

Bangla English
Yamaha MT 15 ভাল ও মন্দ দিক
2022-04-11

বলা যেতে আরে Yamaha MT 15 হচ্ছে R15 V3 বাইকের নেকেড ভার্শন। বাইকের ডীজাইন এবং ফিচারস মোটামোটি একই। এই বাইকেরও রয়েছে বেশ অনেক ...

Bangla English
ইয়ামাহা এমটি ১৫ ব্যবহারিক অভিজ্ঞতা ১৬০০০কিমি শাহরিয়ার আহমেদ
2021-07-10

বাইক রাইড আমার অনেক ছোটবেলা থেকেই ভালো লাগে। সেই ভালোলাগা ভালবাসায় কবে রূপান্তর হয়েছে ঠিক জানিনা। অনেক আগে থ...

Bangla English
ইয়ামাহা এমটি ১৫ ৪৫০০কিমি ব্যবহারিক অভিজ্ঞতা আব্দুল মান্নান
2021-04-10

আমি আব্দুল মান্নান এবং বর্তমানে আমি যে বাইকটি ব্যবহার করছি সেটা হল ইয়ামাহা এমটি১৫ । এই বাইক নিয়ে আমি আজ আমার স্বল...

Bangla English
ইয়ামাহা এমটি -১৫ ব্যাবহারিক অভিজ্ঞতা সাইফুর রহমান
2021-01-14

যখন থেকে আমি মোটরসাইকেল সম্পর্কে জানতে শুরু করি ঠিক তখন থেকেই আমি ইয়ামাহা বাইক ভালবাসি। বিগত ৬ বছর ধরে আমি ইয়া...

Bangla English
ইয়ামাহা এমটি ১৫ ব্যাবহারিক অভিজ্ঞতা তুষার রবিন
2020-12-12

আমি ইয়ামাহা ইয়ামাহা MT 15 যেদিন প্রথম দেখেছি সেদিন থেকেই এই বাইকটি আমার জন্য কিনব ভেবে সিদ্ধান্ত নিয়েছি।বিগত এ...

Bangla English
ইয়ামাহা এমটি ১৫ ব্যাবহারিক অভিজ্ঞতা মুসা আলিফ
2020-08-17

বাইক কেনার পূর্বে বাইকের ফিচারস , রাস্তায় পারফরমেন্স যাচাই বাছাই করে নেওয়া অবশ্যক। আমি বাইক কেনার আগে বাইকের ডিজ...

Bangla English
ইয়ামাহা এমটি-১৫ ফীচারস রিভিউ
2019-08-06

ইয়ামাহা মোটরসাইকেলগুলোর অনেক ফ্যান এবং ব্যবহারকারী দেখা যায়। বর্তমান সময়ে তারা বিভিন্ন ধরনের বাইক বাজারে নিয়...

Bangla English
Filter