আমি মোঃ আশরাফুল আলী । নাটোর জেলায় সদর থানার কাফুরিয়া গ্রামে আমার বাসা। প্রথমে আমি মোটরসাইকেলভ্যালীকে ধন্যবাদ জানাই, কারণ তাদের মাধ্যমে আমি আমার মতামত প্রকাশের সুযোগ পেয়েছি। আমি এমন একটি সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে করি। আমার মতামতটা নতুন বাইক যারা কিনবেন তাদের কাজে লাগবে। আমি পেশায় একজন ব্যবসায়ী। নিজের ব্যক্তিগত কাজে ও ব্যবসার কাজে আমার প্রতিনিয়ত বাইকের প্রয়োজন। এছাড়া ব্যবসার কাজে আমাকে অনেক দূরে যেতে হয়। বলতে গেলে মোটরসাইকেল আমার নিত্যদিনের সাথী। যাতায়াতের জন্য বাইককে আমি বেশি প্রাধান্য দেই। এছাড়া ছোটবেলা থেকে আমি বাইকের উপর আকৃষ্ট হই। আমি অতি দ্রুত যাতায়াতের জন্য এই বাইকটি কিনি। ৩ বছর যাবত এই বাইকটি ব্যবহার করছি। ৩ বছরে প্রায় ৫০,০০০ কিমি চালিয়েছি। এটি আমার জীবনের ৫ম বাইক। Yamaha R15 বাইকটি আমার খুবই পছন্দের বাইক। কারন এটি দ্রুত যাতায়াতের জন্য খুব আরামদায়ক বাইক। দ্রুত যাতায়াতে আমি এ বাইকটি চালিয়ে অনেক আনান্দ পাই।
ডিজাইনের কথা বলতে গেলে এইটা আমার খুব প্রিয়। এই বাইকের প্লাস্টিকগুলো খুবই মজবুত।এছাড়া বডির পার্টসগুলো অনেকটা ইঞ্জিনের মত শক্তিশালী।
বাইকের ইঞ্জিন অংশের গুরুত্ব অনেক। কারন ইঞ্জিণ হলো বাইকের মূল কেন্দ্র । আমার বাইকের ইঞ্জিন খুব ভাল ও শক্তিশালী। দ্রুত এবং বেশি যাতায়াত করলেও এটি তেমন গরম হয় না। এজন্য এ বাইকটি আমার খুব ভাল লাগে। এছাড়া এই বাইকের ইঞ্জিন পারফরমেন্সও অনেক ভাল।
এই বাইকের সিটিং পজিশন ভাল না । এক সাথে ২ এর অধিক ব্যাক্তি সিটে বসা যায় না। এছাড়া সিটে বসে বেশিক্ষণ থাকলে কোমর ব্যাথা করে। তবে এ বাইকের ব্রেকটা অনেক ভাল। এছাড়া অতি দ্রুত গতিতে একটু কম্পন অনুভব করি। আমি সর্বোচ্চ ১০০ গতি তুলেছি। এছাড়া একদিনে প্রায় ২৫০ কিমি পথ অতিক্রম করেছি। একভাবে বেশিক্ষণ বাইক চালালে আমার হাত ও কোমর ব্যাথা করে । এই বাইকটির সাসপেনশন খুব ভাল। খারাপ রাস্তায়ও খুব বেশি ঝাকুনি লাগে না। এছাড়া সুইজগুলা দেখতে তেমন ভাল । তবে রাতে হেড লাইটে অনেক আলো দেয়, যা নিয়ে আমি সন্তুষ্ট।
সার্ভিসিং এর কথা বলতে গেলে আমি অনেক বার সার্ভিসিং করিয়েছি । সার্ভিসিং সেন্টারে গিয়ে তাদের কাজের মান আমার কাছে ভাল লাগে নি যদিও আমি দেখেছি তাদের সেন্টারে যথেষ্ট সংখ্যক যন্ত্রপাতি রয়েছে। তবে তাদের ব্যবহার আমার কাছে খুবই ভাল লেগেছে।
বাইকের মাইলেজ খুব গুরুত্বপূর্ণ বিষয়। বাইক কেনার সময় শোরুম থেকে বলেছিল মাইলেজ ৪০+ কিমি হবে, কিন্তু আমি একটু অসন্তুষ্ট। কারন ১ লিটার তেলে মাত্র ২৫ কিমি পথ অতিক্রম করতে পারি।
দামটা আমার কাছে মোটামুটি ঠিক আছে বলে মনে করি। কারন এই বাইকে পারফরমেন্স অনেক ভাল। তবে দাম যদি আর একটু কমে তাহলে ভাল হয় এবং বাইকের গুনগত মানও আর একটু বাড়ালে ভাল হয়।
পরিশেষে আমি বলতে চাই যারা এই বাইক কেনার কথা ভাবছেন, তারা এই বাইকটা কিনতে পারেন। এই বাইকটি দ্রুত যাতায়াতের জন্য সবচেয়ে ভাল। সবদিক বিবেচনা করে এই বাইকটি আমার কাছে খুবি ভাল লেগেছে।
ভাল দিকঃ ইঞ্জিন পারফরমেন্স ভাল, সঠিক গতি তুলতে পারে, ডিজাইন ভাল, দ্রুত যাতায়াত করা যায়।
সবাইকে ধন্যবাদ।