Yamaha Banner
Search

English Version
2016-11-08

Yamaha R15 V2 user review by Rad Bin Alam


Yamaha R15 V2 user review by Rad Bin Alamআমি রাদ বিন আলম এবং একজন বাইকপ্রেমী। একদিনও বাইক ছাড়া নিজেকে কল্পনা করতে পারি না। বাইক আমার প্রতিদিনেরই অংশ। আমি বাইক চালানো শিখি হিরো হোন্ডা স্প্লেন্ডর+ দিয়ে। বাইকটি ছিলো আমার চাচার। আমি বাইক চালানো শিখতে চাইলে তিনি আমাকে বাইক চালানো শেখাতে রাজী হন নাই। একবার তিনি বেশ কয়েকদিনের জন্য ঢাকায় যান তার কাজে। আমার ভয়ে ফ্রীজের মাংসের প্যাকেটের মধ্যে চাবি লুকিয়ে যান। বেশ কিছুদিন পরে রান্নার সময় চাবিটি আম্মা পান। আমি চাবিটি আম্মার থেকে নিয়ে বাইকটি বের করে পাশের মাঠে নিয়ে যাই। এভাবে কয়েকদিনের চেষ্টায় বাইক চালানো শিখি। ঘটনাটি ছিলো ৭বছর আগের। বর্তমানে আমি বিবিএ পড়ছি এবং আমি rAjShAhI sTuNt rIdErZ এর একজন নিয়মিত সদস্য। বিগত সাত বছরে বিভিন্ন ধরনের একাধিক বাইক কেনার এবং চালানোর সুযোগ হয়েছে। যেমন টিভিএস এপাচি আরটিআর, ইয়ামাহা এফজেডএস, ফেজার, আর১৫ ভার্সন১ ইত্যাদি। বর্তমানে ব্যবহার করছি Yamaha R15 V2. আপনাদের কাছে আমি এই বাইক ব্যবহার অভিজ্ঞতাটি শেয়ার করবো।

পৃথিবীখ্যাত জাপানিজ ব্রান্ড ইয়ামাহা নিয়ে নতুন করে বলার কিছু নাই। তাদের কোয়ালিটি, টেকসই, ডিজাইন, গতি ও শক্তি সকল দিক দিয়েই তারা তাদের মুন্সিয়ানার পরিচয় দিয়েছে। আমাদের দেশেও তরুন প্রজন্মের কাছে ইয়ামাহা আর১৫ ভার্সন২ বাইকটি অনেক কাংখিত এবং প্রিয়।

গতি ও কন্ট্রোল
এক কথায় গতির দানব। আমার চালানো বাইক গুলোর মধ্যে নি:সন্দেহে সেরা বাইক। এর গতি নিয়ে তেমন বলার কিছু নাই, বাইকটি নিয়ে আমি ১৪১কিমি/ঘন্টা তুলেছি এবং নিশ্চিত অভিজ্ঞ বাইকারের হাতে পড়লে সংখ্যাটি আরো বেশি হবে। আর কন্ট্রোলের কথা বলতে হলে বলব এক কথায় অসাধারন। ১০০ থেকে ১২০ কিমি স্পীডেও কখনই মনে হয় বাইক নিয়ে কন্ট্রোলিং এ ঝামেলাতে পড়তে হবে। যে কোনো গতি এবং পরিস্থিতেই আসাধারন পারফরমেন্স দেয়।

পারফরমেনস
চমতকার, অসাধারন, অনবৈদ্য। শহরের মধ্যে কিংবা লং রাইডে কোন অবস্থাতেও বাইকটি আমাকে কষ্ট দেয়নি। একদিনে রাজশাহী-ঢাকা-রাজশাহী টুর দিয়েছি এবং দীর্ঘ পথে আমাকে তার পারফরমেন্স দিয়ে আমাকে মুগ্ধ করেছে।

জ্বালানী খরচ
স্পোর্টস বাইকে জ্বালানি খরচ নিয়ে কথা বলা উচিত নয়, কেননা স্পোর্টস বাইক চালাতে হলে জ্বালানি খরচ নিয়ে চিন্তা করলে চলে না। তবুও আমি একাধিকবার পরীক্ষা করে ৪০-৪৫কিমি/লিটার পেয়েছি।

যত্ন
বাইকটির যত্ন করি কিছুটা অনিয়মিতই। তবে ইনজিন ওয়েল পরিবর্তন করি প্রতি ১০০০কিমি পর পর। প্রথমে মবিল-১ ব্যবহার করতাম এখন করি Yamalube.


বাইকটির প্রায় সকলদিকই ভালো লাগে তবুও কিছু জিনিস আমার খারাপ লেগেছে, যেমন-
- পেছনে পিলিয়ন নিলে হাতে কিছুটা ব্যথা লাগে বলে মনে হয়।
- পেছনের জনের বসতে কষ্ট হয়, যদিও স্পোর্টস বাইক হিসেবে পেছনে কারো বসার কথা না।
- হেডলাইটের আলো কম মনে হয়েছে। বাইকটির গতির তুলনাতে আলো কম বিশেষ করে হাইওয়েতে বেশি স্পীডে বাইক চালাতে কিছু সমস্যা হয়।

সবশেষে
ইয়ামাহার মতো পৃথিবীখ্যাত ব্রান্ডের সমালোচনা করা আমার পক্ষে সম্ভব নয় কিন্তু বাইকটি ব্যবহার করে আমার কাছে যেমন লেগেছে হুবহু সেভাবেই তুলে ধরার চেষ্টা করেছি। বাইকটি নিয়ে আমাকে মার্ক দিতে বললে আমি ১০ এ ৯ দিবো।



Rate This Review

Is this review helpful?

Rate count: 8
Ratings:
Rate 1
Rate 2
Rate 3
Rate 4
Rate 5

More reviews on Yamaha R15 V2

ইয়ামাহা আর১৫ ভি২ মোটরসাইকেল রিভিউ - আল রিফাত
2018-06-11

সবাইকে আসসালামু ওলায়কুম। আমি আল রিফাত। আমি পেশায় এজন ছাত্র। আমার বাসা রাজশাহী রাজপাড়া। আমার পড়া লেখার পাশাপাশি...

Bangla English
ইয়ামাহা আর১৫ মোটরসাইকেল রিভিউ - আশরাফুল আলী
2018-04-25

আমি মোঃ আশরাফুল আলী । নাটোর জেলায় সদর থানার কাফুরিয়া গ্রামে আমার বাসা। প্রথমে আমি মোটরসাইকেলভ্যালীকে ধন্যবাদ জ...

Bangla English
ইয়ামাহা আর১৫ ভি২ মোটরসাইকেল রিভিউ - ইসমাইল হোসেন
2017-11-06

ইয়ামাহা হচ্ছে পৃথিবীর অন্যতম বিখ্যাত একটি মোটরসাইকেল ব্র্যান্ড। বাংলাদেশে ইয়ামাহার যথেষ্ট ভালো সুনাম রয়েছে...

Bangla English
2016-11-21

ভালো যোগাযোগ এবং যোগাযোগের জন্য ভালো মাধ্যমের প্রয়োজন সব সময়েই। বাংলাদেশের প্রেক্ষাপটে ব্যক্তিগত বাহন হিসেবে ম...

Bangla English
2016-11-08

আমি রাদ বিন আলম এবং একজন বাইকপ্রেমী। একদিনও বাইক ছাড়া নিজেকে কল্পনা করতে পারি না। বাইক আমার প্রতিদিনেরই অংশ। আমি ...

Bangla English
Filter