আমি যখনই নতুন বাইক কেনার পরিকল্পনা করি তখন ইয়ামাহা আমার প্রথম পছন্দ, এর কারন আমার কাছে এর ডিজাইন, লুকস, এবং বিল্ড কোয়ালিটি ও এর পারফরমেন্স সন্তুষ্ট করেছে, আমার প্রথম বাইক ছিলো Yamaha FZ Version 1 যেটি আমি ৫ বছর যাবত ব্যবহার করেছি এবং এর পারফর্মেন্স নিয়ে আমি বেশ সন্তুষ্ট ছিলাম, তাই এর পরবর্তীতে আমি যখন নতুন বাইক কেনার পরিকল্পনা করি তখন ইয়ামাহা নতুন কোনো বাইক কেনার কথা ভাবছিলাম, তখন Yamaha R15M বাইকটি লঞ্চ হয় এবং এর লুকস ও ডিজাইন আমার কাছে বেশ ভালো লাগে এবং আমি বাইকটি কিনার পরিকল্পনা করি, মার্চ ২০২২ আমি আমার বাইক কেনা হয়, এখন পর্যন্ত ৪০০০+ কিলোমিটার বাইকটি চালানো হয়েছে, আজ আমি আপনাদের সাথে বাইকটির ভালো ও মন্দ দিক নিয়ে আলোচনা করব।
Yamaha R15M এর কিছু ভালো দিক-
• বাইকটির রাইডিং সিট যথেষ্ট আরামদায়ক এবং আগের ভার্সনের চেয়ে ভালো করা হয়েছে, এছাড়া রাইডিং পজিশন এবং হ্যান্ডেল বার ব্যবহারে কোনো প্রকার সমস্যা হয়নাই, এই বাইক ব্যবহারের সময় আমি কোনো প্রকার ব্যাক পেইন অনুভব করিনাই।
• এই বাইকটি থেকে আমি বেশ ভালো মাইলেজ পেয়েছি, সিটি রাইডে ৪৮, এবং হাইওয়ে রাইডে ৫২+ মাইলেজ পেয়েছি।
• এই বাইকের অন্যতম ভালো দিক হচ্ছে এর সেইফটি ফিচারস, এর Traction Control আমার কাছে খুবই উপযোগী মনে হয়েছে, কাদাযুক্ত রাস্তাসহ বিভিন্ন দুর্ঘটনা থেকে বাচাতে পারে।
• এর ডিজাইন খুবই সুন্দর এবং এটি এই বাইক কিনার মুল কারন।
• এর অন্যতম ফিচার কুইক সিফটার যা এই বাজেটে ও আমাদের দেশের বাইকে পাওয়া যায় না, এর কারনে বাইক এর গেয়ার ক্লাচ ছাড়া পরিবর্তন করা যায় এবং গেয়ার শিফটিং সহজে হয়।
• ব্রেকিং এই বাইকের অন্যতম ভালো দিক, ইয়ামাহা প্রথম বারের মত তাদের R15 ইন্দোনেশিয়ান সিরিজে ABS ব্রেকিং নিয়ে এসেছে, এর ব্রেকিং অনেক ভালো পেয়েছি, এবং ABS থাকার ফলে কনফিডেন্স পাওয়া যায়।
Yamaha R15M এর কিছু মন্দ দিক-
• এই বাইকটির পিলিয়ন সিট আমার কাছে আরামদায়ক মনে হয়নাই, এটি আরামদায়ক নয় এবং একটানা দীর্ঘক্ষণ বসে থাকলে ব্যাক পেইন এর সম্ভবনা থাকে।
• আমার মতে এই বাইক এর দাম অনেক বেশি।
• এর ইঞ্জিনের সাউন্ড আমার কাছে ভালো লাগেনি, এতদামী বাইক থেকে আরও ভালো সাউন্ড আশা করেছিলাম।
• এই বাইকটি আমাদের দেশে অফিশিয়াল ভাবে পাওয়া যায় না, তাই এটি সবসময় বাজারে পাওয়া যায় না।
এই ছিলো আমার Yamaha R15M বাইকটির ব্যবহারের অভিজ্ঞতা, আশা করি আপনাদের ভালো লাগবে এবং এই বাইক কেনার ক্ষেত্রে সিধান্ত নিতে সহায়তা করবে।