Is this review helpful?
This user provides ratings about this bike
This bike is purchased from Ghost Riderz Station, Rajshahi
মোটরবাইকের মধ্যে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে স্কুটার, কারণ এটা নিয়ে আমি খুব স্বাছন্দ্যে চলাচল করতে পারি এবং আমার সকল কাজ অনায়াসেই করতে পারি। যখন আমি একটি স্কুটার কিনবো বলে সিদ্ধান্ত নিয়েছিলাম তখন বাজারে অনেকগুলো ব্র্যান্ডের স্কুটার দেখতে পাই কিন্তু Yamaha Ray ZR Street Rally আমাকে একটু বেশি আকৃষ্ট করেছে। এই আকর্ষন করার মূল কারণ হল এই স্কুটারের ডিজাইন ও পারফরমেন্স। আমি দেখেছি যে এর ডিজাইনটা অনেক সুন্দর এবং শুনেছি এর পারফরমেন্স নাকি খুব ভালো। তাই আমি কিনে ফেলি এই স্কুটার। বিগত ৪ বছর যাবত আমি এই স্কুটার ব্যবহার করছি এবং প্রায় ৪০,০০০ কিমি রাইড করেছি। আজকে আমি আপনাদের সাথে আমি Yamaha Ray ZR Street Rally নিয়ে আমার রাইডিং অভিজ্ঞতা শেয়ার করবো।
Yamaha Ray ZR Street Rally এর ভালো দিক
-আমার কাছে সবচেয়ে বেশি যে বিষয়টি আকর্ষণীয় মনে হয়েছে তা হল এর ডিজাইন। এই সেগমেন্টে অন্যান্য স্কুটারের থেকে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে Yamaha Ray ZR Street Rally। কালার কম্বিনেশন , গঠন থেকে শুরু করে সব কিছুই অনেক ভালো।
-ইঞ্জিনের পারফরমেন্স অনেক ভালো এবং স্মুথ । আমি এই ইঞ্জিন থেকে এখনও বেটার ফিডব্যাক পাচ্ছি।
-রাইড করে অনেক আরামদায়ক মনে হয়েছে আমার কাছে। এটা শহরের রাস্তার জন্য ভা শর্ট রাইডের জন্য খুব সুন্দর একটি বাহন কিন্তু আমি এটা নিয়ে একদিনে প্রায় ৪০০ কিমি রাইড করেছি এবং আরাম অনুভব করেছি।
-ব্রেকিং সিস্টেম আমার কাছে খুব ভালো লেগেছে। আমি Yamaha Ray ZR Street Rally এর ব্রেকিং থেকে খুব ভালো ফিডব্যাক পেয়েছি এবং এটা আমার রাস্তায় রাইডে অনেক সাহায্য করে।
-এই স্কুটারের মেইন্টেনেন্স খরচ অন্যান্য স্কুটারের থেকে অনেক কম। আমি ৪ বছর ধরে ব্যবহার করে তেমনি বেশি খরচ মনে হয়নি ।
শহরের মধ্যে মাইলেজ পাচ্ছি ৪০ কিমি প্রতি লিটার এবং হাইওয়েতে পাচ্ছি ৪৫ কিমি প্রতি লিটার। আমি সন্তুষ্ট।
Yamaha Ray ZR Street Rally এর মন্দ দিক
-আমার কাছে এই স্কুটারের একটি মন্দ দিক লেগেছে তা হল এর পেছনের সাসপেনশনটা একটু স্টীফ । এছাড়া আর কোন সমস্যা মনে হয়নি।
এই ছিলো আমার Yamaha Ray ZR Street Rally স্কুটার ব্যবহারের অভিজ্ঞতা।
Is this review helpful?
মোটরবাইকের মধ্যে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে স্কুটার, কারণ এটা নিয়ে আমি খুব স্বাছন্দ্যে চলাচল করতে পারি এবং আ...
Bangla Englishআমি ফুয়াদ, বর্তমানে আমি ব্যবহার করছি ইয়ামাহার একটি স্কুটার যার নাম Yamaha Ray ZR Street Rally. এই স্কুটারটা কেনার আগে আমি অনেকগুলো...
Bangla Englishবাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ড রয়েছে এবং ব্র্যান্ড ভেদে অনেক বাইক রয়েছে। আমার কাছে স্কুটার অনেক পছন্দের ক...
Bangla Englishবাইক চালানোর শখ অনেক ছোটবেলা থেকেই ছিলো কিন্তু পারিপার্শ্বিক অবস্থার কারণে ঠিকভাবে বাইক রাইড করার ইচ্ছাটা সেভা...
Bangla Englishইয়ামাহা নিয়ে এসেছে তাদের নতুন স্কূটার রে যেডআর স্ট্রিট র্যালী। এই মডেলটি বাজারে নিয়ে আনার পূর্বে আরেকটি মডেল ...
Bangla English