দিনদিন বাইকের চাহিদা বেড়েই চলেছে কারণ বর্তমানে মানুষের কাছে সময়ের মূল্য অনেক বেশি। তেমনি আমি নিজেও কর্মক্ষেত্র এবং ব্যাক্তিগত বিভিন্ন কাজে স্বাধীনভাবে যাতায়াতের জন্য ইয়ামাহা সালুটো বাইকটি কিনেছি। এটি আমি প্রায় ৫ মাস যাবত ব্যবহার করছি। এখন পর্যন্ত আমি এই বাইক নিয়ে প্রায় ২৫,০০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছি। এই বাইকের সবচেয়ে বেশি ভালো লাগার বিষয় হচ্ছে এর গ্রাফিক্স ডিজাইন খুবই সুন্দর। বিভিন্ন দিক থেকে বাইকটি আমার কাছে দেখতে নজরকাড়া মনে হয়। এর ফিচারস গুলো দেখতে একটু বেশিই সুন্দর। বাইকটির বিল্ড কোয়ালিটি মজবুত মনে হয়েছে। এছাড়া বাইকটির তেল খরচ মোটামুটি কম। আমি দীর্ঘ যাতায়াত করে বাইকটি থেকে অনেক ভাল অনুভূতি পাচ্ছি। কোন প্রকারের ভাইব্রেশন ছাড়াই হাই স্পীডে বেশি গতিতে চালানো যায়। বাইকটির ওজনটা একদম পারফেক্ট রয়েছে। এর সাসপেনশন গুলো ভাল কাজ করে। তাই আমি খারাপ রাস্তাতে তেমন ঝাকুনি অনুভব করি না। এই বাইকটির সিটিং পজিশন বেশ বড়। একটি বেশ নরম হওয়ায় আমি যে কোন যাতায়াতে আরাম অনুভব করি। এছাড়া সিটিং পজিশনের সাথে হ্যান্ডেলবারের কম্বিনেশন খুবই ভাল। এর সেল্ফ স্টার্ট সমস্যা নেই এবং ব্যাটারি কোয়ালিটি বেশ মজবুত। বাইকটির গিয়ারের সিস্টেম খুব সহজ। রাতে এর হেড ল্যাম্পে পর্যাপ্ত আলো হয়। হ্যান্ডেলবারে যুক্ত সুইচ গুলো দেখতে অনেক সুন্দর। সব কিছু বিবেচনায় আমি বলবো এই বাইকের দামটা সঠিক রয়েছে।
ভাল দিকঃ
-গ্রাফিক্যাল ডিজাইন চমৎকার।
-ইঞ্জিন পারফর্মেন্স ভাল।
-হেডল্যাম্পের আলো অনেক বেশি।
-বিল্ড কোয়ালিটি মজবুত।
-দাম কম।
-বাইকটির ওজন সঠিক রয়েছে।
-দীর্ঘ যাতায়াতে সমস্যা হয় না।
-ডিস্ক ব্রেক সিস্টেম রয়েছে।
এই বাইকটি চালিয়ে আমি এখনো তেমন খারাপ দিক খুজে পাইনি। ৫ মাস বাইকটি চালিয়ে খুব ভাল অনুভূতি পাচ্ছি।
এই বাইকটি পছন্দের কারণ?
এই বাইকটি পছন্দের মূল কারণ হল, এর গ্রাফিক্যাল ডিজাইন অনেক সুন্দর। এর বডির প্লাস্টিক গুলো বেশ মজবুত এবং বাইকটির আউটলুক খুবই সুন্দর। তাই সাধ্যের মধ্যে এমন বাইক পেয়ে পছন্দ করে কিনেছি।
মাইলেজ সিটিঃ ৫০ কিমি।
মাইলেজ হাইওয়েঃ ৬০ কিমি।
এই বাইকের ডিজাইন যেমন সুন্দর, তেমনি এটি আমার বডির সাথে পুরোপুরি ম্যাচ করেছে। এই বাইকটির ইঞ্জিনটা অনেক শক্তিশালী এবং দ্রুত শক্তি উৎপাদন করতে পারে। এর ইঞ্জিনের শব্দটা আমার পছন্দের। বাইকটির ব্রেকিং সিস্টেম উন্নত। এর সামনের চাকায় ডিস্ক ব্রেক এবং পিছনের চাকায় ড্রাম ব্রেক রয়েছে। সেজন্য বাইক কন্ট্রোলের ক্ষেত্রে আমার কোন চিন্তা নেই। এই বাইকের চাকা গুলো এবং এর গ্রিপ গুলো দেখতে অনেক সুন্দর। আমার কাছে মনে হয়েছে যে ইয়ামাহ সেলুটো ১২৫ সিসির এই বাইকটা অনেক টেকসই হবে। এর পারফর্মেন্স খুবই ভাল। সবাইকে ধন্যবাদ।