ইউনিক জিনিস ব্যবহার করতে কার না ভালো লাগে। এই বাইকটা যখন বাংলাদেশের বাজারে প্রথম আসে তখন থেকেই আমার নজরকাড়ে এবং আমি অবশেষে কিনে ফেলি আমার ইউনিক বাইক Zontes 155 G1। এর আগে আমি অনেক বাইক রাইড করেছি কিন্তু এই বাইকটা রাইড করে নতুন অভিজ্ঞতা অর্জন করেছি। আজকে আমি আপনাদের সাথে আমার এই Zontes 155 G1 বাইক নিয়ে ৯,০০০ কিলোমিটার রাইডিং অভিজ্ঞতার ভাল মন্দ দিক তুলে ধরবো।
Zontes 155 G1 এর ভালো দিক:
আমার কাছে সর্বপ্রথম যে বিষয়টি ভালো লেগেছে তা হল এর ইউনিক ডিজাইন। বাইকটার মধ্যে ডিজাইনের দিক দিয়ে একটা আলাদা ভাব রয়েছে যার কারনে যে কোন বাইক প্রেমি দেখলেই খুব আগ্রহ নিয়ে তাকিয়ে থাকে।
ইঞ্জিনের শক্তিটা আমার কাছে অনেক ভালো লেগেছে। শুরুতে তেমন স্পীড না পেলেও শেষের দিকে বুঝা যায় যে আসোলেই ইঞ্জিন অনেক বেশি শক্তিশালী।
ফিচারসের দিক থেকে আমার কাছে অনেক ভালো লেগেছে কারণ এই বাইকের যে সকল ফিচারস রয়েছে তা সত্যিই অনেক কাজের ।
ব্রেকিং সিস্টেম ও টায়ারের ফিডব্যাক আমার কাছে অনেক ভালো লেগেছে।
লং রাইডের জন্য অনেক আরামদায়ক একটি বাইক কারণ আমি একটানা প্রায় ৩০০ কিমি রাইড করেও কোন অস্বস্তি বোধ করিনি।
Zontes 155 G1 এর মন্দ দিক:
আমার কাছে মন্দ দিকের মধ্যে মনে হয়েছে যে এই বাইকের চেইনে একটু সমস্যা আছে যা খুব দ্রুত লুজ হয়ে যায়। এদিকে পিক আপ টা একটু প্রবলেম করছে যেমন পিক আপ ধরে ছেড়ে দিলে সেটা সহজেই ধীর গতি হয় না।
মাইলেজ আমি অনেক কম পাচ্ছি , শহরের মধ্যে ৩৫ এবং হাইওয়েতে ৪০ কিমি প্রতি লিটারে পাচ্ছি।
সব মিলিয়ে বাইকটার ইউনিক ডিজাইন ও অত্যাধুনিক সব ফিচারস আমাকে মুগ্ধ করেছে , তাই যার এই বাইকটা কিনতে চান তাদেরকে আমি পরামর্শ দিবো অবশ্যই বাইকটা নেওয়ার জন্য।