আমি সবসময় অন্নরকমের গাড়ি ব্যবহার করতে পছন্দ করি আগে আমি জিক্সার ব্যবহার করতাম কিন্তু হঠাৎ করে দেখলাম যে জিক্সার অনেকেই ব্যবহার করছে। তাই নতুন কিছু নিতে চাইলাম। তারপরে অনলাইনে খুঁজতে খুঁজতে Zontes আমার চোখে পড়ে এবং পছন্দ হয় তারপর আমি এর বিভিন্ন দিক বিবেচনা করে নিয়ে নিই।
আমি প্রায় ২০-২৫ দিন থেকে গাড়িটা ব্যবহার করছি এখন পর্যন্ত প্রায় ১১০০ কিলোমিটার চালিয়েছি তাতে আমার কাছে বেশ ভালই মনে হচ্ছে। তবে এর ছোটখাট খুঁটিনাটি কাজ গুলা করাতে সাহস পাচ্ছি না। এছাড়া সব কিছু ঠিক আছে।
বাইকের খারাপ দিক এখনো পাইনি। আমার কাছে সব বিষয়গুলোই খুব ভালো লাগছে তবে সবচাইতে ভালো হচ্ছে এর ব্রেকিং সিস্টেমটা এটা আমার কাছে সবচাইতে বেশি ভালো মনে হচ্ছে।
আমি যেহেতু বেশিরভাগ সময় সিটিতে রাইড করি সেক্ষেত্রে মাইলেজ খুব একটা ভালো না তবে চল্লিশের কাছাকাছি। তবে হাইওয়েতে ৪০ প্লাস মনে হয়েছে। যেহেতু নতুন নিয়েছি তাই ইঞ্জিনের উপর খুব একটা প্রেশার দিচ্ছি না। যেহেতু নতুন গাড়ি তারপরেও ১১৫+ পর্যন্ত চালিয়েছি।