Yamaha Banner
Search

রাইড শেয়ার এর জন্য ৫টি সেরা বাইক

2024-07-11

রাইড শেয়ার এর জন্য ৫টি সেরা বাইক


2024-1720680054.webp

বর্তমানে শহরে যানজট এর কারনে অনেক কর্মঘণ্টা নষ্ট হয়ে থাকে, এবং ব্যাস্ততার কারনে অনেকেই গনপরিবহনের চেয়ে বাইকে রাইড শেয়ারকে বেশি উপযোগী মনে করেন, এর কারনেই রাইড শেয়ার এর জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এবং অনেকেই এটি পেশা হিসেবে বেছে নিচ্ছেন, তবে রাইড শেয়ার এর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় তা হচ্ছে বাইকের মাইলেজ এবং কম মেইন্টেনেন্স খরচ।


আজকে আমরা আলোচনা করবো রাইড শেয়ারের জন্য সেরা ৫টি বাইক সম্পর্কে, যা থেকে আপনি ভালো মাইলেজ পাবেন এবং এর মেইন্টেনেন্স খরচ কম।

1. Bajaj Platina 110 H Gear Disc Brake: কোম্পানি দাবি করে এই বাইক থেকে প্রায় ৮০ কিলোমিটার প্রতি লিটার ফুয়েলে মাইলেজ পাওয়া যাবে, এছাড়া এর ব্রেক যথেষ্ট ভালো এবং এই বাইকের মেইন্টেনেন্স খরচ যথেষ্ট কম।

2. Bajaj CT100 ES; এই বাইক থেকে প্রায় ৬৫ কিলোমিটার প্রতি লিটার ফুয়েলে মাইলেজ পাওয়া যাবে, এছাড়া এর ইঞ্জিন দীর্ঘস্থায়ী এবং এই বাইকের মেইন্টেনেন্স খরচ যথেষ্ট কম।

3. Hero Splendor+ Self: এই বাইক থেকে প্রায় ৬৫ কিলোমিটার প্রতি লিটার ফুয়েলে মাইলেজ পাওয়া যাবে, এছাড়া এর ইঞ্জিন দীর্ঘস্থায়ী এবং সকল বয়সের ব্যাক্তি এটি খুব সহজেই ব্যবহার করতে পারবেন।

4. TVS Metro Plus: এই বাইক থেকে প্রায় ৬০ কিলোমিটার প্রতি লিটার ফুয়েলে মাইলেজ পাওয়া যাবে, এছাড়া এর ইঞ্জিন দীর্ঘস্থায়ী এবং বাইক থেকে বেশ ভালো ইঞ্জিন পারফর্মেন্স পাবেন।

5. Suzuki Hayate EP: এই বাইক থেকে প্রায় ৬০ কিলোমিটার প্রতি লিটার ফুয়েলে মাইলেজ পাওয়া যাবে, বাইক থেকে বেশ ভালো ইঞ্জিন পারফর্মেন্স পাবেন, ব্রেকিং ভালো এবং মেইন্টেনেন্স খরচ কম।

এই ছিলো রাইড শেয়ারের জন্য ৫টি উপযোগী বাইক, উল্লেখ যে এইসব বাইকের মাইলেজ কোম্পানি থেকে দাবি করা হয়েছে, ব্যবহারের ক্ষেত্রে এর কিছু কম বা বেশি হতে পারে।
Rate This Tips

Is this tips helpful?

Rate 1
Rate 2
Rate 3
Rate 4
Rate 5

Bike Tips

শীতে বাইকারদের ভ্রুমনের জন্য কিছু সেরা জায়গা
2024-11-20

এই শীতে ভ্রমনের জন্য কিছু সেরা জায়গা যেখানে আপনি আপনার বাইক নিয়ে যেতে পারবেন। আমাদের দেশে ভ্রমনের ক্ষেত্রে শীতকাল আদর্শ হিসাবে ধরা হয়, কারন এই সময় ভ্রমন করে বেশি স্বস্তি পাওয়া যায় এবং গরমকালের চেয়ে এই সময় বেশি ভোগান্তি কম হয়ে থাকে, এই কারনে আমরা লক্ষ করলে দেখতে পাই যে বেশির ভাগ ভ্রমন পিপাসু শীতকালে ট্য...

Bangla English
বন্যা পরিস্থিতিতে বাইকের যত্ন নেয়ার কিছু টিপস
2024-08-27

বর্তমানে দেশে ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে, এবং দেশের বেশ কিছু অঞ্চল ডুবে গিয়েছে, পানি বিপদসীমার উপর দিয়ে যাচ্ছে এবং অনেক এলাকায় মানুষের বাড়িঘর থেকে সবকিছুই ডুবে গেছে, এই পরিস্থিতে আপনার বাইকের যত্ন নেয়া খুবই কষ্টসাধ্য একটি বিষয়, তবুও আমাদের পক্ষে সম্ভব হলে চেষ্টা করতে হবে বাইকের যথাসম্ভব যত্ন ...

Bangla English
মোটরসাইকেল দীর্ঘদিন ব্যবহার না করলে কি কি সমস্যা হতে পারে
2024-07-28

মোটরসাইকেল দৈনন্দিন ব্যবহারের জিনিস হয়ে থাকলেও বিভিন্ন কারনে অনেক সময় মোটরসাইকেল দীর্ঘদিন ব্যবহার করা হয় না, যেমনটা আমরা লকডাউন এর সময়ে দেখেছি, এবং খুব সম্প্রতি দেশের যেই অবস্থায় তাতে অনেকেই বাইক বের করতে পারছে না। একটি বাইক অনেকদিন ব্যবহার না করলে বেশ কিছু সমস্যা দেখা দিতে পারে। আজকে আমরা আলোচনা কর...

Bangla English
রাতের বেলা কেনো বাইক নিয়ে ট্যুর দেয়া উচিত না
2024-07-25

বাইকপ্রেমি বাইকারস যারা ট্যুর দিতে পছন্দ করে থাকেন, তারা অনেকেই রাতের বেলায় বাইক রাইড করে ট্যুর দিয়ে থাকেন, তবে হাইওয়েতে বেশিরভাগ রাস্তায় পর্যাপ্ত আলো নেই, এছারা ও বিভিন্ন কারণে অনেকেই রাতে ট্যুর দিয়ে থাকেন, তবে বাংলাদেশের রাস্তা এবং সার্বিক সবকিছু বিবেচনা করে রাতে ট্যুর দেয়ার ক্ষেত্রে কিছু বাধা বিপত...

Bangla English
কিভাবে বাইকের অপ্রয়োজনীয় সাউন্ড কমাবেন
2024-07-15

স্বাভাবিক ভাবে একটি বাইক চলন্ত অবস্থায় তার ইঞ্জিনের সাউন্ড বাইকের সাইলেন্সর দিয়ে বের হয়, এবং সাইলেন্সর দিয়ে বাইকের সাউন্ড কমানো হয়ে থাকে এবং সাউন্ড শুনতে ভালো লাগে, তবে বাইকের অন্যান্য যন্ত্রাংশ দিয়েও বিভিন্ন সাউন্ড আসতে পারে, ঠিক মতো পরিচর্যা না করার ফলে বাইকের বিভিন্ন অংশ থেকে এমন সাউন্ড হয়ে থাকে, ...

Bangla English
Filter

Filter