Yamaha Banner
Search

নতুন চালক হিসেবে মোটরসাইকেলের যে অংশের সাথে পরিচয় থাকা দরকার

2016-12-27

নতুন চালক হিসেবে মোটরসাইকেলের যে অংশের সাথে পরিচয় থাকা দরকার


haojue-ka135


মোটরসাইকেল হলো দুইচাকার একটি যান্ত্রিক বাহন। ইনজিনে জ্বালানী পুড়িয়ে শক্তি তৈরী করা হয়, সেই শক্তিকে গতিতে রূপান্তর করে বাইক এগিয়ে চলে সামনের দিকে। মোটরসাইকেল চালাতে হলে বা চালানো শিখতে হলে প্রথমেই পরিচিত হতে হবে এই যন্ত্রের কয়েকটি গুরুত্বপূর্ন অংশের সাথে। যার বা যাদের মাধ্যমে মোটরসাইকেল চালানো এবং নিয়ন্ত্রন করা হয়। এই বিষয়গুলোকে যত সুন্দর ভাবে চেনা যাবে, ততো সুন্দর এবং নিয়ন্ত্রনের সাথে মোটরসাইকেল চালাতে সুবিধা হবে।







motorcycle-meter
Meter Console
মোটরসাইকেলের সামনের অংশে থাকে। এখানে বিভিন্ন ধরনের মিটার, নির্দেশক লাইট ইত্যাদি থাকে। মিটারগুলো সাধারনত ডিজিটাল, এনালগ এবং সেমি-ডিজিটাল হয়ে থাকে।


Ignition switch
মোটরসাইকেলের সামনে হ্যান্ডেলের মাঝ বরাবর অনেক সময়ে মিটারের সাথে লাগানো থাকে ইগনিশন সুইচ। এটি মুলত একটি বৈদ্যুতিক সুইচ যে স্পার্ক প্লাগে বিদ্যুতের সংযোগকারী হিসেবে কাজ করে। মোটরসাইকেল চালাতে হলে প্রথমে চাবি ঢুকিয়ে ডান দিকে মোচড় দিয়ে সুইচ অন করতে হবে। এটিই মোটরসাইকেলের প্রধান সুইচ। সুইচ অন হলে মিটারে থাকা সবুজ বাতি জ্বলবে। অনেক সময় এই ইগনিশন সুইচের সাথে বাইকের নিরাপত্তা লক যুক্ত থাকে।










motorcycle-handlebar-right-controls
Electric Start Switch
ডান হ্যান্ডেলবারে নীচের দিকে থাকে। এই্ সুইচটি চেপে মোটরসাইকেল স্টার্ট দেবার কাজে ব্যবহার করা হয়। (ছবি A চিহ্নিত লাল সুইচ)

Throttle (পিকআপ)
ডান হ্যান্ডেলের গ্রিপের সংগে অবস্থিত। ডান হাত মোচড় দিয়ে নীচের দিকে নামালে মোটরসাইকেলের কার্যক্ষমতা বা স্পীড বাড়ে এবং উপরের দিকে ঘোরালে স্পীড কমে। (ছবি B চিহ্নিত)

Front brake lever
ডান হাতের সামনে থাকে। সামনের চাকার ব্রেক ধরতে এটি ব্যবহার করা হয়। (ছবি C চিহ্নিত)

Headlamp Switch
সাধারনত ডান পাশের হ্যান্ডেলবার এ থাকে। সুইচটি ডানথেকে বামের দিকে চেপে দিলে প্রথমটি পার্কিং লাইট সুইচ এবং পরেরটি হেডল্যাম্পটির সুইচ। (ছবি D চিহ্নিত)





motorcycle-engine-kill-switch
Engine kill switch
জরুরী প্রয়োজনে চালু ইনজিনকে বন্ধ করতে এই সুইচ ব্যবহার করা হয়। সাধারনত ডান হ্যান্ডেলবার এ থাকে।(ছবি O চিহ্নিত)








motorcycle-rear-brake-lever
Kick start
ডান ফুটরেস্টের পাশে বাইকের দিকে ভাজ করে রাখা থাকে। ইনজিন চালু করতে এটি ব্যবহার করা হয়। (ছবি F চিহ্নিত)


Rear brake lever
ডান ফুটরেস্টের সামনে থাকে। পেছনের চাকার ব্রেক করতে এটি ব্যবহার করা হয়। (ছবি E চিহ্নিত)







motorcycle-handlebar-left-controls
Clutch lever
সাধারনত বাম হ্যান্ডেলে থাকে। এটি চেপে ধরলে ইনজিন থেকে পেছনের চাকায় শক্তি কমিয়ে দেয়া হয়, এবং ছেড়ে দিলে শক্তি বাড়িয়ে দেয়া হয়। এছাড়াও গিয়ার পরিবর্তনের জন্য সাধারনত সম্পুর্নরূপে চেপে ধরতে হয়। (ছবি G চিহ্নিত)

Choke
সাধারনত বাম হ্যান্ডেলবার এ থাকে। দীর্ঘ সময় বাইক ব্যবহার না হলে এবং শীতের দিনে বাইক স্টার্ট দিতে এটির সাহায্য নিতে হয়। (ছবি J চিহ্নিত)

Turn signals switch
ডানে বা বামে বাঁক নেবার সময় টার্নিং লাইট জ্বালাতে এই সুইচের সাহায্য নিতে হয়। সাধারন বাম হ্যান্ডেলবারে থাকে। ইন্ডিকেটর লাইট হিসেবেও এটি পরিচিত। (ছবি L চিহ্নিত)

Horn switch
বাম হ্যান্ডেলবার এ থাকে। হর্ন বাজানোর জন্য ব্যবহার করা হয়। (ছবি K চিহ্নিত)

Passing switch
বাম হ্যান্ডেলবার এর পেছনের অংশে থাকে। স্বল্প সময়ের জন্য হেডলাইটের আলোকে হাই/লো বীম করতে এই সুইচ ব্যবহার করা হয়। (ছবি H চিহ্নিত)

Headlamp High/Low Switch
সামনের হেডলাইটেল আলো প্রয়োজনে হাই বা লো অবস্থায় রাখার জন্য এই সুইচটি ব্যবহার করা হয়। (ছবি I চিহ্নিত)





motorcycle-gear-lever
Gearshift lever
গিয়ার পরিবর্তনের জন্য এই লিভার ব্যবহার করা হয়। সাধারনতই বাম পায়ের তলে এটির অবস্থান। কিছু গিয়ার লিভার ফুটরেস্টের সামনের অংশে থাকে, কিছু লিভার সামনে এবং পেছনে বর্ধিত আকারে থাকে।প্রচলিত কথায় এটি “গিয়ার”নামেই পরিচিত। (ছবি M চিহ্নিত)


পরিশেষে
মোটরসাইকেলের অন্তত এই অংশগুলোর সাথে পরিচয় থাকতে হয় মোটরসাইকেল চালাতে হলে। অনেকগুলো বিষয়হলেও ভয়ের কিছু নেই। মোটরসাইকেল ব্যবহার করতে করতেই এগুলো অভ্যাস হয়ে যায়। আলাদা করে মনে রাখার প্রয়োজন পড়ে না। মাথায় রাখতে হবে সকল মোটরসাইকেলেই এই পজিশনে সুইচ/কন্ট্রোলগুলো নাও থাকতে পারে। মোটরসাইকেলের মডেলভেদে অবস্থান কিছুটা ভিন্ন হতেই পারে।


Rate This Tips

Is this tips helpful?

Rate count: 24
Ratings:
Rate 1
Rate 2
Rate 3
Rate 4
Rate 5

Bike Tips

মাইলেজ বেশি পেতে ন ৫টি করণীয়
2025-01-14

যারা প্রতিনিয়ত বাইক নিয়ে দূর দূরান্তে যাতায়াত করেন তাদের জন্য বাইকের মাইলেজ খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, এছাড়াও আমরা বাইকের বিজ্ঞাপনে দেখতে পাই কোম্পানি যে মাইলেজ দাবি করে থাকে অনেকেই বাইক থেকে সেই পরিমান মাইলেজ পায় না, আপনি যত সিসির বাইক ব্যবহার করেন না কেন কিছু টিপস ফলো করলে আপনার বাইক থেকে কাঙ্ক্ষ...

Bangla English
শীতকালে হেলমেট ব্যবহারের টিপস ও সতর্কতা
2024-12-18

শীতের দিনে আমাদের দেশে সাধারণত প্রচণ্ড কুয়াশা দেখা যায়, এবং এর কারনে ভোরে এবং রাতে যাতাযাতের ক্ষেত্রে বেশ সমস্যার সৃষ্টি হয়, এবং কিছু ক্ষেত্রে সারাদিনই কুয়াশা দেখা যায়, এই অবস্থা অনেকক্ষেত্রেই বড় যানবাহন চলাচল বন্ধ থাকে, এছাড়া বাইক,কার ও অন্যান্য যানবাহন এর চলাচলে বেশ সমস্যার দেখা যায়। শীতকালে বাইক ...

Bangla English
শীতকালে কুয়াশায় বাইক চালানোর ক্ষেত্রে সতর্কতা
2024-12-18

বর্তমানে দেশে তীব্র শীত অতিবাহিত হচ্ছে, এর সাথে বিভিন্ন অঞ্চলে প্রায়শই কুয়াশা দেখা দেয়, এর ফলে বাইক সহ অন্যান্য যানবাহনের চলাচল অনেকটাই ব্যাহত হচ্ছে, কারন তীব্র কুয়াশার কারনে শহর এবং মহাসড়কে রাস্তায় বেশি কিছু দেখা যায় না, এর ফলে প্রতিনিয়ত মারাত্মক দুর্ঘটনা ঘটছে, আজকে আমরা আলোচনা করবো, তীব্র কুয়াশায় বা...

Bangla English
শীতে বাইকারদের ভ্রুমনের জন্য কিছু সেরা জায়গা
2024-11-20

এই শীতে ভ্রমনের জন্য কিছু সেরা জায়গা যেখানে আপনি আপনার বাইক নিয়ে যেতে পারবেন। আমাদের দেশে ভ্রমনের ক্ষেত্রে শীতকাল আদর্শ হিসাবে ধরা হয়, কারন এই সময় ভ্রমন করে বেশি স্বস্তি পাওয়া যায় এবং গরমকালের চেয়ে এই সময় বেশি ভোগান্তি কম হয়ে থাকে, এই কারনে আমরা লক্ষ করলে দেখতে পাই যে বেশির ভাগ ভ্রমন পিপাসু শীতকালে ট্য...

Bangla English
বন্যা পরিস্থিতিতে বাইকের যত্ন নেয়ার কিছু টিপস
2024-08-27

বর্তমানে দেশে ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে, এবং দেশের বেশ কিছু অঞ্চল ডুবে গিয়েছে, পানি বিপদসীমার উপর দিয়ে যাচ্ছে এবং অনেক এলাকায় মানুষের বাড়িঘর থেকে সবকিছুই ডুবে গেছে, এই পরিস্থিতে আপনার বাইকের যত্ন নেয়া খুবই কষ্টসাধ্য একটি বিষয়, তবুও আমাদের পক্ষে সম্ভব হলে চেষ্টা করতে হবে বাইকের যথাসম্ভব যত্ন ...

Bangla English
Filter

Filter