Yamaha Banner
Search

মোটরসাইকেল চালকের পোশাক

2016-10-03

মোটরসাইকেল চালকের পোশাক


Clothing for motorcycle ridersসময়ের সাথে তাল মিলিয়ে চলার জন্য মোটরসাইকেল একটি উত্তম বাহন। প্রায় প্রতিটি বয়সের মানুষই বাইক পছন্দ করেন। কিশোর বয়স পার হয়েছে অথচ মোটরসাইকেল চালানো জানেনা এমনটি কিছুটা অপমানজনকই বটে। আবার বর্তমান সময়ে তরুন সমাজের জন্য মোটরসাইকেল অনেকটা নেশার মতোই। এই মোটরসাইকেল রাইডিংই কখনও কখনও বিপদজনক হতমে পারে যদি সঠিক নিয়মকানুন অনুসরন করা না হয়। বাইক চালানোর জন্য যে সকল নিয়ম কানুন জানা এবং মানা জরুরী তাদের মধ্যে অন্যতম হলো পোশাক। এটি পোশাক বড় দূর্ঘটনার কারন হতে পারে, আবার পোশাকের কারনেই বড় দুর্ঘটনা থেকে বেচেও যেতে পারে। একজন বাইকারের কি ধরনের পোশাক পরিধান করে বাইক চালানো উচিত তার বর্ননা নীচে তুলে ধরার চেষ্টা করেছি।

হেলমেট
হেলমেটকে বলা হয় বাইকারের মুকুট। মোটরসাইকেল চালালে হেলমেট পরতে হবে। শীত-গ্রীস্ম-বর্ষা কোন সময়েই বাদ দেয়া যাবে না। হেলমেট চালককে রোদ-বৃষ্টি-ধুলা-বালি থেকে রক্ষা করে। রক্ষা করে মাথাকে বড় ধরনের আঘাত থেকে। আমাদের দেশে অনেকেই গরমের দিনে হেলমেট পরতে চান না গরমের অযুহাতে। কিন্তু কিছু হেলমেট রয়েছে যেগুলো ওজনে হালকা এবং হেলমেটের ভেতরে বাতাস ঢুকে ঠান্ডা রাখার ব্যবস্থা আছে। মোটের উপর কথা হলো হেলমেট পরতে হবে বাইক চালাতে গেলেই।


গ্লাভস এবং জুতো
এই দুটি জিনিস যদিও শীতকালের জন্য খুবই আরামদায়ক। ঠান্ডা থেকে যেমন রক্ষা করে হাত-পা কে তেমনি দুর্ঘটনায় আঘাত থেকেও রক্ষা করে। জুতা পরা সব সময়ের জন্য কর্তব্য। গ্লাভস আপনাকে হাতল ধরে রাখতে ভালো গ্রিপ দেবে। জুতা গিয়ার শিফটিং এ এবং গাড়ী থামানোর সময় মাটিতে পা রেখে দাড়াতে সাহায্য করেব। চটি টাইপ স্যান্ডেল অনেক সময়েই পা পিছলে দেয়। তাই এগুলো এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ।

হেলমেট, জুতোর গ্লাভসের পাশাপাশি কনুই এবং হাটুর প্রটেকশনে সেফটি গিয়ার ব্যবহার করলে আরো ভালো।

গরমের পোশাক
আমাদের দেশ গ্রীষ্ম প্রধান। আর তাই বছরের বড় একটি সময় জুড়ে থাকে গরমকাল। গরমে সবাই একটু আরামদায়ক পোশাক পরতে চায়। সাদা বা এই ধরনের রং এর টিশার্ট, জামা সাথে জিনসের প্যান্ট আরামদায়ক হতে পারে। জিনসের প্যান্ট পোশাক হিসেবে নিরাপদ বিশেষকরে ছোটখাটো দুর্ঘটনায় কেটে-ছিড়ে যাওয়া থেকে পা কে রক্ষা করে। গরমের দিনে অবশ্যই কালো পোশাক পরিহার করতে হবে, কেননা কালো পোশাক রোদের তাপ শোষন করে শরীরকে আরো উত্তপ্ত করে।

বৃষ্টিতে পোশাক
বৃষ্টির দিনে বাইক চালানো নি:সন্দেহে আনন্দের। কিন্তু নিয়মিত বৃষ্টির মধে বাইক চালাতে হলে আনন্দ আতংকে রূপান্তরিত হয়। বৃষ্টির দিনে হরেক কিসিমের দুর্ঘটনা ঘটে থাকে তাই সতর্ক থাকতেও হয় বেশি। বর্ষায় রেইনকোট ব্যবহার করতে হয়, শুকনা কাপড় পরিধান করতে হয়। কেননা একটানা বৃষ্টির পানি শরীরের তাপমাত্রা কমিয়ে দেয়। আমাদের দেশে সাধারনত সকল রেইনকোট কালো রং এর হয়, এটির খারাপ দিক হলো অন্য চালকদের চোখে না পড়া, তাই রেইনকোট কেনার সময় কিছু কিছু অংশে আলো প্রতিফলিত হয় এমন কাপড় লাগানো রেইনকোট কেনাই উত্তম। হেলমেট কালো রং এর না ব্যবহার করে অন্য উজ্বল রং এর ব্যবহার করা উচিত।

শীতে পোশাক
শীতকালে বাইক চালানো বেশ কষ্টকর। শীতের বাতাস হাতের আংগুল গুলোকে প্রায় অবশ করে দেয় যা ব্রেকিং এবং ক্লাচ চাপতে সমস্যা করে। আরামদায়ক শীতের পোশাকের সাথে ফুলফেস হেলমেট, গ্লাভস, জুতো পরতে হবে। চাইলে লেদার জ্যাকেট-প্যান্ট পরতে পারেন। উইন্ডব্রেকার জ্যাকেট ব্যবহার করতে পারেন। মোটের উপর শরীর উষ্ঞ রাখার জন্য যা লাগে করবেন কিন্তু খেয়াল রাখতে হবে এতে বাইক রাইডিং এ কোনো ব্যাঘাত না ঘটায়। জ্যাকেটের ভেতরের পোশাক গুলি যতটা সম্ভব উলের হলে বেশি ভালো এবং আরামদায়ক হবে।


রাতের পোশাক
রাতে বাইক জার্নি অনেকের খুবই প্রিয়। রাস্তায় কম যানবাহন থাকে, ঠান্ডা মাথায় বাইক চালানো যায়। একই সাথে বিপদের সম্ভবনাও কম নয়। রাতে কখনই কালো বা গাঢ় রং এর পোশাক পরবেন না। কেননা এমন পোশাকে অন্য চালক আপনাকে ভালো ভাবে দেখতে নাও পেতে পারে। যতটা সম্ভব উজ্জল রং এর পোশাক ব্যবহার করুন। সম্ভব হলে রিফ্লেক্টিং ভেস্ট বা ক্রসবেল্ট পরতে পারেন, যেটি অন্য গাড়ীর আলোতে উজ্জল হয়ে উঠে।

মহিলাদের পোশাক
আমাদের দেশে নারী চালকের সংখ্যা কম কিন্তু ইদানিং বাড়ছে। বেশি ব্যবহৃত পোশাক শাড়ী বাইকের জন্য একেবারেই অনূপযুক্ত এবং অনিরাপদ। সালোয়ার-কামিজ কিছুটা চলে। প্রয়োজনে ভেস্ট/জ্যাকেট ব্যবহার করা যেতে পারে।


বাইক চালাতে পোশাকের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে পোশাক যেনো আদ্রতামুক্ত শুকনো পোশাক হয়। ভেজা পোশাকে বাইক চালালে হাইপোথার্মিয়া হবার সম্ভবনা রয়েছে। অতি রোদের সময় সানবার্ন হবার সম্ভবনা রয়েছে, সেক্ষেত্রে পুরো শরীর ঢাকার উপযোগী সুতির পোশাক পরা যেতে পারে।


Rate This Tips

Is this tips helpful?

Rate count: 1
Ratings:
Rate 1
Rate 2
Rate 3
Rate 4
Rate 5

Bike Tips

শীতে বাইকারদের ভ্রুমনের জন্য কিছু সেরা জায়গা
2024-11-20

এই শীতে ভ্রমনের জন্য কিছু সেরা জায়গা যেখানে আপনি আপনার বাইক নিয়ে যেতে পারবেন। আমাদের দেশে ভ্রমনের ক্ষেত্রে শীতকাল আদর্শ হিসাবে ধরা হয়, কারন এই সময় ভ্রমন করে বেশি স্বস্তি পাওয়া যায় এবং গরমকালের চেয়ে এই সময় বেশি ভোগান্তি কম হয়ে থাকে, এই কারনে আমরা লক্ষ করলে দেখতে পাই যে বেশির ভাগ ভ্রমন পিপাসু শীতকালে ট্য...

Bangla English
বন্যা পরিস্থিতিতে বাইকের যত্ন নেয়ার কিছু টিপস
2024-08-27

বর্তমানে দেশে ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে, এবং দেশের বেশ কিছু অঞ্চল ডুবে গিয়েছে, পানি বিপদসীমার উপর দিয়ে যাচ্ছে এবং অনেক এলাকায় মানুষের বাড়িঘর থেকে সবকিছুই ডুবে গেছে, এই পরিস্থিতে আপনার বাইকের যত্ন নেয়া খুবই কষ্টসাধ্য একটি বিষয়, তবুও আমাদের পক্ষে সম্ভব হলে চেষ্টা করতে হবে বাইকের যথাসম্ভব যত্ন ...

Bangla English
মোটরসাইকেল দীর্ঘদিন ব্যবহার না করলে কি কি সমস্যা হতে পারে
2024-07-28

মোটরসাইকেল দৈনন্দিন ব্যবহারের জিনিস হয়ে থাকলেও বিভিন্ন কারনে অনেক সময় মোটরসাইকেল দীর্ঘদিন ব্যবহার করা হয় না, যেমনটা আমরা লকডাউন এর সময়ে দেখেছি, এবং খুব সম্প্রতি দেশের যেই অবস্থায় তাতে অনেকেই বাইক বের করতে পারছে না। একটি বাইক অনেকদিন ব্যবহার না করলে বেশ কিছু সমস্যা দেখা দিতে পারে। আজকে আমরা আলোচনা কর...

Bangla English
রাতের বেলা কেনো বাইক নিয়ে ট্যুর দেয়া উচিত না
2024-07-25

বাইকপ্রেমি বাইকারস যারা ট্যুর দিতে পছন্দ করে থাকেন, তারা অনেকেই রাতের বেলায় বাইক রাইড করে ট্যুর দিয়ে থাকেন, তবে হাইওয়েতে বেশিরভাগ রাস্তায় পর্যাপ্ত আলো নেই, এছারা ও বিভিন্ন কারণে অনেকেই রাতে ট্যুর দিয়ে থাকেন, তবে বাংলাদেশের রাস্তা এবং সার্বিক সবকিছু বিবেচনা করে রাতে ট্যুর দেয়ার ক্ষেত্রে কিছু বাধা বিপত...

Bangla English
কিভাবে বাইকের অপ্রয়োজনীয় সাউন্ড কমাবেন
2024-07-15

স্বাভাবিক ভাবে একটি বাইক চলন্ত অবস্থায় তার ইঞ্জিনের সাউন্ড বাইকের সাইলেন্সর দিয়ে বের হয়, এবং সাইলেন্সর দিয়ে বাইকের সাউন্ড কমানো হয়ে থাকে এবং সাউন্ড শুনতে ভালো লাগে, তবে বাইকের অন্যান্য যন্ত্রাংশ দিয়েও বিভিন্ন সাউন্ড আসতে পারে, ঠিক মতো পরিচর্যা না করার ফলে বাইকের বিভিন্ন অংশ থেকে এমন সাউন্ড হয়ে থাকে, ...

Bangla English
Filter

Filter