বাইক কেনা প্রতিটি বাইকারের জন্য স্বপ্নের একটি মুহূর্ত। এই মুহূর্ত আরও বেশি উপভোগ্য হয় তখন যখন বাইকের চাবি নিজের হাতে নিয়ে ইঞ্জিন চালু করা হয়। সাধারণত যাদের বাজেট কম কিন্তু ভালো মানের বাইক দরকার তাদের ক্ষেত্রে পুরাতন বাইক একটি ভালো অপশন। কারণ, অনেকেই আছেন যারা টাকার প্রয়োজনে নিজের পছন্দের বাইক বিক্রি করে দেন এবং ভাগ্য যদি ভালো থাকে তাহলে সম্ভাব্য ক্রেতা কমদামের মধ্যে খুব ভালো একটি বাইক পেয়ে যান আর যদি ভাগ্য সহায় না হয় সেক্ষেত্রে পড়তে হয় নানা ধরনের বিড়বম্বনায়।
আজকে আমরা টিম মোটরসাইকেল ভ্যালী আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি পুরাতন বাইক কেনার ক্ষেত্রে আমরাদের সাধারন যে ভুলগুলো হয় সেগুলো নিয়ে ।
আমরা সাধারণত ২ ধরনের ভুল করে থাকি
১- বাইক সম্পর্কিত
২- ডকুমেন্টস সম্পর্কিত
বাইক সম্পর্কিত
পুরাতন বাইক কেনার ক্ষেত্রে আমরা বাইক সম্পর্কিত যে ভুলগুলো করি তা নিম্নে আলোচনা করা হল
অতিরিক্ত উত্তেজনা বা আগ্রহ ঃ বাইক কেনার ক্ষেত্রে দেখা যায় যে অতিরিক্ত একটা উত্তেজনা কাজ করে এর ফলে অনেক সময় অনেক বিষয় থাকে যেগুলো আপনারা খেয়াল করেন না।
দুইটা চাবি না নেওয়া ঃআমরা সবাই জানি যে , একটি বাইকের সাথে দুইটা চাবি থাকে কিন্তু কোন কারনবশত দুইটা চাবি না নিলে সেটা আপনার ব্যর্থতা।
রাতের বেলায় বাইক কেনা ঃ রাতের বেলা বাইক কিনতে গেলে আপনারা অনেক খুটি নাটি বিষয় সঠিকভাবে চিহ্নিত করতে পারবেন না। বিশেষ করে কালার ডিফেক্ট ঠিক মত চিহ্নিত করতে না পারা।
একা একা নির্জন জায়গায় বাইক কিনতে বা বেচতে যাওয়া ঃ একা একা নির্জন জায়গায় বাইক কেনা বা বেচা থেকে বিরত থাকবেন কারণ আপনি ভালো মন মানসিকতা নিয়ে সেখানে গেলেও অনেকেই আছে যারা আপনার সাথে প্রতারনা করতে পারে।
একজন দক্ষ টেকনিশিয়ান সাথে না নিয়ে যাওয়া ঃ সাধারণ মানুষের থেকে একজন দক্ষ টেকনিশিয়ান বাইকের বিষয়গুলো একটু বেশি ভালো জানেন বা বুঝেন । তাই দক্ষ টেকনিশিয়ান নিয়ে গেলে আপনি বাইকটা ভালোভাবে দেখে নিতে পারবেন।
কাগজপ্ত্র সঠিকভাবে দেখে না নেওয়া ঃ বাইকের সাথে অত্যাবশ্যক যে কাগজপত্রগুলো থাকে সেগুলো সঠিকভাবে দেখে নেওয়া। যেমন, Acknowledgement পেপার এর মেয়াদ উত্তীর্ন হয়েছে কী/না, ট্যাক্স টোকেন এর টাকা জমা দেওয়া আছে কী/না, ২ বছরের কাগজের মেয়াদ উত্তীর্ন হয়েছে কী/না, ডিজিটাল নাম্বার প্লেট ইস্যু হয়েছে কী/না এটা জানা।
হ্যান্ডেলবার ও ব্রেক লিভারের শেষ প্রান্ত সঠিকভাবে দেখে না নেওয়া ঃ দুর্ঘটনার শিকার হওয়া বাইকগুলো কিছু দাগ থাকে যেমন, হ্যান্ডেলবারের শেষের অংশে স্ক্র্যাচ, ব্রেক লিভারের শেষের অংশে স্ক্র্যাচ , লেগ গার্ডে স্ক্র্যাচ ইত্যাদি বিষয় না দেখে নিলে আপনি প্রতারিত হতে পারেন। এক্সিডেন্ট করা বাইকের হ্যান্ডলবার একটু কম ফ্রি থাকে যার ফলে হ্যান্ডলবারের সমস্যাটা অনেকেই চিহ্নিত করতে ব্যর্থ হয়।
টায়ার গ্রিপ বা টায়ারের কন্ডিশন ঠিক মত চিহ্নিত করতে না পারা ঃ পুরাতন বাইকে অনেক সময় মিটার নতুন থাকে যার ফলে ঠিক কত কিমি চলেছে সেটা যাচাই করা মুশকিল কিন্তু আপনি টায়ার এর অবস্থা এবং টায়ারের গ্রিপ দেখে সহজেই বুঝতে পারবেন আসলে কতটা পুরোনো।
নাট স্ক্রু যথাস্থানে আছে কী/ না সেটা চেক করা ঃ বাইক চালাতে চালাতে অনেক সময় কিছু নাট স্ক্রু ঢিল হয়ে রাস্তায় পরে যায় এবং বাইক কেনার সময় সেই নাট স্ক্রু যথাস্থানে আছে কী/না সেটি দেখে না নিলে প্রতারিত হতে পারেন।
চাবির ক্ষয় চিহ্নিত করতে না পারা ঃ অন্যান্য বিষয় দ্বারা যদি আপনারা বাইকটা চিহ্নিত করতে ব্যর্থ হন সেক্ষেত্রে আপনি বাইকের চাবির ক্ষয়ের অবস্থা দেখে সহজেই বুঝতে পারবেন।
ডিস্ক প্লেট কতটুকু ক্ষয় হয়েছে সেটা ধরতে না পারা ঃএকটি বাইক ঠিক কত কিমি চলেছে সেটি ডিস্ক প্লেট এর ক্ষয় দেখলে খুব সহজেই আন্দাজ করা যায়।
ডকুমেন্টস সম্পর্কিত
আমাদের মাঝে অনেকেই আছেন যারা পুরাতন বাইক কিনেছেন কিন্তু এখনও নাম পরিবর্তন করেননি । মালিক যিনি বাইকটা বিক্রি করেছেন উনি হয়তো তার ব্যাক্তিগত কাজের চাপে নাম পরিবর্তন করার সময় পাচ্ছেন না অথবা যিনি বাইকটা কিনেছেন উনি হয়তো ব্যস্ততার কারনে নাম পরিবর্তন করার সুযোগ পাচ্ছেন না। তবে যত ব্যস্ততা থাকুক না কেন নাম পরিবর্তন না করে বাইক চালানো আইনত দন্ডনীয় অপরাধের সামিল।
চলুন দেখে নেওয়া যেই অযুহাত বা কারণ দেখিয়ে আমরা সাধারণত সময় মত নাম পরিবর্তন করি না।
- টাকা- পয়সার সমস্যা
- দ্রুত বাইক পরিবর্তনের মন মানসিকতা
- সময়ের অজুহাত
- পরিচিতদের মাঝে বাইক কেনা
- BRTA এর প্রসেস দেরি হওয়া
ডকুমেন্টস ঠিক না থাকলে বা নাম পরিবর্তন সময় মত না করলে আপনি যে যে সমস্যায় পড়তে পারেন
আশা করি আপনারা বাইক কেনা/বেচার সময় অনেক সতর্ক থাকবেন এবং বাইকের সাথে সকল বৈধ কাগজপ্ত্র ও বাইক বুঝে নিবেন।
Is this tips helpful?
Rate count: 4শীতের দিনে আমাদের দেশে সাধারণত প্রচণ্ড কুয়াশা দেখা যায়, এবং এর কারনে ভোরে এবং রাতে যাতাযাতের ক্ষেত্রে বেশ সমস্যার সৃষ্টি হয়, এবং কিছু ক্ষেত্রে সারাদিনই কুয়াশা দেখা যায়, এই অবস্থা অনেকক্ষেত্রেই বড় যানবাহন চলাচল বন্ধ থাকে, এছাড়া বাইক,কার ও অন্যান্য যানবাহন এর চলাচলে বেশ সমস্যার দেখা যায়। শীতকালে বাইক ...
Bangla Englishবর্তমানে দেশে তীব্র শীত অতিবাহিত হচ্ছে, এর সাথে বিভিন্ন অঞ্চলে প্রায়শই কুয়াশা দেখা দেয়, এর ফলে বাইক সহ অন্যান্য যানবাহনের চলাচল অনেকটাই ব্যাহত হচ্ছে, কারন তীব্র কুয়াশার কারনে শহর এবং মহাসড়কে রাস্তায় বেশি কিছু দেখা যায় না, এর ফলে প্রতিনিয়ত মারাত্মক দুর্ঘটনা ঘটছে, আজকে আমরা আলোচনা করবো, তীব্র কুয়াশায় বা...
Bangla Englishএই শীতে ভ্রমনের জন্য কিছু সেরা জায়গা যেখানে আপনি আপনার বাইক নিয়ে যেতে পারবেন। আমাদের দেশে ভ্রমনের ক্ষেত্রে শীতকাল আদর্শ হিসাবে ধরা হয়, কারন এই সময় ভ্রমন করে বেশি স্বস্তি পাওয়া যায় এবং গরমকালের চেয়ে এই সময় বেশি ভোগান্তি কম হয়ে থাকে, এই কারনে আমরা লক্ষ করলে দেখতে পাই যে বেশির ভাগ ভ্রমন পিপাসু শীতকালে ট্য...
Bangla Englishবর্তমানে দেশে ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে, এবং দেশের বেশ কিছু অঞ্চল ডুবে গিয়েছে, পানি বিপদসীমার উপর দিয়ে যাচ্ছে এবং অনেক এলাকায় মানুষের বাড়িঘর থেকে সবকিছুই ডুবে গেছে, এই পরিস্থিতে আপনার বাইকের যত্ন নেয়া খুবই কষ্টসাধ্য একটি বিষয়, তবুও আমাদের পক্ষে সম্ভব হলে চেষ্টা করতে হবে বাইকের যথাসম্ভব যত্ন ...
Bangla Englishমোটরসাইকেল দৈনন্দিন ব্যবহারের জিনিস হয়ে থাকলেও বিভিন্ন কারনে অনেক সময় মোটরসাইকেল দীর্ঘদিন ব্যবহার করা হয় না, যেমনটা আমরা লকডাউন এর সময়ে দেখেছি, এবং খুব সম্প্রতি দেশের যেই অবস্থায় তাতে অনেকেই বাইক বের করতে পারছে না। একটি বাইক অনেকদিন ব্যবহার না করলে বেশ কিছু সমস্যা দেখা দিতে পারে। আজকে আমরা আলোচনা কর...
Bangla English