Yamaha Banner
Search

কিভাবে আপনার বাইকের জন্য ভালো মেকানিক নির্ধারণ করবেন

2024-07-08

কিভাবে আপনার বাইকের জন্য ভালো মেকানিক নির্ধারণ করবেন


how-to-choose-a-good-mechanic-for-your-bike-1720435660.webp

একটি বাইক এবং বাইকার উভয়ের জন্যই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাইক থেকে ভালো সার্ভিস এবং বাইক সঠিক সময়মত মেইন্টেনেন্স, মেইন্টেনেন্স এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে ভালো সার্ভিস টেকনিশিয়ান, যিনি কাজে দক্ষ এবং কাজের মান ভালো। আজকে আমরা আলোচনা করবো কিভাবে আপনি আপনার বাইকের জন্য একজন দক্ষ মেকানিক নির্ধারণ করবেন।

• একজন মেকানিক তার গ্রাহকের সাথে কেমন আচরন করেন এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারন ব্যবহারের মধ্যে দিয়ে তার ব্যাক্তিত্ত এবং কাজের ধরন ও মান সম্পর্কে ধারনা পাওয়া যায়।

• একটি সার্ভিস সেন্টারে অত্যাধুনিক যন্ত্রাংশ এবং মেকানিক সেটার ব্যবহার সম্পর্কে অবগত কি না এটা বেশ গুরুত্বপূর্ণ বিষয়।

• আপনি যেই বাইক ব্যবহার করেন সেই বাইকের টেকনোলোজি সম্পর্কে তিনি অবগত কি না, এবং বাইকের সার্ভিস করার জন্য তার কাছে প্রয়োজনীয় সরঞ্জাম আছে কি না, এই সকল কিছু লক্ষ করবেন।

• অনেক টেকনিশিয়ান নিজে কাজ না করে তার ওয়ার্কশপ এ কাজ করা অদক্ষ মেকানিক দিয়ে করিয়ে থাকেন, এতে করে আপনি বাইক থেকে যেমন ভালো সার্ভিস পাবেন না, ঠিক তেমনি বাইকের

গুরুত্বর ক্ষতি হওয়ার সম্ভবনা থাকে।

• বর্তমানে আপডেট কিছু বাইকের জন্য বিশেষ কিছু যন্ত্র দিয়ে সার্ভিস করতে হয়, এ ধরনের যন্ত্র সকল সার্ভিস সেন্টারে পাওয়া যায় না, আপনার বাইক যদি FI ( Fuel Injection) টেকনোলোজি হয়ে থাকে

তবে অবশই সার্ভিস করার পূর্বে FI cleaner আছে কি না এটি খেয়াল করবেন।

• সম্ভব হলে আপনার বাইকের জন্য কোম্পানি থেকে নির্ধারিত সার্ভিস সেন্টার থেকেই বাইকের সার্ভিস করবেন এতে করে বাইক থেকে ভালো সার্ভিস পাবেন।

• বাইরের সার্ভিস সেন্টার থেকে সার্ভিস করিয়ে থাকলে অবশ্যই খেয়াল করবেন সেখানে ইঞ্জিন অয়েল বা অন্যান্য জিনিস পাওয়া গেলে সেটি অরিজিনাল কি না।

• বাইকের গুরুত্বর যেকোনো কাজ করানোর পূর্বে অবশ্যই অভিজ্ঞ কারো পরামর্শ নিয়ে সেই কাজটি করানোর জন্য মেকানিক নির্ধারণ করবেন।

এই ছিলো আমাদের আজকের আলোচনার বিষয়, আশা করি আপনাদের সকলের কাছে এটি ভালো লেগেছে।
Rate This Tips

Is this tips helpful?

Rate count: 1
Ratings:
Rate 1
Rate 2
Rate 3
Rate 4
Rate 5

Bike Tips

শীতকালে হেলমেট ব্যবহারের টিপস ও সতর্কতা
2024-12-18

শীতের দিনে আমাদের দেশে সাধারণত প্রচণ্ড কুয়াশা দেখা যায়, এবং এর কারনে ভোরে এবং রাতে যাতাযাতের ক্ষেত্রে বেশ সমস্যার সৃষ্টি হয়, এবং কিছু ক্ষেত্রে সারাদিনই কুয়াশা দেখা যায়, এই অবস্থা অনেকক্ষেত্রেই বড় যানবাহন চলাচল বন্ধ থাকে, এছাড়া বাইক,কার ও অন্যান্য যানবাহন এর চলাচলে বেশ সমস্যার দেখা যায়। শীতকালে বাইক ...

Bangla English
শীতকালে কুয়াশায় বাইক চালানোর ক্ষেত্রে সতর্কতা
2024-12-18

বর্তমানে দেশে তীব্র শীত অতিবাহিত হচ্ছে, এর সাথে বিভিন্ন অঞ্চলে প্রায়শই কুয়াশা দেখা দেয়, এর ফলে বাইক সহ অন্যান্য যানবাহনের চলাচল অনেকটাই ব্যাহত হচ্ছে, কারন তীব্র কুয়াশার কারনে শহর এবং মহাসড়কে রাস্তায় বেশি কিছু দেখা যায় না, এর ফলে প্রতিনিয়ত মারাত্মক দুর্ঘটনা ঘটছে, আজকে আমরা আলোচনা করবো, তীব্র কুয়াশায় বা...

Bangla English
শীতে বাইকারদের ভ্রুমনের জন্য কিছু সেরা জায়গা
2024-11-20

এই শীতে ভ্রমনের জন্য কিছু সেরা জায়গা যেখানে আপনি আপনার বাইক নিয়ে যেতে পারবেন। আমাদের দেশে ভ্রমনের ক্ষেত্রে শীতকাল আদর্শ হিসাবে ধরা হয়, কারন এই সময় ভ্রমন করে বেশি স্বস্তি পাওয়া যায় এবং গরমকালের চেয়ে এই সময় বেশি ভোগান্তি কম হয়ে থাকে, এই কারনে আমরা লক্ষ করলে দেখতে পাই যে বেশির ভাগ ভ্রমন পিপাসু শীতকালে ট্য...

Bangla English
বন্যা পরিস্থিতিতে বাইকের যত্ন নেয়ার কিছু টিপস
2024-08-27

বর্তমানে দেশে ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে, এবং দেশের বেশ কিছু অঞ্চল ডুবে গিয়েছে, পানি বিপদসীমার উপর দিয়ে যাচ্ছে এবং অনেক এলাকায় মানুষের বাড়িঘর থেকে সবকিছুই ডুবে গেছে, এই পরিস্থিতে আপনার বাইকের যত্ন নেয়া খুবই কষ্টসাধ্য একটি বিষয়, তবুও আমাদের পক্ষে সম্ভব হলে চেষ্টা করতে হবে বাইকের যথাসম্ভব যত্ন ...

Bangla English
মোটরসাইকেল দীর্ঘদিন ব্যবহার না করলে কি কি সমস্যা হতে পারে
2024-07-28

মোটরসাইকেল দৈনন্দিন ব্যবহারের জিনিস হয়ে থাকলেও বিভিন্ন কারনে অনেক সময় মোটরসাইকেল দীর্ঘদিন ব্যবহার করা হয় না, যেমনটা আমরা লকডাউন এর সময়ে দেখেছি, এবং খুব সম্প্রতি দেশের যেই অবস্থায় তাতে অনেকেই বাইক বের করতে পারছে না। একটি বাইক অনেকদিন ব্যবহার না করলে বেশ কিছু সমস্যা দেখা দিতে পারে। আজকে আমরা আলোচনা কর...

Bangla English
Filter

Filter