Yamaha Banner
Search

কিভাবে করবেন মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স?

2017-03-24

কিভাবে করবেন মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স?



Motorcycle-Driving-License


হালকা যানবাহন কিংবা ভারি যানবাহন দুটোর জন্যই ড্রাইভিং লাইসেন্স থাকা অতিব জরুরি। ড্রাইভিং লাইসেন্স ছাড়া যে কোন যানবাহন চালানো চালানো আইনত দন্ডনীয় অপরাধ। অনেক সাধারণ মানুষ ড্রাইভিং লাইসেন্স ছাড়াই তাদের যানবাহন চালায় যা একটি বিরাট অপরাধ। যে যতই ভাল ড্রাইভার হোক না কেন, যানবাহন চালানোর ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স থাকা আবশ্যক এবং মনে রাখতে হবে আইনের বাইরে কেউ নয়। যার কারণে যানবাহন চালানোর ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স রাখা আমাদের অত্যন্ত জরুরি।মোটরসাইকেল এর ক্ষেত্রে বেশিরভাগ সময় দেখা যায় যে চালক ড্রাইভিং লাইসেন্স বিহীন মোটরসাইকেল চালাচ্ছে। এটি আইনের লঙ্ঘন এর চূড়ান্ত পর্যায় এ পড়ে। আসুন আজকে আমরা জেনে নেই ড্রাইভিং লাইসেন্স করণ প্রক্রিয়া।

মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স করন এর প্রক্রিয়া
মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স পাবার পূর্বশর্ত হল লার্নার ড্রাইভিং লাইসেন্স। চালককে সর্বপ্রথম লার্নার ড্রাইভিং লাইসেন্স দিয়ে আবেদন করতে হবে এবং চালকের নুন্যতম বয়স ১৮ এর বেশি হতে হবে।চালককে অব্যশই (বি আর টি এ) এর অফিসে যেয়ে লাইসেন্স এর জন্য আবেদন করতে হবে। চালককে তার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা দিয়ে যাচাই করতে হবে যেখানে তাদের ( বি আর টি এ) এর আওতার মধ্যে পড়ে। সার্কেল অফিসার চালকের তথ্য যাচাই বাছাই করে চালককে লার্নার লাইসেন্স সরবরাহ করবে এবং এর লার্নার লাইসেন্স এর মাধ্যমে চালক তার মোটরসাইকেলটি চালিয়ে প্র্যাকটিস করে নিতে পারবে। ২/৩ মাস পর চালকের মৌখিক পরিক্ষা, লিখিত পরিক্ষা এবং প্র্যাক্টিকাল পরিক্ষার মাধ্যমে যাচাই বাছাই করবে। পরিক্ষার সময়সূচি পূর্বে জানিয়ে দেওয়া হবে।পরিক্ষায় অংশগ্রহণ করার সময় চালককে অবশ্যই তার মোটরসাইকেল, লার্নার ড্রাইভিং লাইসেন্স এর অরিজিনাল কপি এবং লিখিত পরিক্ষার জন্য একটি কলম সঙ্গে নিয়ে আসতে হবে।

লার্নার ড্রাইভিং লাইসেন্স এর জন্য প্রয়োজনীয় কাগজ পত্র
১। নির্ধারিত এপ্লিকেশন ফরম।
২। ডাক্তারে সত্যায়িত করা মেডিকেল সার্টিফিকেট
৩। জাতীয় পরিচয় পত্র/ জন্ম সনদ/ পাসপোর্ট এর ফটোকপি
৪। সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের ছবি
৫। স্কুল/ কলেজের সার্টিফিকেট এর ফটোকপি
৬। নাগরিক সনদ পত্র এবং নিজস্ব বাসার ইলেকট্রিক বিল/ টেলিফোন বিল/ পানির বিল এর ফটোকপি

লার্নার লাইসেন্স ফি
এখানে দু ধরনের লার্নার লাইসেন্স আছে
ধরণ ১ – হালকা যানবাহন বা মোটরসাইকেল এর জন্য নির্ধারিত ফি হল ৩৪৫ টাকা
ধরণ ২- মোটরসাইকেল সহ অন্যান্য যানবাহন এর জন্য নির্ধারিত ফি ৫১৮ টাকা

বি আর টি এ থেকে এপ্লিকেশন ফরম সংগ্রহ করার পর বি আর টি এ এর নির্ধারিত ব্যাংকে উক্ত টাকা তাদের নিয়মাবলি অনুযায়ী পরিশোধ করতে হবে।

স্মার্ট ড্রাইভিং লাইসেন্স এর ক্ষেত্রে চালককে দ্বিতীয়বার এর মত নির্ধারিত ফরমে প্রয়োজনীয় কাগজ পত্র ও ফি প্রদান করে সংশ্লিষ্ট সার্কেল অফিসে আবেদন করতে হবে এবং চালককে আবশ্যই লিখিত, মৌখিক এবং ফিল্ড টেস্ট এ উত্তীর্ণ হতে হবে। চালকের বায়োমেট্রিক পরীক্ষা (ডিজিটাল ছবি, ডিজিটাল স্বাক্ষর ,এবং আঙ্গুলের ছাপ ইস্যু করা হয়। ইস্যু করার পর গ্রাহককে তা এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হয়।

স্মার্ট ড্রাইভিং লাইসেন্স এর জন্য প্রয়োজনীয় কাগজ পত্র
১। নির্ধারিত এপ্লিকেশন ফরম
২। ন্যাশনাল আইডি কার্ড /জন্ম সনদ/ পাসপোর্ট এর ফটোকপি
৩। ব্যাংক জমাদান এর মূল রশিদ
৪। পুলিশ ভ্যারিফিকেশন রিপোর্ট
৫। সদ্য তোলা ৩ কপি পাসপোর্ট সাইজের ছবি

(বি আর টি এ)ই হচ্ছে বাংলাদেশ এর একমাত্র ড্রাইভিং লাইসেন্স প্রদানকারী প্রতিষ্ঠান। যা বিভিন্ন যানবাহন এর চালকদের ড্রাইভিং লাইসেন্স প্রদান করে থাকে। ওয়েবসাইট: http://www.brta.gov.bd/

Rate This Tips

Is this tips helpful?

Rate count: 33
Ratings:
Rate 1
Rate 2
Rate 3
Rate 4
Rate 5

Bike Tips

শীতকালে হেলমেট ব্যবহারের টিপস ও সতর্কতা
2024-12-18

শীতের দিনে আমাদের দেশে সাধারণত প্রচণ্ড কুয়াশা দেখা যায়, এবং এর কারনে ভোরে এবং রাতে যাতাযাতের ক্ষেত্রে বেশ সমস্যার সৃষ্টি হয়, এবং কিছু ক্ষেত্রে সারাদিনই কুয়াশা দেখা যায়, এই অবস্থা অনেকক্ষেত্রেই বড় যানবাহন চলাচল বন্ধ থাকে, এছাড়া বাইক,কার ও অন্যান্য যানবাহন এর চলাচলে বেশ সমস্যার দেখা যায়। শীতকালে বাইক ...

Bangla English
শীতকালে কুয়াশায় বাইক চালানোর ক্ষেত্রে সতর্কতা
2024-12-18

বর্তমানে দেশে তীব্র শীত অতিবাহিত হচ্ছে, এর সাথে বিভিন্ন অঞ্চলে প্রায়শই কুয়াশা দেখা দেয়, এর ফলে বাইক সহ অন্যান্য যানবাহনের চলাচল অনেকটাই ব্যাহত হচ্ছে, কারন তীব্র কুয়াশার কারনে শহর এবং মহাসড়কে রাস্তায় বেশি কিছু দেখা যায় না, এর ফলে প্রতিনিয়ত মারাত্মক দুর্ঘটনা ঘটছে, আজকে আমরা আলোচনা করবো, তীব্র কুয়াশায় বা...

Bangla English
শীতে বাইকারদের ভ্রুমনের জন্য কিছু সেরা জায়গা
2024-11-20

এই শীতে ভ্রমনের জন্য কিছু সেরা জায়গা যেখানে আপনি আপনার বাইক নিয়ে যেতে পারবেন। আমাদের দেশে ভ্রমনের ক্ষেত্রে শীতকাল আদর্শ হিসাবে ধরা হয়, কারন এই সময় ভ্রমন করে বেশি স্বস্তি পাওয়া যায় এবং গরমকালের চেয়ে এই সময় বেশি ভোগান্তি কম হয়ে থাকে, এই কারনে আমরা লক্ষ করলে দেখতে পাই যে বেশির ভাগ ভ্রমন পিপাসু শীতকালে ট্য...

Bangla English
বন্যা পরিস্থিতিতে বাইকের যত্ন নেয়ার কিছু টিপস
2024-08-27

বর্তমানে দেশে ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে, এবং দেশের বেশ কিছু অঞ্চল ডুবে গিয়েছে, পানি বিপদসীমার উপর দিয়ে যাচ্ছে এবং অনেক এলাকায় মানুষের বাড়িঘর থেকে সবকিছুই ডুবে গেছে, এই পরিস্থিতে আপনার বাইকের যত্ন নেয়া খুবই কষ্টসাধ্য একটি বিষয়, তবুও আমাদের পক্ষে সম্ভব হলে চেষ্টা করতে হবে বাইকের যথাসম্ভব যত্ন ...

Bangla English
মোটরসাইকেল দীর্ঘদিন ব্যবহার না করলে কি কি সমস্যা হতে পারে
2024-07-28

মোটরসাইকেল দৈনন্দিন ব্যবহারের জিনিস হয়ে থাকলেও বিভিন্ন কারনে অনেক সময় মোটরসাইকেল দীর্ঘদিন ব্যবহার করা হয় না, যেমনটা আমরা লকডাউন এর সময়ে দেখেছি, এবং খুব সম্প্রতি দেশের যেই অবস্থায় তাতে অনেকেই বাইক বের করতে পারছে না। একটি বাইক অনেকদিন ব্যবহার না করলে বেশ কিছু সমস্যা দেখা দিতে পারে। আজকে আমরা আলোচনা কর...

Bangla English
Filter

Filter