Yamaha Banner
Search

শীতে বাইকারের চেষ্ট প্রটেক্টর

2016-10-28

শীতে বাইকারের চেষ্ট প্রটেক্টর


Motorbiker Chest protecter for winterরোদে পোড়া, বৃষ্টিতে ভেজা আর শীতে কাপাকাপি করাই বাইকারের ভাগ্য। ছাদবিহীন বাহনের কারনে বাইকারদের এই কষ্টগুলো মেনে নিতেই হয়। তিনটি সময়েই কমবেশি কষ্ট করতে হয়। তিন সময়ের কষ্ট একেবারেই তিন রকম। বাংলাদেশে যদিও শীতকাল খুবই অল্প সময়ের জন্য। ডিসেম্বর এবং জানুয়ারী সর্বোচ্চ এই দুইমাস শীতের তীব্রতা থাকে। এ সময়ে মাঝে মাঝে নিম্নচাপ, শৈত প্রবাহ এবং কখনও বৃষ্টি কষ্টের পরিমান বাড়িয়ে দেয়। এ সময়ে গরম কাপড়ের সাথে প্রয়োজন একটি চেস্ট প্রটেক্টর যেটি মুলত শীতের বাতাসকে বুকে লেগে ঠান্ডা লাগানোর হাত থেকে বাচাবে।

চেস্ট প্রটেক্টর কি?
এটি মুলত এক ধরনের পোশাক যা বুকের সামনের দিকে পরা হয় শীতের সময় বাতাসের হাত থেকে বাচার জন্য। সাধারন শীতেও বাইকের গতির কারনে শীতের তীব্রতা বেড়ে যায় এবং দীর্ঘ সময় এ বাতাস বুকে লাগলে ঠান্ডা লেগে যাওয়া সুনিশ্চিত। এসময়ে অন্য পোশাক না থাকুক অন্তত চেস্ট প্রটেক্টর থাকলে ঠান্ডার প্রকোপ অনেক কম অনুভত হয়। সাধারন চেস্ট প্রটেক্টর গুলোতে তিনটি অংশ থাকে। সামনের অংশ যেটি বুককে ঠান্ডা বাতাসের হাত থেকে রক্ষা করবে। গলার ব্যান্ড, যেটি গলার সাথে আটকে রাখবে এবং গলার দিক থেকে ঠান্ডা নীচের দিকে নামতে বাধা দিবে। রয়েছে পেছনের ফিতা বা ব্যান্ড যেটি শরীর পেচিয়ে পিঠের দিকে শক্তভাবে আটকে দেয়া যায়। চেষ্ট প্রটেক্টরগুলো মুলত গলা থেকে শুরু করে কোমর পর্যন্ত সামনের দিকের বাতাসকে কে বাধা দিতে পারে।

কেন চেস্ট প্রটেক্টর?
শীতের সময় আমাদের দেশে চাদর-জ্যাকেট-কোট-সোয়েটার ইত্যাদি ব্যবহার করা হয়। এগুলোর সবগুলো দিয়েই বাতাস ঢুকে শরীর ঠান্ডা করে ফেলে। এমনকি গরম জ্যাকেটের সামনের চেইন ভেদ করে ঠান্ডা বাতাস বুকে লেগে ঠান্ডা লাগিয়ে দেয়। আর তাই জ্যাকেট বা চাদরের নীচে অতিরক্ত সতর্কতা হিসেবে চেস্ট প্রটেক্টর খুবই কার্যকরী একটি পোশাক। শীতের শুরু থেকে শেষ পর্যন্ত খুবই দরকারী। বিশেষ করে শীতের সেই সময়গুলোতে যখন গরম কাপড় পরার প্রয়োজন পড়ে না অথচ বাইক চালালে ঠান্ডা লাগে এমন সময় শার্টের সামনে প্রটেক্টরটি বেধে নিলে খুবই আরাম দায়ক এবং অনাকাঙখিত ঠান্ডা লাগার হাত থেকে সহজেই রক্ষা পাবেন।

Motorbiker Chest protecter for winterকোন ধরনের চেষ্ট প্রটেক্টর কিনবেন?
বাজারে বিভিন্ন ধরনের দেশি-বিদেশী প্রটেক্টর পাওয়া যায়। এমনকি আপনি বানিয়েও নিতে পারেন সীমিত খরচে। বাজারে ৩০০ টাকা থেকে শুরু করে বিভিন্ন দামেরই পাওয়া যায়। কেনার সময় খেয়াল করবেন যেন সামনে কোনো চেইন না থাকে এবং প্রটেক্টরটি কাপড়ের তৈরী না হয়ে রেক্সিন বা এই জাতীয় জিনিস দিয়ে তৈরী হয় তাহলে বাতাস থেকে শতভাগ রক্ষা পাওয়া যাবে। যদিও কাপড়ের তৈরী প্রটেক্টরগুলো নরম এবং পরতে আরামদায়ক হয়্ কিন্তু তীব্র বাতাস থাকলে কাপড়র ভেদ করে ঠান্ডা বাতাস ঢুকে পড়ে। সাধারন চেস্ট প্রটেক্টরগুলো শীতকালীন পোশাক পাওয়া যায় এমন দোকানগুলোতে পাওয়া যায়, এছাড়াও বাইকের সেফটি গিয়ারস গুলো যেসব দোকানে পাওয়া যায় সেখানেও পেতে পারেন। সামনে চেইনযুক্ত চেষ্ট প্রটেক্টর কিনবেন না।

পরিশেষে
শীতের শুরু থেকে শেষ পর্যন্ত মাত্র ৩০০-৪০০ টাকা খরচ করেই আপনি পেতে পারেন শীতের সর্বোচ্চ সুরক্ষা। সাধারন সময়ে শার্টের উপরেই ব্যবহার করে এবং তীব্র শীতে জ্যাকেট/সোয়েটারের নীচে/উপরে পরে ঠান্ডা বাতাস হতে শরীরকে বিশেষ করে বুকে ঠান্ডা লেগে যাবার হাত থেকে রক্ষা করতে চেস্ট প্রটেকটরের ভুমিকা অপরিসীম।

সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।
Rate This Tips

Is this tips helpful?

Rate count: 9
Ratings:
Rate 1
Rate 2
Rate 3
Rate 4
Rate 5

Bike Tips

মাইলেজ বেশি পেতে ন ৫টি করণীয়
2025-01-14

যারা প্রতিনিয়ত বাইক নিয়ে দূর দূরান্তে যাতায়াত করেন তাদের জন্য বাইকের মাইলেজ খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, এছাড়াও আমরা বাইকের বিজ্ঞাপনে দেখতে পাই কোম্পানি যে মাইলেজ দাবি করে থাকে অনেকেই বাইক থেকে সেই পরিমান মাইলেজ পায় না, আপনি যত সিসির বাইক ব্যবহার করেন না কেন কিছু টিপস ফলো করলে আপনার বাইক থেকে কাঙ্ক্ষ...

Bangla English
শীতকালে হেলমেট ব্যবহারের টিপস ও সতর্কতা
2024-12-18

শীতের দিনে আমাদের দেশে সাধারণত প্রচণ্ড কুয়াশা দেখা যায়, এবং এর কারনে ভোরে এবং রাতে যাতাযাতের ক্ষেত্রে বেশ সমস্যার সৃষ্টি হয়, এবং কিছু ক্ষেত্রে সারাদিনই কুয়াশা দেখা যায়, এই অবস্থা অনেকক্ষেত্রেই বড় যানবাহন চলাচল বন্ধ থাকে, এছাড়া বাইক,কার ও অন্যান্য যানবাহন এর চলাচলে বেশ সমস্যার দেখা যায়। শীতকালে বাইক ...

Bangla English
শীতকালে কুয়াশায় বাইক চালানোর ক্ষেত্রে সতর্কতা
2024-12-18

বর্তমানে দেশে তীব্র শীত অতিবাহিত হচ্ছে, এর সাথে বিভিন্ন অঞ্চলে প্রায়শই কুয়াশা দেখা দেয়, এর ফলে বাইক সহ অন্যান্য যানবাহনের চলাচল অনেকটাই ব্যাহত হচ্ছে, কারন তীব্র কুয়াশার কারনে শহর এবং মহাসড়কে রাস্তায় বেশি কিছু দেখা যায় না, এর ফলে প্রতিনিয়ত মারাত্মক দুর্ঘটনা ঘটছে, আজকে আমরা আলোচনা করবো, তীব্র কুয়াশায় বা...

Bangla English
শীতে বাইকারদের ভ্রুমনের জন্য কিছু সেরা জায়গা
2024-11-20

এই শীতে ভ্রমনের জন্য কিছু সেরা জায়গা যেখানে আপনি আপনার বাইক নিয়ে যেতে পারবেন। আমাদের দেশে ভ্রমনের ক্ষেত্রে শীতকাল আদর্শ হিসাবে ধরা হয়, কারন এই সময় ভ্রমন করে বেশি স্বস্তি পাওয়া যায় এবং গরমকালের চেয়ে এই সময় বেশি ভোগান্তি কম হয়ে থাকে, এই কারনে আমরা লক্ষ করলে দেখতে পাই যে বেশির ভাগ ভ্রমন পিপাসু শীতকালে ট্য...

Bangla English
বন্যা পরিস্থিতিতে বাইকের যত্ন নেয়ার কিছু টিপস
2024-08-27

বর্তমানে দেশে ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে, এবং দেশের বেশ কিছু অঞ্চল ডুবে গিয়েছে, পানি বিপদসীমার উপর দিয়ে যাচ্ছে এবং অনেক এলাকায় মানুষের বাড়িঘর থেকে সবকিছুই ডুবে গেছে, এই পরিস্থিতে আপনার বাইকের যত্ন নেয়া খুবই কষ্টসাধ্য একটি বিষয়, তবুও আমাদের পক্ষে সম্ভব হলে চেষ্টা করতে হবে বাইকের যথাসম্ভব যত্ন ...

Bangla English
Filter

Filter