Yamaha Banner
Search

মোটরসাইকেলের জ্বালানি ট্যাংকের যত্ন

2018-09-23

মোটরসাইকেলের জ্বালানি ট্যাংকের যত্ন



Motorcycle-Fuel-Tank-Maintenance-Tips


ফুয়েল ট্যাংক একটি বাইকের খুবই মুল্যবান অংশ। ফুয়েল ট্যংকারে আমরা তেল ভবিষ্যতের জন্য জমা রেখে নির্দিষ্ট গন্তব্যে যেতে পারি কিন্তু এই মুল্যবান অংশ যত্ন না নিলে এক পর্যায়ে এটি এর কার্যকারিতা হারিয়ে ফেলবে এবং মোটা অংকের টাকা দিয়ে আমাদের পুনরায় নতুন একটি ফুয়েল ট্যংকার কিনতে হবে। সামান্য কিছু টাকার বিনিময়ে যদি ফুয়েল ট্যংকারের ভালো রক্ষণাবেক্ষণ করা যায় তাহলে কেন আমরা মোটা অংকের টাকা দিয়ে আরেকটি নতুন ফুয়েল ট্যংকার কিনবো। তাই আসুন জেনে নেই ফুয়েল ট্যংকার কীভাবে নষ্ট হয় এবং এটি রক্ষণাবেক্ষণ করার উপায় সমূহ।

কীভাবে এই মরিচা পড়ে ?
আমরা জানি যে প্রত্যেক ধাতব পদার্থের মরিচা ধরে এবং এই ফুয়েল ট্যংকার ধাতবের তৈরি তাই মরিচা ধরা স্বাভাবিক। মরিচা ছাড়াও এর আরও শত্রু আছে যেমন- বালু , পানি , কাদা ইত্যাদি। তাই এটার নিয়মিত রক্ষনাবেক্ষন করা অতি প্রয়োজন ।এছাড়াও আমাদের দেশে পেট্রোল পাম্পগুলোতে ভালো মানের ফুয়েল বিরল । এক্ষেত্রে তাদের তেলের বিদ্যমান ময়লা আমাদের ফুয়েল ট্যংকারে এসে জমা হয় । আবার বাইক ওয়াশ করার ক্ষেত্রে কিংবা বৃষ্টির মধ্যে রাইড করলে বৃষ্টির বা পানির ফোটা আমাদের বাইকের ফুয়েল ট্যাংকে প্রবেশ করে ।

এর ফলে আমাদের কী কী সমস্যা হতে পারে?
আমাদের বাইকের ফুয়েল ট্যংকারের আয়ুষ্কাল কমে যাবে
কারবুরেটর দিয়ে এই ময়লা ইঞ্জিনে গিয়ে ইঞ্জিনসহ কারবুরেটরের মারাত্মক ক্ষতি সাধন করতে পারে
বাইকের স্টার্ট না নেওয়া , পিক আপ ফলস দেওয়া, স্পার্ক প্লাগ দ্রুত ময়লা হয়ে যাওয়া , কারবুরেটর ওভার ফ্লো সহ বিভিন্ন সমস্যা হতে পারে।

কিভাবে এই সমস্যা সমাধান করা সম্ভব ?
আমাদের সকলের উচিৎ বাইকের মুল্যবান ফুয়েল ট্যাংক এর যত্ন নেয়া । প্রতি ৬ মাস অথবা ১ বছর পরপর সার্ভিস সেন্টার বা অভিজ্ঞ মেকানিক দিয়ে ফুয়েল ট্যাংক পরিষ্কার করুন । অনেকেই টাকা বাঁচানোর জন্য ডিজেল কিংবা কেরোসিন দিয়ে ফুয়েল ট্যংকার পরিষ্কার করে যা মোটেও উচিত না । ফুয়েল ট্যাংক পরিস্কারে শুধু মাত্র পেট্রোল বা অকটেন ব্যাবহার করুন । এর কিছু ধাপ নিম্নে তুলে ধরা হলঃ


ধাপ ১ – বাইক থেকে ফুয়েল ট্যংক আলাদা করতে হবে
ফুয়েল ট্যংক বেশ বড় একটা পার্টস তাই এটা বাইকের সাথে রেখে পরিষ্কার করা সম্ভবপর নয়। তাই বাইক থেকে ফুয়েল ট্যংকটি সম্পূর্ণ আলাদা করে নিয়ে এটি পরিস্কার করতে হবে।

ধাপ ২- ট্যংকারের মুখ বন্ধ করে দিতে হবে
ফুয়েল ট্যংকারের মধ্যে বল-বিয়ারিং সহ প্রয়োজনীয় পেট্রোল বা অকটেন প্রবেশ করিয়ে ভালোভাবে মুখ বন্ধ করে দিতে হবে এবং বাইরের দিকে যেন কোনভাবেই পেট্রোল বা অকটেন বেড়িয়ে না আসে সে ব্যাপারে সজাগ থাকতে হবে। এরপর ট্যংকার ভালোভাবে ঝাঁকিয়ে ময়লা গুলো পরীক্ষার করে নিতে হবে। ট্যংক ফ্লাশিং করার মাধ্যমেও পরিস্কার করা সম্ভব হয়। এই প্রক্রিয়ার ফলে ট্যংকের মধ্যে বিদ্যমান ময়লাসহ মরিচা দূর করা সম্ভব হয়

ধাপ ৩- ট্যংকারটি পুনরায় বাইকের সাথে সংযুক্ত করতে হবে
বাইকের ট্যংক সফলভাবে পরিষ্কার করার পর বাইকের যথাস্থানে ফুয়েল ট্যাংকারটি ভালোভাবে স্থাপনের করতে হবে।

ঠিক এইভাবে ফুয়েল ট্যংকার প্রক্রিয়াটি সম্পন্ন হবে। তাই আমাদের সকলের উচিত বাইকের এই মহামূল্যবান জিনিসের যত্ন নেওয়া এবং নির্দিষ্ট সময় পরপর ফুয়েল ট্যংকার পরিস্কার করা।
Rate This Tips

Is this tips helpful?

Rate count: 29
Ratings:
Rate 1
Rate 2
Rate 3
Rate 4
Rate 5

Bike Tips

মাইলেজ বেশি পেতে ন ৫টি করণীয়
2025-01-14

যারা প্রতিনিয়ত বাইক নিয়ে দূর দূরান্তে যাতায়াত করেন তাদের জন্য বাইকের মাইলেজ খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, এছাড়াও আমরা বাইকের বিজ্ঞাপনে দেখতে পাই কোম্পানি যে মাইলেজ দাবি করে থাকে অনেকেই বাইক থেকে সেই পরিমান মাইলেজ পায় না, আপনি যত সিসির বাইক ব্যবহার করেন না কেন কিছু টিপস ফলো করলে আপনার বাইক থেকে কাঙ্ক্ষ...

Bangla English
শীতকালে হেলমেট ব্যবহারের টিপস ও সতর্কতা
2024-12-18

শীতের দিনে আমাদের দেশে সাধারণত প্রচণ্ড কুয়াশা দেখা যায়, এবং এর কারনে ভোরে এবং রাতে যাতাযাতের ক্ষেত্রে বেশ সমস্যার সৃষ্টি হয়, এবং কিছু ক্ষেত্রে সারাদিনই কুয়াশা দেখা যায়, এই অবস্থা অনেকক্ষেত্রেই বড় যানবাহন চলাচল বন্ধ থাকে, এছাড়া বাইক,কার ও অন্যান্য যানবাহন এর চলাচলে বেশ সমস্যার দেখা যায়। শীতকালে বাইক ...

Bangla English
শীতকালে কুয়াশায় বাইক চালানোর ক্ষেত্রে সতর্কতা
2024-12-18

বর্তমানে দেশে তীব্র শীত অতিবাহিত হচ্ছে, এর সাথে বিভিন্ন অঞ্চলে প্রায়শই কুয়াশা দেখা দেয়, এর ফলে বাইক সহ অন্যান্য যানবাহনের চলাচল অনেকটাই ব্যাহত হচ্ছে, কারন তীব্র কুয়াশার কারনে শহর এবং মহাসড়কে রাস্তায় বেশি কিছু দেখা যায় না, এর ফলে প্রতিনিয়ত মারাত্মক দুর্ঘটনা ঘটছে, আজকে আমরা আলোচনা করবো, তীব্র কুয়াশায় বা...

Bangla English
শীতে বাইকারদের ভ্রুমনের জন্য কিছু সেরা জায়গা
2024-11-20

এই শীতে ভ্রমনের জন্য কিছু সেরা জায়গা যেখানে আপনি আপনার বাইক নিয়ে যেতে পারবেন। আমাদের দেশে ভ্রমনের ক্ষেত্রে শীতকাল আদর্শ হিসাবে ধরা হয়, কারন এই সময় ভ্রমন করে বেশি স্বস্তি পাওয়া যায় এবং গরমকালের চেয়ে এই সময় বেশি ভোগান্তি কম হয়ে থাকে, এই কারনে আমরা লক্ষ করলে দেখতে পাই যে বেশির ভাগ ভ্রমন পিপাসু শীতকালে ট্য...

Bangla English
বন্যা পরিস্থিতিতে বাইকের যত্ন নেয়ার কিছু টিপস
2024-08-27

বর্তমানে দেশে ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে, এবং দেশের বেশ কিছু অঞ্চল ডুবে গিয়েছে, পানি বিপদসীমার উপর দিয়ে যাচ্ছে এবং অনেক এলাকায় মানুষের বাড়িঘর থেকে সবকিছুই ডুবে গেছে, এই পরিস্থিতে আপনার বাইকের যত্ন নেয়া খুবই কষ্টসাধ্য একটি বিষয়, তবুও আমাদের পক্ষে সম্ভব হলে চেষ্টা করতে হবে বাইকের যথাসম্ভব যত্ন ...

Bangla English
Filter

Filter