Yamaha Banner
Search

মোটরসাইকেল রেজিষ্ট্রেশনের নিয়মাবলী

2018-11-28

মোটরসাইকেল রেজিষ্ট্রেশনের নিয়মাবলী


ক) মোটরসাইকেল রেজিস্ট্রেশন সংক্রান্ত তথ্যাবলিঃ
১। মালিক ও আমদানীকারক/ডিলার কতৃক যথাযথভাবে পূরণ ও স্বাক্ষর করা নির্ধারিত আবেদনপ্ত্র ( এইচ ফরম) । প্রতিষ্ঠান/কোম্পানীর মালিকানার ক্ষেত্রে অথরাইজড কর্মকর্তার স্বাক্ষর ও সিলমোহর; ব্যাংক অথবা অর্থ লগ্নি প্রতিষ্ঠানের সাথে গাড়ির মালিকানার আর্থিক সংশ্লিষ্টতা থাকলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্যাডে রেজিস্ট্রেশন কতৃপক্ষ বরাবর আবেদন।
২। মালিকের ৩ কপি সদ্য তোলা স্ট্যাম্প সাইজের রঙিন ছবি ( কেবল ব্যাক্তি মালিকানার ক্ষেত্রে)
৩। বিল অব এন্ট্রি,ইনভয়েস, বিল অব লেডিং ও এলসিএ কপি ( ফটোকপি আমদানীকারক অথবা শোরুম মালিক কতৃক সত্যায়িত।
৪। সেল সার্টিফিকেট/ সেল ইন্টিমেশন/বিক্রয় প্রমাণপত্র (আমদানীকারক/বিক্রেতা প্রদত্ত)
৫। প্যাকিং লিস্ট, ডেলিভারী চালান ও গেইট পাশ (সিকেডি গাড়ির ক্ষেত্রে)
৬। (ক) মূসক-১ (প্রযোজ্য ক্ষেত্রে) , (খ) মুসক-১১(ক)/ভ্যাট (প্রযোজ্য ক্ষেত্রে), (গ) ভ্যাট পরিশোধের চালান ( প্রযোজ্য ক্ষেত্রে)।
৭। সিকেডি মোটরযানের ক্ষেত্রে বিআরটিএ’র টাইপ অনুমোদন ও অনুমোদিত সংযোজনী তালিকা।
৮। রেজিস্ট্রেশন ফি জমাদানের রসিদ।
৯। ব্যাক্তি মালিকানাধীন আবেদনকারীর ক্ষেত্রে জাতীয় পরিচয়প্ত্র/ পাসপোর্ট/ টেলিফোন বিল/ বিদ্যুৎ বিল ইত্যাদির যে কোন একটির সত্যায়িত ফটোকপি এবং মালিক প্রতিষ্ঠান হলে প্রতিষ্ঠানের প্যাডে চিঠি।
১০। ১২৫ তদুর্ধ্ব সিসি ক্ষমতাসম্পন্ন মোটরসাইকেল রেজিস্ট্রেশনের ক্ষেত্রে ৫০ (পঞ্চাশ) টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গিকারনামা (অঙ্গিকারনামার নমুনা ওয়েবসাইটে ও স্পটে পাওয়া যাবে)।


খ) রেজিস্ট্রেশন ফি
মোটরসাইকেলের ইঞ্জিন ক্যাপাসিটি ১০০ সিসি বা এর কম এবং ওজন ৯০ কেজি বা তার কম হলে
১। রেজিস্ট্রেশন ফি - ৪৮৩০ টাকা ( ভ্যাটসহ)
২। রেট্রোরিফ্লেক্টিভ নম্বর প্লেট -২২৬০ টাকা ( ভ্যাটসহ)
৩। ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট - ৫৫৫ টাকা ( ভ্যাটসহ)
৪। মোটরসাইকেল পরিদর্শন ফি- ৫১৮ টাকা ( ভ্যাটসহ)
৫। রোড ট্যাক্স ( প্রথম দুই বছরের) -১১৫০ টাকা ( ভ্যাটসহ)
সর্বমোট -৯৩১৩ টাকা
মোটরসাইকেল ইঞ্জিন ক্যাপাসিটি ১০০ সিসি’র বেশি এবং ওজন ৯০ কেজি বা তার কম হলে
১। রেজিস্ট্রেশন ফি- ৬৪৪০ টাকা( ভ্যাটসহ)
২। রেট্রোরিফ্লেক্টিভ নাম্বার প্লেট-২২৬০ টাকা ( ভ্যাটসহ)
৩। ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট -৫৫৫ টাকা ( ভ্যাটসহ)
৪। মোটরসাইকেল পরিদর্শন ফি – ৫১৮ টাকা ( ভ্যাটসহ)
৫। রোড ট্যাক্স ( প্রথম দুই বছরের) – ১১৫০ টাকা ( ভ্যাটসহ)
সর্বমোট- ১০৯২৩ টাকা
বিঃ দ্রঃ অবশিষ্ট রোড ট্যাক্স প্রতি ২ বছর অন্তর পরবর্তী ৮ বছরে কিস্তি প্রতি ১১৫০ টাকা হারে ৪টি সমান কিস্তিতে মোট ১১৫০X ৪= ৪৬০০ টাকা প্রদান করতে হবে। তবে এককালীন ১০ বছরের রোড ট্যাক্স ৫৭৫০ টাকা প্রদানেরও সুযোগ রয়েছে।
মোটরসাইকেল ইঞ্জিন ক্যাপাসিটি ১০০ সিসি বা এর কম এবং ওজন ৯০ কেজির বেশি হলে
১। রেজিস্ট্রেশন ফি – ৪৮৩০ টাকা ( ভ্যাটসহ)
২। রেট্রোরিফ্লেক্টিভ নাম্বার প্লেট – ২২৬০ টাকা ( ভ্যাটসহ)
৩। ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট- ৫৫৫ টাকা ( ভ্যাটসহ)
৪। মোটরসাইকেল পরিদর্শন ফি- ৫১৮ টাকা ( ভ্যাটসহ)
৫। রোড ট্যাক্স ( প্রথম দুই বছরের) -২৩০০ টাকা ( ভ্যাটসহ)
সর্বমোট -১০৪৬৩ টাকা
মোটরসাইকেলের ইঞ্জিন ক্যাপাসিটি ১০০ সিসির বেশি এবং ওজন ৯০ কেজির বেশি হলে
১। রেজিস্ট্রেশন ফি – ৬৪৪০ টাকা
২। রেট্রোরিফ্লেক্টিভ নাম্বার প্লেট –২২৬০ টাকা ( ভ্যাটসহ)
৩। ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট- ৫৫৫ টাকা ( ভ্যাটসহ)
৪। মোটরসাইকেল পরিদর্শন ফি- ৫১৮ টাকা ( ভ্যাটসহ)
৫। রোড ট্যাক্স ( প্রথম দুই বছরের) -২৩০০ টাকা ( ভ্যাটসহ)
সর্বমোট ১২০৭৩ টাকা
বিঃ দ্রঃ অবশিষ্ট রোড ট্যক্স প্রতি ২ বছর অন্তর পরবর্তী ৮ বছরে কিস্তি প্রতি ২৩০০ টাকা হারে ৪টি সমান কিস্তিতে মোট ২৩০০X৪=৯২০০ টাকা প্রদান করতে হবে । তবে এককালীন ১০ বছরের রোড ট্যাক্স ৫৭৫০ টাকা প্রদানেরও সুযোগ আছে।

গ) মোটরসাইকেলটি সরেজমিনে পরিদর্শনের জন্য হাজির করতে হবে।


Rate This Tips

Is this tips helpful?

Rate count: 56
Ratings:
Rate 1
Rate 2
Rate 3
Rate 4
Rate 5

Bike Tips

মাইলেজ বেশি পেতে ন ৫টি করণীয়
2025-01-14

যারা প্রতিনিয়ত বাইক নিয়ে দূর দূরান্তে যাতায়াত করেন তাদের জন্য বাইকের মাইলেজ খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, এছাড়াও আমরা বাইকের বিজ্ঞাপনে দেখতে পাই কোম্পানি যে মাইলেজ দাবি করে থাকে অনেকেই বাইক থেকে সেই পরিমান মাইলেজ পায় না, আপনি যত সিসির বাইক ব্যবহার করেন না কেন কিছু টিপস ফলো করলে আপনার বাইক থেকে কাঙ্ক্ষ...

Bangla English
শীতকালে হেলমেট ব্যবহারের টিপস ও সতর্কতা
2024-12-18

শীতের দিনে আমাদের দেশে সাধারণত প্রচণ্ড কুয়াশা দেখা যায়, এবং এর কারনে ভোরে এবং রাতে যাতাযাতের ক্ষেত্রে বেশ সমস্যার সৃষ্টি হয়, এবং কিছু ক্ষেত্রে সারাদিনই কুয়াশা দেখা যায়, এই অবস্থা অনেকক্ষেত্রেই বড় যানবাহন চলাচল বন্ধ থাকে, এছাড়া বাইক,কার ও অন্যান্য যানবাহন এর চলাচলে বেশ সমস্যার দেখা যায়। শীতকালে বাইক ...

Bangla English
শীতকালে কুয়াশায় বাইক চালানোর ক্ষেত্রে সতর্কতা
2024-12-18

বর্তমানে দেশে তীব্র শীত অতিবাহিত হচ্ছে, এর সাথে বিভিন্ন অঞ্চলে প্রায়শই কুয়াশা দেখা দেয়, এর ফলে বাইক সহ অন্যান্য যানবাহনের চলাচল অনেকটাই ব্যাহত হচ্ছে, কারন তীব্র কুয়াশার কারনে শহর এবং মহাসড়কে রাস্তায় বেশি কিছু দেখা যায় না, এর ফলে প্রতিনিয়ত মারাত্মক দুর্ঘটনা ঘটছে, আজকে আমরা আলোচনা করবো, তীব্র কুয়াশায় বা...

Bangla English
শীতে বাইকারদের ভ্রুমনের জন্য কিছু সেরা জায়গা
2024-11-20

এই শীতে ভ্রমনের জন্য কিছু সেরা জায়গা যেখানে আপনি আপনার বাইক নিয়ে যেতে পারবেন। আমাদের দেশে ভ্রমনের ক্ষেত্রে শীতকাল আদর্শ হিসাবে ধরা হয়, কারন এই সময় ভ্রমন করে বেশি স্বস্তি পাওয়া যায় এবং গরমকালের চেয়ে এই সময় বেশি ভোগান্তি কম হয়ে থাকে, এই কারনে আমরা লক্ষ করলে দেখতে পাই যে বেশির ভাগ ভ্রমন পিপাসু শীতকালে ট্য...

Bangla English
বন্যা পরিস্থিতিতে বাইকের যত্ন নেয়ার কিছু টিপস
2024-08-27

বর্তমানে দেশে ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে, এবং দেশের বেশ কিছু অঞ্চল ডুবে গিয়েছে, পানি বিপদসীমার উপর দিয়ে যাচ্ছে এবং অনেক এলাকায় মানুষের বাড়িঘর থেকে সবকিছুই ডুবে গেছে, এই পরিস্থিতে আপনার বাইকের যত্ন নেয়া খুবই কষ্টসাধ্য একটি বিষয়, তবুও আমাদের পক্ষে সম্ভব হলে চেষ্টা করতে হবে বাইকের যথাসম্ভব যত্ন ...

Bangla English
Filter

Filter