Yamaha Banner
Search

ক্রুজার মোটরসাইকেলের ভালো মন্দ

2017-01-03

ক্রুজার মোটরসাইকেলের ভালো মন্দ


cruiser-motorcycle-hasin-hayder

উচু হ্যান্ডেলে ধরা হাত, সামনে প্রসারিত দুই পা.... আরামদায়ক ফুটরেস্টে রাখা, মাথায় ক্যাপ বা ওপেনফেস হেলমেট, পেছনের তুলনায় সামনের চাকা উচু, সামনে বড় আকৃতির প্রসারিত ফুয়েল ট্যাংক, দুটি চাকাই যথেষ্ট চওড়া; এমন বাইকে চেপে দৃষ্টিসীমা পর্যন্ত নিরিবিলি রাস্তা দিয়ে চলেছে; এমন দৃশ্য হয়তো আমরা অনেক ইংরেজী সিনেমাতেই দেখেছি। মোটরসাইকেল বলতে আমরা যা বুঝি তার থেকে সামান্য ভিন্ন বৈশিষ্ট্যযুক্ত এই বাহনকেই ক্রুজার মোটরসাইকেল বলে।

১৯৩০ থেকে ১৯৬০ সালের দিকে আমেরিকায় উদ্ভব হয় ক্রুজার মোটরসাইকেলের। Harley Davidson, Indian এবং Excelsior এর মতো কোম্পানীর হাতে তৈরী হতে থাকে এই বাইকগুলো। দুর্বল বা কম টর্ক থাকলেও ক্রুজার মোটরসাইকেলের ইনজিনগুলো সব সময়ে অধিক শক্তিশালী হয়ে থাকে। ক্রুজারে সাধারনতই V-Twin ইনজিন দেখা যায়। অধিক আরামযুক্ত সীট, সোজা মেরুদন্ড বা কিছুটা পেছনের দিকে বেকে যাওয়া, শক্তিশালী ব্রেকিং সিস্টেম ক্রুজারের অন্যতম বৈশিষ্ট্য। পাওয়ার ক্রুজার নামে আরেক ধরনের ক্রুজারের প্রচলন দেখা যায় যেখানে ইনজিনের থাকে প্রচন্ড শক্তি, উন্নত ব্রেক এবং সাসপেনশন থাকে, পর্যাপ্ত গ্রাউন্ড ক্লিয়ারেন্স থাকে এবং কখনও মোটাসোটা (musacular) হয়ে থাকে; যেমন - Yamaha V-Max.

বাংলাদেশে কখন থেকে প্রচলন ঘটে সেটির সঠিক ইতিহাস না জানা গেলেও ট্রাফিক সার্জেন্টদের ব্যবহৃত জংশেন কোম্পানীর ১২৫সিসির ক্রুজারগুলোই সবথেকে বেশি প্রচলিত, যদিও সাধারনের মাঝে ক্রুজারের প্রচলন কিছুদিন আগেও তেমন ছিলো না বললেই চলে। Regal Raptor ব্র্যান্ডটির মাধ্যমে বাংলাদেশে স্টাইলিশ ক্রুজারের আগমন ঘটে। যদিও সিসি সীমাবদ্ধতার কারনে ক্রুজারের প্রকৃত সুবিধা পেতে বাইকাররা বঞ্চিত হচ্ছেন। বর্তমানে আমাদের দেশে Keeway Superlight 150, Haojue TR, Haojue TZ, AtlasZongshen ZS, Znen Vento, Pegasus Fabio, Auge Classic ইত্যাদি জনপ্রিয়। এছাড়াও খুব অল্প সময়েই বাজারে আসবে Bajaj Avenger 150 Street, H Power Dark, এবং UM Runner এর কিছু মডেল। এর বাইরেও কিছু অপ্রচলিত ক্রুজার রাস্তায় দেখা যায়। অর্থাৎ ধীরে ধীরে ক্রুজার মোটরসাইকেলের প্রচলন বাড়ছে বাইকারদের মধ্যে।









cruiser-motorcycle-hasin-hayder
ক্রুজার মোটরসাইকেলের ভালো দিক

স্টাইল: ক্রুজার মোটরসাইকেল ব্যবহারের অন্যতম একটি কারন হলো স্টাইল। ভিন্ন ধারার স্টাইলিশ লুকের কারনেই ক্রুজারপ্রেমীরা ক্রুজার ব্যবহার করে থাকেন। একজন বাইকার ক্রুজার চালিয়ে গেলে তার বাইকের স্টাইল এবং বসার স্টাইলের কারনেই অনেকের নজর কেড়ে নেয়।

লং রাইড: ক্রুজার প্রেমীদের ক্রুজার মোটরসাইকেল ব্যবহারের আরেকটি অন্যতম কারন হলো লং রাইড। লং রাইডের বাহন হিসেবে ক্রুজার অতুলনীয়। শক্তিশালী ইনজিন, আরামদায় সিটিং পজিশন ইত্যাদির কারনে লং রাইডের জন্য ক্রুজার বাইকের উপরে আর কিছু হতে পারে না।

আরাম: মোটরসাইকেলের ধরনগুলোর মধ্যে আরামের দিক দিয়ে নি:সন্দেহে ক্রুজার মোটরসাইকেল সবচেয়ে এগিয়ে। উচু হ্যান্ডেল, নীচু আরামদায়ক সীট, সামনে প্রসারিত ফুটরেস্ট বাইকারকে বাইক চালাতে সর্বোচ্চ আরামের জোগান দিয়ে থাকে। কম টর্ক দ্রুত গতির জোগান না দিলেও শক্তিশালী ইনজিন একটানা দীর্ঘপথ পাড়ি দিতে সব সময়েই প্রস্তুত থাকে।









cruiser-motorcycle-hasin-hayder
ক্রুজার মোটরসাইকেলের মন্দ দিক

দাম বেশি: সাধারন প্রচলিত বাইকের তুলনাতে একটু বেশি মূল্যের হয়ে থাকে। যদিও সুবিধার তুলনাতে দামকে ইগনোর করা যেতেই পারে।

জ্বালানী খরচ বেশি: সাধারন বাইকের তুলনাতে ক্রুজার মোটরসাইকেলে জ্বালানি খরচ বেশি হয়ে থাকে। একুট বেশি সিসি এবং বেশি শক্তির ইনজিন, ওজনে ভারী এবং চাকা মোটা হওয়াতে জ্বালানি খরচ বেশি লাগে। ক্রুজার প্রেমীরা সাধারনতই জ্বালানি খরচের মতো বিষয়কে এড়িয়েই ক্রুজার মোটরসাইকেল কিনে থাকেন।

শহরে ভীড়ের অনুপযোগী: আমাদের মতো দেশে এটা বড় সমস্যা। যেখানে লং রাইডের পাশাপাশি শহরের ব্যস্ত রাস্তাতেও চলতে হয়। কম টার্নিং রেডিয়াস এবং লম্বা হুইলবেজ থাকায় শহরের ভীড়ে ক্রুজার মোটরসাইকেল চালাতে কষ্টকর। এছাড়াও অন্যান্য মোটরসাইকেলের তুলনাতে আয়তনে একটু বেশি মোটা থাকাও আরেকটি বড় সমস্যার কারন।



পরিশেষে
প্রকৃত সত্য হলো ক্রুজার বাইক ব্যবহারের উপযোগী রাস্তা এবং পরিবেশ বাংলাদেশে নেই। নিরিবিলি একটানা রাস্তা পাওয়া মুস্কিল। প্রতিটি রাস্তাই ব্যস্ততম, ফলে ঘন ঘন ব্রেকিং এবং গিয়ার পরিবর্তনের প্রয়োজন পড়ে। এছাড়াও শহরের মধ্যে ভীড় ঠেলে এই বাইক নিয়ে ঘোরাঘুরি খুবই কষ্টের। তবুও শখ বা প্রয়োজনের কাছে সমস্যা হার মেনে যায়। যারা মাঝে মাঝে লং রাইড দিয়ে থাকেন তারা প্রচলিত ক্রুজার ব্যবহার করতে পারেন। যদিও ক্রুজার মোটরসাইকেল শহরের মধ্যে ব্যবহারের উপযোগী নয়, তবুও ব্যবহার করতে চাইলে কিছু ক্রুজার মোটরসাইকেল রয়েছে যেখানে ব্রেকিং এবং গিয়ার শিফটিং সাধারন বাইকের মতো সহজ করা হয়েছে, সেগুলো ব্যবহার করতে পারেন।

বিশেষ কৃতজ্ঞতা: হাসিন হায়দার
Rate This Tips

Is this tips helpful?

Rate count: 10
Ratings:
Rate 1
Rate 2
Rate 3
Rate 4
Rate 5

Bike Tips

শীতকালে হেলমেট ব্যবহারের টিপস ও সতর্কতা
2024-12-18

শীতের দিনে আমাদের দেশে সাধারণত প্রচণ্ড কুয়াশা দেখা যায়, এবং এর কারনে ভোরে এবং রাতে যাতাযাতের ক্ষেত্রে বেশ সমস্যার সৃষ্টি হয়, এবং কিছু ক্ষেত্রে সারাদিনই কুয়াশা দেখা যায়, এই অবস্থা অনেকক্ষেত্রেই বড় যানবাহন চলাচল বন্ধ থাকে, এছাড়া বাইক,কার ও অন্যান্য যানবাহন এর চলাচলে বেশ সমস্যার দেখা যায়। শীতকালে বাইক ...

Bangla English
শীতকালে কুয়াশায় বাইক চালানোর ক্ষেত্রে সতর্কতা
2024-12-18

বর্তমানে দেশে তীব্র শীত অতিবাহিত হচ্ছে, এর সাথে বিভিন্ন অঞ্চলে প্রায়শই কুয়াশা দেখা দেয়, এর ফলে বাইক সহ অন্যান্য যানবাহনের চলাচল অনেকটাই ব্যাহত হচ্ছে, কারন তীব্র কুয়াশার কারনে শহর এবং মহাসড়কে রাস্তায় বেশি কিছু দেখা যায় না, এর ফলে প্রতিনিয়ত মারাত্মক দুর্ঘটনা ঘটছে, আজকে আমরা আলোচনা করবো, তীব্র কুয়াশায় বা...

Bangla English
শীতে বাইকারদের ভ্রুমনের জন্য কিছু সেরা জায়গা
2024-11-20

এই শীতে ভ্রমনের জন্য কিছু সেরা জায়গা যেখানে আপনি আপনার বাইক নিয়ে যেতে পারবেন। আমাদের দেশে ভ্রমনের ক্ষেত্রে শীতকাল আদর্শ হিসাবে ধরা হয়, কারন এই সময় ভ্রমন করে বেশি স্বস্তি পাওয়া যায় এবং গরমকালের চেয়ে এই সময় বেশি ভোগান্তি কম হয়ে থাকে, এই কারনে আমরা লক্ষ করলে দেখতে পাই যে বেশির ভাগ ভ্রমন পিপাসু শীতকালে ট্য...

Bangla English
বন্যা পরিস্থিতিতে বাইকের যত্ন নেয়ার কিছু টিপস
2024-08-27

বর্তমানে দেশে ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে, এবং দেশের বেশ কিছু অঞ্চল ডুবে গিয়েছে, পানি বিপদসীমার উপর দিয়ে যাচ্ছে এবং অনেক এলাকায় মানুষের বাড়িঘর থেকে সবকিছুই ডুবে গেছে, এই পরিস্থিতে আপনার বাইকের যত্ন নেয়া খুবই কষ্টসাধ্য একটি বিষয়, তবুও আমাদের পক্ষে সম্ভব হলে চেষ্টা করতে হবে বাইকের যথাসম্ভব যত্ন ...

Bangla English
মোটরসাইকেল দীর্ঘদিন ব্যবহার না করলে কি কি সমস্যা হতে পারে
2024-07-28

মোটরসাইকেল দৈনন্দিন ব্যবহারের জিনিস হয়ে থাকলেও বিভিন্ন কারনে অনেক সময় মোটরসাইকেল দীর্ঘদিন ব্যবহার করা হয় না, যেমনটা আমরা লকডাউন এর সময়ে দেখেছি, এবং খুব সম্প্রতি দেশের যেই অবস্থায় তাতে অনেকেই বাইক বের করতে পারছে না। একটি বাইক অনেকদিন ব্যবহার না করলে বেশ কিছু সমস্যা দেখা দিতে পারে। আজকে আমরা আলোচনা কর...

Bangla English
Filter

Filter