Yamaha Banner
Search

নতুন বাইকারদের জন্যে কিছু গুরুত্বপুর্ন টিপস

2015-08-08

নতুন বাইকারদের জন্যে কিছু গুরুত্বপুর্ন টিপস


1616668313_162029481_196512141904497_7186954064644799621_n.jpg

বর্তমান সময়ে মোটরসাইকেলটা অনেকটা আমাদের প্রতিদিনের জীবনের চাহিদা এবং ফ্যাশনের মত হয়ে গেছে। এটা অনেকটা লজ্জাজনক যে একজন প্রাপ্তবয়স্ক মানুষ যদি মোটরসাইকেল চালানো না জানে। একই সাথে বর্তমান সময়ের তরুন প্রজন্মের কাছে মোটরসাইকেল একরকম আসক্তির মত। তাদের মধ্যে কিছু আছে যারা তাদের পিতামাতাকে বাধ্য করে মোটরসাইকেল কিনে দেওয়ার জন্যে অনেকটা পাগলের মত যা তাদের পিতামাতাকে অনেক সময় দুঃচিন্তায় ফেলে দেয়। পাশাপাশি এই একই বয়সী কিছু তরুন আছে যারা নিয়ন্ত্রনহীনভাবে মোটরসাইকেল চালিয়ে নিজের ও পথচারীর জীবন বিপদে ফেলে থাকে। একজন বাইকারের বোঝা উচিত যে বাইক চালানো শুরু করার পর বেশকিছু বিষয় জানার আছে বিশেষত যখন একজন নতুন বাইকার হাইওয়ে বা শহরের মুল রাস্তায় বাইক চালানো শুরু করে। সবচেয়ে ভয়ংকর ব্যাপার হলো, বেশিরভাগ নতুন বাইকারই নিয়মনীতির কোন খেয়ালই করেন না যখন নতুন অবস্থায় বাইক চালাতে রাস্তায় উঠেন ততক্ষন পর্যন্ত যতক্ষন না পুলিশ বা আইনগত সমস্যার সম্মুখীন হচ্ছেন।

আমাদের পক্ষ থেকে নতুন বাইকারদের জন্য কিছু আন্তরিক পরামর্শ রয়েছে যা একজন নতুন বাইকার হিসেবে সকলের জানা উচিত। আপনি খুব ভাল করেই জানেন যে যেকোন বিষয়ে প্রাকটিস আপনাকে আপনার দক্ষতা উন্নত করতে সহায়তা করে থাকে। তাই আপনার উচিত আমাদের দেওয়া নিম্ন লিখিত পরামর্শগুলা খেয়াল করাঃ

১। কিভাবে গতি নিয়ন্ত্রন করতে হয় তা ভালভাবে জানুনঃ সাধারনভাবে এই টপিকটা আমাদের পাঠকদের কাছে বিরক্তিকর মনে হতে পারে কিন্তু আপনি যদি আপনার বাইকের গতি নিয়ন্ত্রনে পাকাপোক্ত না হউন তবে এই একটা কারনই আপনাকে দুর্ঘঠনায় ফেলতে যথেষ্ট। আপনি গতি উঠাতে পারবেন খুব সহজেই কিন্তু যদি তা নিয়ন্ত্রন করার বিচক্ষনতা বা উপায় আপনার জানার ঘাটতি থাকে তবে আপনার জন্য সমুহ বিপদ অপেক্ষা করছে।

২। শুরুটা হউয়া উচিত স্বল্প শক্তির মোটরসাইকেল দিয়েঃআপনি যদি কেবলমাত্র মোটরসাইকেল চালানো শিখে থাকেন তাহলে শুরুতেই আপনাকে বেশি শক্তির মোটরসাইকেল চালানো থেকে বিরত থাকা উচিত। আমাদের বেশিরভাগ অভিজ্ঞ রাইডাররা ১০০সিসি বা তার থেকে বেশি বাইকগুলাকে শক্তিশালী বাইক হিসেবে অভিহিত করে থাকে তাই একজন নতুন রাইডারের উচিত হবে না হুট করে এমন বাইক নিয়ে রাস্তায় বের হউয়া অথবা ড্রাইভিং লাইসেন্স না পাওয়া পর্যন্ত এই ধরনের বাইক চালানো।

৩। সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করুনঃএই ব্যাপারটা সকল শ্রেনির রাইডারের জন্যে প্রযোজ্য। প্রটেকশন ছাড়া আপনার কখনই বাইকিং প্রাকটিস করা উচিৎ না বিশেষত হেলমেট, হ্যান্ড গ্লাভস এবং জুতা ছাড়া। এইগুলা দুষ্প্রাপ্য না আবার পরিধান করাও কঠিন না। সবচেয়ে ভাল হবে আপনি যদি আপনার পরিচিত অভিজ্ঞ কোন রাইডারকে এই বস্তুগুলার গুরুত্ব জিজ্ঞেস করে দেখেন, তারাই বলবে যে এইগুলা কতবার তাদের জীবন বাচিয়েছে। এগুলা না থাকলে মোটরসাইকেল নিয়ে চলতি পথে সামান্য ঘঠনা অনেক বড় দুর্ঘঠনার কারন হয়ে যেতে পারে।

৪। সংগে একজন অভিজ্ঞ রাইডারকে সাথে রাখুনঃএটা খুব ভাল হবে আপনার জন্য যদি আপনি একজন জানাশোনা ব্যক্তিকে আপনার পেছনের সীটে নিতে পারেন মেইন রোডে নতুন নতুন ওঠার পরে। মাঝে মাঝে নতুন অবস্থায় একটু কঠিন পরিস্থিতি সামনে পড়লে অনেক সময় অভিজ্ঞ চালকও কি করতে হবে তা ভুলতে বসে। তাই আপনার পেছনের সিটে ঠান্ডা মাথার কোন অভিজ্ঞ মানুষ থাকলে তিনি আপনাকে পরিস্থিতি অনুযায়ী কি করতে হবে তা বলে দিতে পারবেন। এই প্রসেসগুলা সাধারনত কোন ড্রাইভিং প্রসেসের অংশ না কিন্তু সতর্কতার অংশ হিসেবে সকলেরই মেনে চলা উচিত।

৫। ফ্রি এবং ফ্রেশ মনে বাইক চালানোর চেষ্টা করুনঃআপনি যদি মানসিকভাবে দুঃশ্চিন্তামুক্ত না থাকেন বা কোন কারনে আপনার মন খারাপ থাকে তবে যথাসম্ভব মোটরসাইকেল চালানো থেকে বিরত থাকুন। আপনার মনে যদি রাগ থেকে থাকে তবে সেটা হয়তো আপনার বাইকের গতির ওপর যেয়ে পরতে পারে। যদি আপনার মোটরসাইকেল ব্যতীত অন্য কোন উপায় না থেকে থাকে সেক্ষত্রে আপনার উচিত হবে বাইক ভাল চালাতে পারে এমন একজনকে বাইক চালাতে দিয়ে পেছনের সিটে আপনার বসে যাওয়া।
Rate This Tips

Is this tips helpful?

Rate count: 1
Ratings:
Rate 1
Rate 2
Rate 3
Rate 4
Rate 5

Bike Tips

মাইলেজ বেশি পেতে ন ৫টি করণীয়
2025-01-14

যারা প্রতিনিয়ত বাইক নিয়ে দূর দূরান্তে যাতায়াত করেন তাদের জন্য বাইকের মাইলেজ খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, এছাড়াও আমরা বাইকের বিজ্ঞাপনে দেখতে পাই কোম্পানি যে মাইলেজ দাবি করে থাকে অনেকেই বাইক থেকে সেই পরিমান মাইলেজ পায় না, আপনি যত সিসির বাইক ব্যবহার করেন না কেন কিছু টিপস ফলো করলে আপনার বাইক থেকে কাঙ্ক্ষ...

Bangla English
শীতকালে হেলমেট ব্যবহারের টিপস ও সতর্কতা
2024-12-18

শীতের দিনে আমাদের দেশে সাধারণত প্রচণ্ড কুয়াশা দেখা যায়, এবং এর কারনে ভোরে এবং রাতে যাতাযাতের ক্ষেত্রে বেশ সমস্যার সৃষ্টি হয়, এবং কিছু ক্ষেত্রে সারাদিনই কুয়াশা দেখা যায়, এই অবস্থা অনেকক্ষেত্রেই বড় যানবাহন চলাচল বন্ধ থাকে, এছাড়া বাইক,কার ও অন্যান্য যানবাহন এর চলাচলে বেশ সমস্যার দেখা যায়। শীতকালে বাইক ...

Bangla English
শীতকালে কুয়াশায় বাইক চালানোর ক্ষেত্রে সতর্কতা
2024-12-18

বর্তমানে দেশে তীব্র শীত অতিবাহিত হচ্ছে, এর সাথে বিভিন্ন অঞ্চলে প্রায়শই কুয়াশা দেখা দেয়, এর ফলে বাইক সহ অন্যান্য যানবাহনের চলাচল অনেকটাই ব্যাহত হচ্ছে, কারন তীব্র কুয়াশার কারনে শহর এবং মহাসড়কে রাস্তায় বেশি কিছু দেখা যায় না, এর ফলে প্রতিনিয়ত মারাত্মক দুর্ঘটনা ঘটছে, আজকে আমরা আলোচনা করবো, তীব্র কুয়াশায় বা...

Bangla English
শীতে বাইকারদের ভ্রুমনের জন্য কিছু সেরা জায়গা
2024-11-20

এই শীতে ভ্রমনের জন্য কিছু সেরা জায়গা যেখানে আপনি আপনার বাইক নিয়ে যেতে পারবেন। আমাদের দেশে ভ্রমনের ক্ষেত্রে শীতকাল আদর্শ হিসাবে ধরা হয়, কারন এই সময় ভ্রমন করে বেশি স্বস্তি পাওয়া যায় এবং গরমকালের চেয়ে এই সময় বেশি ভোগান্তি কম হয়ে থাকে, এই কারনে আমরা লক্ষ করলে দেখতে পাই যে বেশির ভাগ ভ্রমন পিপাসু শীতকালে ট্য...

Bangla English
বন্যা পরিস্থিতিতে বাইকের যত্ন নেয়ার কিছু টিপস
2024-08-27

বর্তমানে দেশে ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে, এবং দেশের বেশ কিছু অঞ্চল ডুবে গিয়েছে, পানি বিপদসীমার উপর দিয়ে যাচ্ছে এবং অনেক এলাকায় মানুষের বাড়িঘর থেকে সবকিছুই ডুবে গেছে, এই পরিস্থিতে আপনার বাইকের যত্ন নেয়া খুবই কষ্টসাধ্য একটি বিষয়, তবুও আমাদের পক্ষে সম্ভব হলে চেষ্টা করতে হবে বাইকের যথাসম্ভব যত্ন ...

Bangla English
Filter

Filter