Yamaha Banner
Search

মোটরসাইকেলের জ্বালানী বাচানোর কিছু কার্যকরী টিপস

2014-11-15

মোটরসাইকেলের জ্বালানী বাচানোর কিছু কার্যকরী টিপস


1618810643_175435154_887834085331169_3269613155394720220_n.jpg

জ্বালানী মোটরসাইকেলের রক্ত হিসাবে পরিচিত। বাংলাদেশে গত পাঁচ বছর ধরে ধীরে ধীরে বাড়ছে জ্বালানির দাম। এখন প্রায় ১০০ টাকা প্রতি লিটার। এটি কয়েক বছরের তুলনায় প্রায় দ্বিগুণ হয়ে গেছে। এখন বাড়তি জ্বালানী ব্যয় বাইকের মালিকের জন্য উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
আপনার বাইকের ব্র্যান্ড যা ই হউক কখনও তা মুখ্য বিষয় নয় তবে জ্বালানী ব্যয়টি বাইকের একটি প্রয়োজনীয় বিষয়। কিছু বাইক রয়েছে, যা সাধারণত কম জ্বালানী গ্রহণকারী বাইক হিসাবে পরিচিত। উদাহরণস্বরূপ: বাজাজ ডিসকভার ১০০, টিভিএস মেট্রো এবং এই সেগমেন্টের অন্যান্য বাইক। আমরা কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ অনুসরণ করে আপনাদের জ্বালানী ব্যয় হ্রাস করতে পারে।
এই পক্ষেপগুলা সাধারনত দুইভাগে ভাগ করা যেতে পারেঃ
১। বাইক চালানোর ধরনে পরিবর্তন আনা।
২। বাইকের মেইন্ট্যানেন্সের দিকে খেয়াল রাখা।

Steps can be divided into two section:

১। বাইক চালানোর ধরনে পরিবর্তন আনাঃ
বাইক ভালানোর সময় আমরা যদি সাধারন কিছু নিয়ম মেনে বাইক চালায় তবে তা আমাদের বাইকের ফুয়েল অনেকটাই বাচাতে পারে। নিম্নে কিছু নিয়ম উল্লেখ করা হলোঃ
বাইকের গতি
বাইকের গতি তেল খরচের সাথে অনেক ঘনিষ্টভাবে জড়িত। বাইকের গতি হুট করে বাড়িয়ে দেওয়া কখনই উচিত না কারন তা অনেক পরিমান তেল খরচের অন্যতম কারন। একইসাথে একটানা উচ্চ গতিতে বাইক চালানোও অতিরিক্ত তেল খরচের আরেকটি উল্লেখযোগ্য কারন। সবচেয়ে ভাল হবে আপনি যদি আপনার বাইকের গতি ৬০ থেকে ৭০ কিলোমিটার প্রতি ঘন্টায় মেইন্টেইন করতে পারেন। এই গতি আপনার বাইকের তেলের খরচ অনেকটাই কমিয়ে আনবে সাথে ভাল নিয়ন্ত্রনও আপনি পেয়ে থাকবেন।

ইঞ্জিন
সাধারনত আমরা দেখে থাকি যে আমাদের দেশের বাইক রাইডাররা ট্রাফিক জ্যামে আটকে থাকার সময় তাদের বাইকের ইঞ্জিন চালু রেখে দেন যা বেশ ভাল মাপের রেল অপচয় করে থাকে তাই সকলের উচিত এইরকম অবস্থায় ইঞ্জিন বন্ধ রাখা।
দুইজন বহন করা
এইটা খুবই সাধারন বিষয়। পারিবারিক বা বন্ধুমহল সামলাতে গেলে আমাদের বাইকের পেছনে কাউকে না কাউকে বহন করাই লাগে। দুইজন বহন করলে ইঞ্জিনের ওপর অনেক প্রেসার পড়ে যার দরুন তেলের খরচও বেশি হয়। তাই চেষ্টা করা উচিত দুইজন বা তিনজন বাইকে না নেওয়ার।
Rate This Tips

Is this tips helpful?

Rate count: 2
Ratings:
Rate 1
Rate 2
Rate 3
Rate 4
Rate 5

Bike Tips

মাইলেজ বেশি পেতে ন ৫টি করণীয়
2025-01-14

যারা প্রতিনিয়ত বাইক নিয়ে দূর দূরান্তে যাতায়াত করেন তাদের জন্য বাইকের মাইলেজ খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, এছাড়াও আমরা বাইকের বিজ্ঞাপনে দেখতে পাই কোম্পানি যে মাইলেজ দাবি করে থাকে অনেকেই বাইক থেকে সেই পরিমান মাইলেজ পায় না, আপনি যত সিসির বাইক ব্যবহার করেন না কেন কিছু টিপস ফলো করলে আপনার বাইক থেকে কাঙ্ক্ষ...

Bangla English
শীতকালে হেলমেট ব্যবহারের টিপস ও সতর্কতা
2024-12-18

শীতের দিনে আমাদের দেশে সাধারণত প্রচণ্ড কুয়াশা দেখা যায়, এবং এর কারনে ভোরে এবং রাতে যাতাযাতের ক্ষেত্রে বেশ সমস্যার সৃষ্টি হয়, এবং কিছু ক্ষেত্রে সারাদিনই কুয়াশা দেখা যায়, এই অবস্থা অনেকক্ষেত্রেই বড় যানবাহন চলাচল বন্ধ থাকে, এছাড়া বাইক,কার ও অন্যান্য যানবাহন এর চলাচলে বেশ সমস্যার দেখা যায়। শীতকালে বাইক ...

Bangla English
শীতকালে কুয়াশায় বাইক চালানোর ক্ষেত্রে সতর্কতা
2024-12-18

বর্তমানে দেশে তীব্র শীত অতিবাহিত হচ্ছে, এর সাথে বিভিন্ন অঞ্চলে প্রায়শই কুয়াশা দেখা দেয়, এর ফলে বাইক সহ অন্যান্য যানবাহনের চলাচল অনেকটাই ব্যাহত হচ্ছে, কারন তীব্র কুয়াশার কারনে শহর এবং মহাসড়কে রাস্তায় বেশি কিছু দেখা যায় না, এর ফলে প্রতিনিয়ত মারাত্মক দুর্ঘটনা ঘটছে, আজকে আমরা আলোচনা করবো, তীব্র কুয়াশায় বা...

Bangla English
শীতে বাইকারদের ভ্রুমনের জন্য কিছু সেরা জায়গা
2024-11-20

এই শীতে ভ্রমনের জন্য কিছু সেরা জায়গা যেখানে আপনি আপনার বাইক নিয়ে যেতে পারবেন। আমাদের দেশে ভ্রমনের ক্ষেত্রে শীতকাল আদর্শ হিসাবে ধরা হয়, কারন এই সময় ভ্রমন করে বেশি স্বস্তি পাওয়া যায় এবং গরমকালের চেয়ে এই সময় বেশি ভোগান্তি কম হয়ে থাকে, এই কারনে আমরা লক্ষ করলে দেখতে পাই যে বেশির ভাগ ভ্রমন পিপাসু শীতকালে ট্য...

Bangla English
বন্যা পরিস্থিতিতে বাইকের যত্ন নেয়ার কিছু টিপস
2024-08-27

বর্তমানে দেশে ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে, এবং দেশের বেশ কিছু অঞ্চল ডুবে গিয়েছে, পানি বিপদসীমার উপর দিয়ে যাচ্ছে এবং অনেক এলাকায় মানুষের বাড়িঘর থেকে সবকিছুই ডুবে গেছে, এই পরিস্থিতে আপনার বাইকের যত্ন নেয়া খুবই কষ্টসাধ্য একটি বিষয়, তবুও আমাদের পক্ষে সম্ভব হলে চেষ্টা করতে হবে বাইকের যথাসম্ভব যত্ন ...

Bangla English
Filter

Filter