Yamaha Banner
Search

শীতে বাইকারদের ভ্রুমনের জন্য কিছু সেরা জায়গা

2024-11-20

শীতে বাইকারদের ভ্রুমনের জন্য কিছু সেরা জায়গা


-1732085437.webp

এই শীতে ভ্রমনের জন্য কিছু সেরা জায়গা যেখানে আপনি আপনার বাইক নিয়ে যেতে পারবেন। আমাদের দেশে ভ্রমনের ক্ষেত্রে শীতকাল আদর্শ হিসাবে ধরা হয়, কারন এই সময় ভ্রমন করে বেশি স্বস্তি পাওয়া যায় এবং গরমকালের চেয়ে এই সময় বেশি ভোগান্তি কম হয়ে থাকে, এই কারনে আমরা লক্ষ করলে দেখতে পাই যে বেশির ভাগ ভ্রমন পিপাসু শীতকালে ট্যুর করে থাকে, বাংলাদেশের জনপ্রিয় ভ্রমন স্থান সম্পর্কে আজকে আপনাদের অবগত করবো, যেখানে আপনারা বাইক নিয়ে ট্যুর দিতে পারবেন।

-1732103089.webp
১. সাজেক ভ্যালীঃ বাংলাদেশ এর অন্যতম সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে একটি হচ্ছে সাজেক ভ্যালী, পাহাড়ের চূড়ান্ত অবস্থান থেকে নিচু ভূমি এবং এর সাথে মেঘে আচ্ছন্ন চারিদিক, শীতকালে এটি আরও উপভোগ্য হয়ে ওঠে এটি এবং এই সৌন্দর্য উপভোগ করতে অনেক দেশের বিভিন্ন জায়গা থেকে ছুটে আশে, পর্যটক বান্ধব এই পরিবেশে আপনি প্রয়োজনীয় প্রায় সব কিছুই পেয়ে যাবেন, এখানে আপনি আপনার বন্ধুবান্ধব ও পরিবার নিয়ে আনন্দের সময় উপভোগ করতে পারবেন। এই শীতে এটি হতে পারে আপনার ভ্রমনের জন্য আদর্শ একটি জায়গা।

-1732103113.webp
২. কক্সবাজারঃ কক্সবাজার শুধু শীতের সময়ই নয় এটি আপনার অবসর সময় বা ছুটি কাটানোর জন্য অন্যতম সেরা একটা জায়গা, তবে শীতের মধ্যে এই পরিবেশ আরও বেশি উপভোগ্য হয়ে ওঠে, সমুদ্র সৈকতের ধারে বসে সাগরের ঢেউ এবং প্রাকৃতিক পরিবেশ উপভোগ করার জন্য আদর্শ একটি জায়গা হচ্ছে কক্সবাজার, এখানে দীর্ঘসময় বসে থেকে সৌন্দর্য উপভোগ করতে পারবেন, এছাড়া আমরা জানি যে কক্সবাজার পর্যটন নগরী, এবং এখানে প্রতি বছর অসংখ্য মানুষ এখানে আশে এসব কিছু উপভোগ করার জন্য, থাকার জায়গা থেকে শুরু করে প্রয়োজনীয় প্রায় সব কিছুই পেয়ে যাবেন, জীবনে একবার হলেও এখানে ঘুরে আশার পরামর্শ থাকলো।




-1732103145.webp
৩. রাঙামাটিঃ পার্বত্য চট্টগ্রামে অবস্থিত রাঙামাটি, এটি শুধু বাইকারদের না সাধারন মানুষের মধ্যেও অনেকের পছন্দের জায়গা, এর প্রধান কারন হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য। ইট পাঁথরের এই শহরে ব্যাস্ত জীবনে থেকে আমরা যখন ক্লান্ত তখন এটি থেকে পরিত্রাণের উপায় হিসেবে আপনি এই জায়গায় ভ্রমন করতে পারেন, কারন এখানকার সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে, চারিদিকে সবুজের ঘেরা পরিবেশ এবং ঝর্না, এছাড়া ও অনেক কিছু এখানে দেখতে পাবেন, তবে অন্যান্য পর্যটন কেন্দ্রের মত এখানে ওই পরিমান সু্যোগ সুবিধা নেই, তবে আপনি প্রয়োজনীয় সকল কিছু এখানে পেয়ে যাবেন। তবে এখানে ঘুরে আশার আগে অবশ্যই সেনাবাহিনি এবং টুরিস্ট পুলিশের সাথে যোগাযোগের ব্যবস্থা সাথে রাখবেন, কারন বেশ কিছু বছর যাবত এখানে পরিবেশ অনেকটা অস্থিতিশীল।

-1732103198.webp
৪. বান্দারবানঃ রাঙ্গামাটির মতো এটিও পার্বত্য চট্টগ্রামে অবস্থিত, তবে রাঙ্গামাটির চেয়ে মাত্র ৭৩ কিলোমিটার দূরেই এর অবস্থান, এবং দুইটি স্পটের মধ্যে বেশ কিছু সাদৃশ্য দেখতে পাবেন। প্রাকৃতিক সৌন্দর্য দিক থেকে এটি কোন অংশে কম নয়, বরং এটিও বেশ উপভোগ্য একটি স্থান, এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে, কক্সবাজার, রাঙ্গামাটি ঘুরে এসে অনেকে বান্দারবান এর পরিবেশ উপভোগ করে, তাই সুযোগ থাকলে এই ৩টি জায়গা থেকেই ঘুরে আসতে পারেন।

-1732103228.webp
৫. কুয়াকাটাঃ আপনার ছুটির দিন উপভোগ করার জন্য অন্যতম একটি সুন্দর জায়গা হতে পারে কুয়াকাটা সমুদ্র সৈকত, বরিশাল বিভাগের পটুয়াখালী জেলায় অবস্থিত এই পর্যটন স্থানটি ভ্রমন পিপাসুদের মধ্যে অনেক জনপ্রিয়, এছাড়া এই জায়গাটি কক্সবাজার এর মত এতো বেশি জনপ্রিয় না হওয়ার এখনও ও কক্সবাজার এর মতো এতো বেশি মানুষের ভিড় এখানে দেখা যায় না, যারা খুব বেশি কোলাহল বা মানুষের ভিড় পছন্দ করেন না তাদের জন্য এই স্থান হতে পারে ছুটি বা অবসর সময় কাটানোর জন্য অন্যতম সেরা জায়গা। এখানে বাইক নিয়ে গেলে আপনি খুব সহজেই যাতায়াত করতে পাড়বেন, প্রয়োজনীয় সকল সুযোগ সুবিধা এখানে রয়েছে।

-1732103265.webp
৬. বাংলাবান্ধা জিরো পয়েন্টঃ পঞ্চগড় জেলায় অবস্থিত বাংলাবান্ধা জিরো পয়েন্ট, এটি বাইকারদের অন্যতম জনপ্রিয় একটি জায়গা, প্রতিবছর অসংখ্যা বাইকার এখানে ঘুরতে আশে, শৌখিন বাইকার হিসাবে জীবনে একবার চাইলে এখানে থেকে ঘুরে আসতেই পারে, এবং এখানে জিরো পয়েন্টে গিয়ে ক্যামেরাবন্দি হয়ে আসতে পারেন।





-1732103293.webp
৭. শ্রীমঙ্গলঃ বাংলাদেশের অন্যতম সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে একটি হচ্ছে শ্রীমঙ্গল, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলায় অবস্থিত, শ্রীমঙ্গল বিখ্যাত এর প্রাকৃতিক সৌন্দর্যের কারনে, বিশেষ করে এখানে অবস্থিত চা বাগান, মাধবপুর হ্রদ সহ আরো বেশ কিছু জায়গার কারনে, এই পর্যটন কেন্দ্র বিশেষ করে বাইকারদের কাছে জনপ্রিয়, তবে বর্তমানে এখানে রাস্তা কিছুটা ভাঙ্গা ও সংস্কারের প্রয়োজন, এছাড়া বাইকারদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা থাকায় এখানে বাইকাররা ট্যুর করে বেশ সাচ্ছন্দ বোধ করে, সেরা কিছু টুরিস্ট প্লেস এর মধ্যে এটি অন্যতম একটি।

-1732103333.webp
৮. মিঠামাইনঃ কিশোরগঞ্জ জেলায় অবস্থিত মিঠামাইন বেশ কিছু বছর ধরে বাইকারদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে, এর বৈচিত্র্যময় সৌন্দর্যের কারনে এবং জেলা ও বিভাগীয় সহর থেকে বেশ কিছুটা কাছে হওয়ায় অনেকেই প্রায়ই এখানে অবসর সময় কাটাতে আশে। নভেম্বর- ডিসেম্বর মাস এর সময় এখানে যাওয়ার ক্ষেত্রে আদর্শ, বিশেষ করে এর সুপ্রসস্থ রাস্তা এবং এর দুইপাশে হাওর, এই দৃশ সবার নজর কারে।

-1732103358.webp
৯. চায়না বাঁধঃ সিরাজগঞ্জ জেলার যমুনা নদীর পাশে অবস্থিত চায়না বাঁধ, নিরিবিলি পরিবেশ এবং সময় কাটানোর জন্য সেরা একটা জায়গা, এর অবস্থান উত্তরবঙ্গ এবং রাজধানী ঢাকা থেকে অনেকটাই কাছে হওয়ার এখানে সকল জেলার বাইকার ভ্রমনে আসে, তবে এখানে থাকার মত কোন সুযোগ সুবিধা নেই এবং এখানে আসলে গ্রুপ এর সবাই মিলে আশা ভালো হবে, আপনারা চাইলে এখানে তাবু টাঙিয়ে রাতে থাকতে পারেন।

-1732103388.webp
১০. জাফলং: বাংলাদেশের অন্যতম সুন্দর জেলা সিলেটে অনেক প্রাকৃতিক সৌন্দর্যের নিদর্শন রয়েছে, এর মধ্যে অন্যতম হচ্ছে জাফলং, এটি অত্যান্ত সুন্দর একটি জায়গা, এবং শুধু বাইকার নয় এখানে প্রতিবছর অসংখ্য পর্যটক আসে এই প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার জন্য। এখানে বেশ কিছু সুযোগ সুবিধা রয়েছে, এই শীতে আপনি চাইলে এখান থেকে ঘুরে আসতে পারেন।
এই ছিলো শীতে বাইক নিয়ে ভ্রমনের জন্য ১০টি সেরা স্থান, বহুল জনপ্রিয় এই স্থান থেকে চাইলে আপনিও এই শীতে ঘুরে আসতে পারেন।
Rate This Tips

Is this tips helpful?

Rate 1
Rate 2
Rate 3
Rate 4
Rate 5

Bike Tips

শীতকালে হেলমেট ব্যবহারের টিপস ও সতর্কতা
2024-12-18

শীতের দিনে আমাদের দেশে সাধারণত প্রচণ্ড কুয়াশা দেখা যায়, এবং এর কারনে ভোরে এবং রাতে যাতাযাতের ক্ষেত্রে বেশ সমস্যার সৃষ্টি হয়, এবং কিছু ক্ষেত্রে সারাদিনই কুয়াশা দেখা যায়, এই অবস্থা অনেকক্ষেত্রেই বড় যানবাহন চলাচল বন্ধ থাকে, এছাড়া বাইক,কার ও অন্যান্য যানবাহন এর চলাচলে বেশ সমস্যার দেখা যায়। শীতকালে বাইক ...

Bangla English
শীতকালে কুয়াশায় বাইক চালানোর ক্ষেত্রে সতর্কতা
2024-12-18

বর্তমানে দেশে তীব্র শীত অতিবাহিত হচ্ছে, এর সাথে বিভিন্ন অঞ্চলে প্রায়শই কুয়াশা দেখা দেয়, এর ফলে বাইক সহ অন্যান্য যানবাহনের চলাচল অনেকটাই ব্যাহত হচ্ছে, কারন তীব্র কুয়াশার কারনে শহর এবং মহাসড়কে রাস্তায় বেশি কিছু দেখা যায় না, এর ফলে প্রতিনিয়ত মারাত্মক দুর্ঘটনা ঘটছে, আজকে আমরা আলোচনা করবো, তীব্র কুয়াশায় বা...

Bangla English
শীতে বাইকারদের ভ্রুমনের জন্য কিছু সেরা জায়গা
2024-11-20

এই শীতে ভ্রমনের জন্য কিছু সেরা জায়গা যেখানে আপনি আপনার বাইক নিয়ে যেতে পারবেন। আমাদের দেশে ভ্রমনের ক্ষেত্রে শীতকাল আদর্শ হিসাবে ধরা হয়, কারন এই সময় ভ্রমন করে বেশি স্বস্তি পাওয়া যায় এবং গরমকালের চেয়ে এই সময় বেশি ভোগান্তি কম হয়ে থাকে, এই কারনে আমরা লক্ষ করলে দেখতে পাই যে বেশির ভাগ ভ্রমন পিপাসু শীতকালে ট্য...

Bangla English
বন্যা পরিস্থিতিতে বাইকের যত্ন নেয়ার কিছু টিপস
2024-08-27

বর্তমানে দেশে ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে, এবং দেশের বেশ কিছু অঞ্চল ডুবে গিয়েছে, পানি বিপদসীমার উপর দিয়ে যাচ্ছে এবং অনেক এলাকায় মানুষের বাড়িঘর থেকে সবকিছুই ডুবে গেছে, এই পরিস্থিতে আপনার বাইকের যত্ন নেয়া খুবই কষ্টসাধ্য একটি বিষয়, তবুও আমাদের পক্ষে সম্ভব হলে চেষ্টা করতে হবে বাইকের যথাসম্ভব যত্ন ...

Bangla English
মোটরসাইকেল দীর্ঘদিন ব্যবহার না করলে কি কি সমস্যা হতে পারে
2024-07-28

মোটরসাইকেল দৈনন্দিন ব্যবহারের জিনিস হয়ে থাকলেও বিভিন্ন কারনে অনেক সময় মোটরসাইকেল দীর্ঘদিন ব্যবহার করা হয় না, যেমনটা আমরা লকডাউন এর সময়ে দেখেছি, এবং খুব সম্প্রতি দেশের যেই অবস্থায় তাতে অনেকেই বাইক বের করতে পারছে না। একটি বাইক অনেকদিন ব্যবহার না করলে বেশ কিছু সমস্যা দেখা দিতে পারে। আজকে আমরা আলোচনা কর...

Bangla English
Filter

Filter