বাংলাদেশে সড়কপথের অপরাধ ও শাস্তি
আপনি যদি বাংলাদেশের কোনও ট্র্যাফিক নিয়ম লঙ্ঘন করেন তবে আপনাকে জরিমানা দিতে হবে এবং তার একটি তালিকা এখানে উল্লেখ করা হলো। জরিমানা দ্বিগুণ হবে, যদি আপনি কোনও বিশেষ ট্র্যাফিক পুলিশ, চেকপোস্ট বা পুলিশ পেট্রল গাড়ি দ্বারা ধরা পড়ে থাকেন।
১৩৭ – সাধারন জরিমানা – ২০০ টাকা
২য় বার ৪০০/- টাকা
১৩৯ – হাইড্রোলিক হর্ন ব্যবহার করা – ১০০ টাকা
১৪০(১) – পুলিশের আদেশ অমান্য করা, সহযোগিতা না করা – ৫০০ টাকা
১৪০ – লালবাতি অমান্য করা – ৫০০ টাকা
১৪০(২) - ওয়ানওয়ে সড়কে বিপরীত দিকে গাড়ি চালনা – ২০০ টাকা
১৪২ – বেপরোয়াভাবে গাড়ি চালানো – ৩০০ টাকা
২য় বার ৫০০ টাকা
১৪৬ – দুর্ঘঠনাজনিত জরিমানা – ৫০০ টাকা
২য় বার ১০০০ টাকা
১৪৯ – সেফটি ছাড়া বাইক চলানো – ৩০০ টাকা এইরূপ পরিস্থিতে যদি দৈহিক জখম বা সম্পত্তি ক্ষতি হইলে ১,০০০/-
১৫০ – বাহন থেকে কালো ধোতা নির্গত করা – ২০০ টাকা
১৫১ – বাহনের বাহ্যিক পরিবর্তন এবং অনুমোদন ছাড়া তা বিক্রি করা – ২০০০ টাকা
১৫২ – রেজিস্ট্রেশন, ফিটনেস, অথবা রুট পারমিট ছাড়া বাহন চালালে – ১৫০০ টাকা
২য় বার ২৫০০ টাকা
১৫৪ – ওভারলোড করলে – ১০০০ টাকা
২য় বার ২০০০ টাকা
১৫৬ – অনুমোদন ছাড়া ড্রাইভ করলে – ৭৫০ টাকা
১৫৭ – রাস্তা বা পাবলিক প্লেসের চলাচল বাধা প্রস্থ করলে – ৫০০ টাকা
১৫৮ – বিনা অনুমতিতে অন্যের গাড়ী ব্যবহার করলে – ৭৫০ টাকা
০০০ – অবৈধ লেন ব্যবহার করলে – ১০০০ টাকা