Yamaha Banner
Search

মোটরসাইকেল রেজিষ্ট্রেশন কাগজ হারালে কি করবেন?

2017-05-24

মোটরসাইকেল রেজিষ্ট্রেশন কাগজ হারালে কি করবেন?



What-to-do-if-motorcycle-registration-paper-is-lost


সকলের কাছে মোটরসাইকেল চালানো একটি আনন্দের বিষয় বিশেষকরে তরুণদের কাছে মোটরসাইকেল চালানো আরও আনন্দের বিষয়। আমরা আমাদের দৈনন্দিন প্রয়োজনে মোটরসাইকেল ব্যবহার করে থাকি এবং এই মোটরসাইকেল সকলের কাছেই সাশ্র্যয়ী এবং আরামদায়ক একটি বাহন হিসেবে পরিচিতি লাভ করেছে। মোটর যান ব্যবহারের ক্ষেত্রে মোটরযানের রেজিস্ট্রশন নাম্বার অবশ্যই থাকতে হবে এবং বিষয় টা আমাদের সকলে মাথায় রাখতে হবে কারণ এটি সরকারি সিস্টেম এর নিয়ম এবং আইন জারীকৃত বিষয়। তাই রাস্তায় বাইক চালানোর ক্ষেত্রে মোটরসাইকেল রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকা অত্যন্ত জরুরী। আমরা কোন না কোন ভাবে এই রেজিস্ট্রেশন পেপার হারিয়ে ফেলি।এটি ছাড়া মোটরসাইকেল চালানো একদম বে-আইনী এবং এই পেপার না থাকা ফলে চালক কে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। ডুপ্লিকেট রেজিস্ট্রেশন সার্টিফিকেট পাবার ২ টি ধাপ আছে এবং এই দুইটা ধাপ চালককে যথাযথ ভাবে পালন করতে হবে এটি দুটি ধাপ সম্পন্ন করার পর চালক ডুপ্লিকেট রেজিস্ট্রেশন কাগজপত্র পাবে।

প্রথম ধাপ হল, যত দ্রত সম্ভব এ ব্যাপারে নিকটস্থ থানায় জিডি( সাধারণ ডায়েরি) করা। দ্বিতীয় ধাপ হল, জিডি ( সাধারণ ডায়েরি) করার পর সেই জিডি ( সাধারণ ডায়েরি) এর কপি (বি আর টি এ) এর অফিসে যেখানে মোটরসাইকেল এর রেজিস্ট্রেশন করা হয়েছিল সেখানে জমা দিতে হবে একই সাথে মালিক কে ডুপ্লিকেট রেজিস্ট্রেশন কপি পাবার জন্য আবেদন করতে হবে। (বি আর টি এ ) এর নির্ধারিত অফিস ছাড়া অন্য কোন অফিসে গিয়ে মালিক আবেদন করতে পারবে না ।

প্রয়োজনীয় কাগজপত্র
ডুপ্লিকেট রেজিস্ট্রেশন ডকুমেন্ট পাবার ক্ষেত্রে চালক কে নিম্নলিখিত কাগজপত্র গুলো পূরন করতে হবে এবং অবশ্যই নিম্নলিখিত জিনিসপত্র থাকতে হবেঃ
১। ডুপ্লিকেট রেজিস্ট্রেশন ফরম ( যথাযথভাবে পূরন করা )
২। মালিকানাস্বত্ত ফরম ( যথাযথভাবে পূরন করা )
৩। মালিকের ৩ কপি পাসপোর্ট সাইজের ছবি
৪। টাকা জমাদানের রশিদ
৫। জিডি ( সাধারণ ডায়েরী) এর ফটোকপি
৬। ট্রাফিক অফিস কতৃক ছাড় পত্র
৭। ট্যাক্স টোকেন বা আসল রেজিস্ট্রেশন পেপার এর ফটোকপি ( সম্ভব হলে )

আবেদন দাখিল করার পদ্ধতি
মালিক উপরের দেওয়া সকল কাগজপত্র গুলো সংগ্রহ করে সেগুলো যথাযথভাবে পূরন করতে হবে । তারপর মালিক (বি আর টি এ ) অফিসারের সাথে সাক্ষাৎ করতে হবে যিনি টাকা জমাদানের রশিদ চিহ্নিত করে দিবেন এবং যে পরিমাণ টাকা অবশ্যই জমা দেওয়া দরকার সে টাকার পরিমাণ টা বলে দিবেন। তারপর নির্ধারিত টাকা নির্ধারিত ব্যাংকে জমা দিতে হবে এবং জমাদানের রশিদ নিতে হবে। যখন ডুপ্লিকেট রেজিস্ট্রেশন এর জন্য টাকা জমা দেওয়া হবে তখন মালিককে অবশ্যই নিশ্চিত করতে হবে যে তার কোন প্রকার কিস্তি বা অন্য কোন জরিমানা বাকি নাই। এধরনের পরিস্থিতি সাধারণত যে সকল বাইক্কার দের ক্ষেত্রে হয় যারা ডিজিটাল নাম্বার প্লেট বিহীন মোটরযান ব্যবহার করে থাকে। তাই মালিকের বকেয়া থাকা টাকা অবশ্যই পরিশোধ করতে হবে এবং সেগুলো সঠিকভাবে জমাদানের রশিদে চিহ্নিত করতে হবে । টাকা পরিশোধের পর আরেকটি বিষয় নিশ্চিত করতে হবে সেটা হল ট্রাফিক ছাড়পত্র । নির্ধারিত ট্রাফিক অফিস যখন নিশ্চিত করবে তখন বাইকটি সকল প্রকার ঝামেলা থেকে মুক্ত বলে বিবেচিত হবে । মালিক ট্রাফিক ক্লিয়ারেন্স পাবার পর সকল কাগজ পত্র ( জিডি কপি, পাসপোর্ট সাইজের ছবি, ব্যাংক জমা দানের রশিদ) সমূহ ( বি আর টি এ০ এর অফিসে দাখিল করবে।

সবশেষে, সকল কাগজ পত্র গুলো যথাযথ ভাবে দাখিল করার পর মালিকের কাজ শেষ । নিদিষ্ট সময় পর ( বি আর টি এ) কতৃপক্ষ মোবাইল এস এম এস এর মাধ্যমে জানিয়ে দিবে এবং তারা পরবর্তী দিক নির্দেশনা গুলো সম্পর্কে অবগত করে দিবেন
Rate This Tips

Is this tips helpful?

Rate count: 12
Ratings:
Rate 1
Rate 2
Rate 3
Rate 4
Rate 5

Bike Tips

শীতকালে হেলমেট ব্যবহারের টিপস ও সতর্কতা
2024-12-18

শীতের দিনে আমাদের দেশে সাধারণত প্রচণ্ড কুয়াশা দেখা যায়, এবং এর কারনে ভোরে এবং রাতে যাতাযাতের ক্ষেত্রে বেশ সমস্যার সৃষ্টি হয়, এবং কিছু ক্ষেত্রে সারাদিনই কুয়াশা দেখা যায়, এই অবস্থা অনেকক্ষেত্রেই বড় যানবাহন চলাচল বন্ধ থাকে, এছাড়া বাইক,কার ও অন্যান্য যানবাহন এর চলাচলে বেশ সমস্যার দেখা যায়। শীতকালে বাইক ...

Bangla English
শীতকালে কুয়াশায় বাইক চালানোর ক্ষেত্রে সতর্কতা
2024-12-18

বর্তমানে দেশে তীব্র শীত অতিবাহিত হচ্ছে, এর সাথে বিভিন্ন অঞ্চলে প্রায়শই কুয়াশা দেখা দেয়, এর ফলে বাইক সহ অন্যান্য যানবাহনের চলাচল অনেকটাই ব্যাহত হচ্ছে, কারন তীব্র কুয়াশার কারনে শহর এবং মহাসড়কে রাস্তায় বেশি কিছু দেখা যায় না, এর ফলে প্রতিনিয়ত মারাত্মক দুর্ঘটনা ঘটছে, আজকে আমরা আলোচনা করবো, তীব্র কুয়াশায় বা...

Bangla English
শীতে বাইকারদের ভ্রুমনের জন্য কিছু সেরা জায়গা
2024-11-20

এই শীতে ভ্রমনের জন্য কিছু সেরা জায়গা যেখানে আপনি আপনার বাইক নিয়ে যেতে পারবেন। আমাদের দেশে ভ্রমনের ক্ষেত্রে শীতকাল আদর্শ হিসাবে ধরা হয়, কারন এই সময় ভ্রমন করে বেশি স্বস্তি পাওয়া যায় এবং গরমকালের চেয়ে এই সময় বেশি ভোগান্তি কম হয়ে থাকে, এই কারনে আমরা লক্ষ করলে দেখতে পাই যে বেশির ভাগ ভ্রমন পিপাসু শীতকালে ট্য...

Bangla English
বন্যা পরিস্থিতিতে বাইকের যত্ন নেয়ার কিছু টিপস
2024-08-27

বর্তমানে দেশে ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে, এবং দেশের বেশ কিছু অঞ্চল ডুবে গিয়েছে, পানি বিপদসীমার উপর দিয়ে যাচ্ছে এবং অনেক এলাকায় মানুষের বাড়িঘর থেকে সবকিছুই ডুবে গেছে, এই পরিস্থিতে আপনার বাইকের যত্ন নেয়া খুবই কষ্টসাধ্য একটি বিষয়, তবুও আমাদের পক্ষে সম্ভব হলে চেষ্টা করতে হবে বাইকের যথাসম্ভব যত্ন ...

Bangla English
মোটরসাইকেল দীর্ঘদিন ব্যবহার না করলে কি কি সমস্যা হতে পারে
2024-07-28

মোটরসাইকেল দৈনন্দিন ব্যবহারের জিনিস হয়ে থাকলেও বিভিন্ন কারনে অনেক সময় মোটরসাইকেল দীর্ঘদিন ব্যবহার করা হয় না, যেমনটা আমরা লকডাউন এর সময়ে দেখেছি, এবং খুব সম্প্রতি দেশের যেই অবস্থায় তাতে অনেকেই বাইক বের করতে পারছে না। একটি বাইক অনেকদিন ব্যবহার না করলে বেশ কিছু সমস্যা দেখা দিতে পারে। আজকে আমরা আলোচনা কর...

Bangla English
Filter

Filter