Yamaha Banner
Search

কোন অবস্থায় বাইক চালানো উচিত নয়?

2016-11-03

কোন অবস্থায় বাইক চালানো উচিত নয়?


When you should not run your bike?শখে এবং প্রয়োজনে। আমাদের বাইক ব্যবহার হয় সাধারনত এই দুটি কারনেই। আর ব্যক্তিগত বাহন হিসেবে বাইকের জুড়ি মেলা ভার। অন্তত আমাদের মতো দেশে আর্থ-সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় এ কথা স্পস্টভাবেই বলা যায় যে বাইক আমাদের জন্য আর্দশ বাহন। বাইকে গতি বেশি নিরাপত্তা কম থাকায় সব সময়েই নিরাপত্তার কথা আগে ভাবতে হয়। যে কোন সমস্যায় দুর্ঘটনায় পতিত হলে চালককে প্রায় সব সময়েই আঘাতপ্রাপ্ত হতে হয়। তাই বাইক নিয়ে বিপদে না পড়তে হয় এমন বিষয়ে সব সময়েই সতর্ক থাকতে হবে। কিছু সময় বা কিছু অবস্থা আছে যে সময় বা অবস্থায় বাইক চালানো একজন বাইকারের জন্য কোনো মতেই উচিত নয়। এই অবস্থায় বাইক চালালে দুর্ঘটনার ঝুকি বেড়ে যায় বহুগুনে, আসুন জেনে নেই সেই সময় বা অবস্থা গুলো।

যান্ত্রিক ত্রুটি
বাইকের ক্ষুদ্র অথবা বড় কোনো ধরনের যান্ত্রিক ত্রুটিকেই অবহেলা করা যাবে না। ব্রেক কম থাকা, ইনজিনে সমস্যা থাকা, যে কোনো লাইটের বাল্ব নষ্ট থাকা, লুকিং মিরর ভাংগা থাকা বা না থাকা ইত্যাদি। এইধরনের যান্ত্রিক ত্রুটি নিয়ে বাইক চালানো মুলত জীবনকে হাতের মুঠোয় নিয়ে বাইক চালানোর মতো অবস্থা। তাই এই সকল যান্ত্রিক ত্রুটি সারাই করে তবেই বাইক ব্যবহার করা উচিত।

দৃষ্টিতে সমস্যা থাকা
চোখে দেখতে সমস্যা থাকলে, রাতে দেখতে সমস্যা হলে বা দিকভ্রমের সমস্যা থাকলে বাইক না চালানোই ভালো। নচেৎ বড় ধরনের দুর্ঘটনার কবলে পড়ার সম্ভবনা থেকে যায়।

মনযোগে সমস্যা
কোন কারনে যদি আপনি মানসিকে পেরেশানিতে থাকেন, মনযোগে সমস্যা থাকে, তাহলে অবশ্যই সেই মুহুর্তে
অবশ্যই বাইক চালানো থেকে বিরত থাকতে হবে।

ফোবিয়া বা ভীতি
কেউ মাকড়শা ভয় পায়, কেউ টিকটিকি আবার কেউ তেলাপোকা। এইধরনের কোনো জিনিসের প্রতি ফোবিয়া বা ভীতি থাকলে বাইক চালানো থেকে বিরত থাকা উচিত।

শারিরীক দুর্বলতা
আপনি এমনিতেই দুর্বল হোন বা অসুস্থতার কারনে দুর্বল হোন, যে কারনেই হোক শারিরীকভাবে দুর্বল বা অবসাদগ্রস্থ হলে বাইক চালাবেন না। বাইকে চার হাত-পা সচল থাকতে হয়, দুই চোখে চারিদিকে দৃষ্টি রাখতে হয়, মাথা সচল রাখতে হয় এবং সবচেয়ে বড় কথা শারিরীক শক্তির প্রয়োজনও হয়। আচমকা ব্রেক করা, বাইকের ব্যালেন্স রক্ষা করা ইত্যাদি কাজে যথেষ্ঠ শক্তির প্রয়োজন হয়। কাজেই কোন ধরনের দুর্বলতাবোধ হলে বাইক না চালানোই ভালো।

ঘুম পেলে
ঘুম পেলে বা ঘুমের ভাব হলে চোখে মুখে ঠান্ডা্ পানির ঝাপটা দিয়ে, বা চা খেয়ে ফ্রেশ লাগলে বাইক চালাতে পারেন, কিন্তু ঘুম ঘুম চোখে কোনমতেই বাইক চালানো উচিত নয়। রাস্তায় মনযোগ হারাবেন, দুর্ঘটনার সম্ভবনা অনেক।


অতি রাগ বা অতি খুশি
রাগ এবং খুশি দুটিই মানব জীবনের স্বাভাবিক বহি:প্রকাশ। কিন্তু কোন কারনে আপনি অতিরিক্ত রেগে গেলে বা অতি খুশি হলে আপনার স্বাভাবিক বিবেচনাবোধ কমে যায়, ভুল হয়ে যায় হিসেব নিকেশে। এমন অবস্থায় মোটরসাইকেল চালানো মারাত্বক বিপদ ডেকে আনতে পারে।

হিস্টিরিয়া বা মৃগিরোগ
মৃগিরোগ হলো এমন একটি অবস্থা যা একজন মানুষকে আচমকা নিজের নিয়ন্ত্রন হারিয়ে ফেলে। বেহুশ হয়ে যেতে পারে বা হাতে-পায়ে খিচুনি হতে পারে। এই ধরনের সমস্যা থাকলে বাইক রাইড থেকে বিরত থাকা উচিত।

গতির নেশা এবং স্টাইল
বাইক প্রকৃতপক্ষেই তারুন্যের প্রতিক। তরুন এবং বাইক শব্দ দুটি একজনের সাথে আরেকজন মিশে আছে। আবার এদের সাথে আরো দুটি শব্দ জড়িয়ে আছে সেগুলো হলো গতি এবং স্টাইল। গতি ভালো কিন্তু সেটি মাত্রার মধ্যে অধিক গতি বিপদ নয় মৃত্যু ডেকে আনে। অনেক তরুনেরই গতির নেশায় পেয়ে বসে। বাইকে বসলেই তার হুশ থাকে না, আবার অনেক বাইকার বাইকে বসেই নিজেকে টমক্রুজ ভেবে বসেন। তার ধারনা বাইক মানেই স্টাইলের মেশিন। এই ধরনের রাইডারগন অতি গতির নেশায় এবং স্টাই্ল করতে গিয়ে বড় ধরনের দুর্ঘটনায় পড়ে যান।


নেশাদ্রব্য
তরুন সমাজের অনেকেই বিপথগামী হয়ে নেশাদ্রব্য গ্রহন করে থাকেন। নেশাগ্রস্থ অবস্থায় বাইক চালিয়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটিয়ে থাকেন।তাই নেশাগ্রস্থ অবস্থায় বাইক চালানো যাবে না।

দুর্যোগপূর্ণ আবহাওয়ায়
বিভিন্ন সময়ে দুর্যোগপূর্ন আবহাওয়ার কবলে পড়তেই হয়। যেমন ঝড়, বৃষ্টি, বজ্রপাত, কুয়াশা ইত্যাদি। এই ধরনের আবহাওয়ায় বাইক নিয়ে বের হওয়া উচিত নয়। প্রয়োজনে একটু সময় দিয়ে আবহাওয়া স্বাভাবিক হলে তখন বের হওয়াই ভালো। সময়ের চেয়ে জীবনের মুল্য সব সময়েই বেশি।

পরিশেষে
সামান্য সচেতনতা, সামান্য সতর্ক থাকা বড় বিপদ থেকে দূরে রাখে। তাই যেচে বিপদে পড়ার চেয়ে একটু সতর্ক থেকে বিপদ এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ।তাই যতই প্রয়োজন হোক, নিজের জীবনের স্বার্থেই উপরের বিষয়গুলো মাথায় রেখে বাইক চালানো থেকে বিরত থাকা উচিত।
Rate This Tips

Is this tips helpful?

Rate count: 1
Ratings:
Rate 1
Rate 2
Rate 3
Rate 4
Rate 5

Bike Tips

শীতে বাইকারদের ভ্রুমনের জন্য কিছু সেরা জায়গা
2024-11-20

এই শীতে ভ্রমনের জন্য কিছু সেরা জায়গা যেখানে আপনি আপনার বাইক নিয়ে যেতে পারবেন। আমাদের দেশে ভ্রমনের ক্ষেত্রে শীতকাল আদর্শ হিসাবে ধরা হয়, কারন এই সময় ভ্রমন করে বেশি স্বস্তি পাওয়া যায় এবং গরমকালের চেয়ে এই সময় বেশি ভোগান্তি কম হয়ে থাকে, এই কারনে আমরা লক্ষ করলে দেখতে পাই যে বেশির ভাগ ভ্রমন পিপাসু শীতকালে ট্য...

Bangla English
বন্যা পরিস্থিতিতে বাইকের যত্ন নেয়ার কিছু টিপস
2024-08-27

বর্তমানে দেশে ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে, এবং দেশের বেশ কিছু অঞ্চল ডুবে গিয়েছে, পানি বিপদসীমার উপর দিয়ে যাচ্ছে এবং অনেক এলাকায় মানুষের বাড়িঘর থেকে সবকিছুই ডুবে গেছে, এই পরিস্থিতে আপনার বাইকের যত্ন নেয়া খুবই কষ্টসাধ্য একটি বিষয়, তবুও আমাদের পক্ষে সম্ভব হলে চেষ্টা করতে হবে বাইকের যথাসম্ভব যত্ন ...

Bangla English
মোটরসাইকেল দীর্ঘদিন ব্যবহার না করলে কি কি সমস্যা হতে পারে
2024-07-28

মোটরসাইকেল দৈনন্দিন ব্যবহারের জিনিস হয়ে থাকলেও বিভিন্ন কারনে অনেক সময় মোটরসাইকেল দীর্ঘদিন ব্যবহার করা হয় না, যেমনটা আমরা লকডাউন এর সময়ে দেখেছি, এবং খুব সম্প্রতি দেশের যেই অবস্থায় তাতে অনেকেই বাইক বের করতে পারছে না। একটি বাইক অনেকদিন ব্যবহার না করলে বেশ কিছু সমস্যা দেখা দিতে পারে। আজকে আমরা আলোচনা কর...

Bangla English
রাতের বেলা কেনো বাইক নিয়ে ট্যুর দেয়া উচিত না
2024-07-25

বাইকপ্রেমি বাইকারস যারা ট্যুর দিতে পছন্দ করে থাকেন, তারা অনেকেই রাতের বেলায় বাইক রাইড করে ট্যুর দিয়ে থাকেন, তবে হাইওয়েতে বেশিরভাগ রাস্তায় পর্যাপ্ত আলো নেই, এছারা ও বিভিন্ন কারণে অনেকেই রাতে ট্যুর দিয়ে থাকেন, তবে বাংলাদেশের রাস্তা এবং সার্বিক সবকিছু বিবেচনা করে রাতে ট্যুর দেয়ার ক্ষেত্রে কিছু বাধা বিপত...

Bangla English
কিভাবে বাইকের অপ্রয়োজনীয় সাউন্ড কমাবেন
2024-07-15

স্বাভাবিক ভাবে একটি বাইক চলন্ত অবস্থায় তার ইঞ্জিনের সাউন্ড বাইকের সাইলেন্সর দিয়ে বের হয়, এবং সাইলেন্সর দিয়ে বাইকের সাউন্ড কমানো হয়ে থাকে এবং সাউন্ড শুনতে ভালো লাগে, তবে বাইকের অন্যান্য যন্ত্রাংশ দিয়েও বিভিন্ন সাউন্ড আসতে পারে, ঠিক মতো পরিচর্যা না করার ফলে বাইকের বিভিন্ন অংশ থেকে এমন সাউন্ড হয়ে থাকে, ...

Bangla English
Filter

Filter