Yamaha Banner
Search

পেট্রোল অথবা অকটেন, বাইকের জন্য কোনটি ভালো?

2015-09-02

পেট্রোল অথবা অকটেন, বাইকের জন্য কোনটি ভালো?


1618731980_174276667_310037210606681_2405802563583528303_n.jpg

ভেজালমুক্ত ,পরিশুদ্ধ , খাঁটি শব্দগুলি যেন আমাদের চারপাশ থেকে হারিয়ে যাচ্ছে। "এখানে খাঁটি জিনিষ পাওয়া যায়" এই বিজ্ঞাপন আমাদের প্রায়ই চোখে পড়ে। এই রকম একটি পরিস্থিতি মাথায় রেখেই আজ আমরা আমাদের মটরসাইকেলে পেট্রোল না অকটেন কোনটি ব্যবহার করবো তা নিয়ে আলোচনা করবো।

কোন সন্দেহ নাই যেকোনো ইঞ্জিনের পারফর্মেন্স ,দীর্ঘস্থায়িত্ত নির্ভর করে সঠিক ও বিশুদ্ধ তেল ব্যবহারের উপরে। আমাদের দেশে যে মটরসাইকেল আমদানী করা হয় তাতে ভেজালের ভয় না থাকলে এক কথায় বলা যেতো অধিকাংশ মোটরসাইকেলই পেট্রোল উপযোগী।
.
পেট্রোল ও অকটেনের পার্থক্য এবং মোটরসাইকেলের পারফর্মেন্স এবং দীর্ঘস্থায়িত্তে অকটেনের আদৌ কোন প্রভাব আছে কিনা তা নিয়েই আমাদের আজকের আলোচনা।
.
পেট্রোল এক ধরনের তরল উদ্বায়ী পদার্থ যা পেট্রলিয়াম থেকে পাওয়া যায়। উত্তর আমেরিকায় পেট্রোলকে গ্যাসোলিন নামে বাজারজাত হয় । অন্যদিকে অকটেন হোল একধরনের সহযোগী উপাদান যা পরিমিত মাত্রায় ব্যাবহার করা হয় মুল পদার্থের কার্যক্ষমতা নিয়ন্ত্রন করতে। সুতরাং দেখা যাচ্ছে অকটেন নামে আলাদা কোন তেল নাই, এটি আসলে পেট্রোল বা গ্যাসোলিনের গুনগত মান নির্নায়ক একটি সংখ্যা। গ্যাসোলিনের মধ্যে অকটেন এর উপস্থিতি নিরধারন করার জন্য এক ধরনের সংকেত ব্যাবহার করা হয় যা “Research octane number (RON)” বা “RON” নামে পরিচিত।

আমাদের দেশে পেট্রোল বা গ্যাসোলিন দুটি অকটেন মাত্রায় পাওয়া যায় যা প্রচলিত ভাবে পেট্রোল ও অকটেন নামে পরিচিত। মুলত দুটি একই জিনিষ গ্যাসোলিন অথবা পেট্রোল যাই বলেন, শুধু পার্থক্য তাদের মধ্যেকার “RON” নাম্বার। মজার ব্যাপার হোল আমাদের দেশে অকটেন নামে আলাদা কোন তেলের অস্তিত্ত সরকারীভাবে নাই। সরকারী ভাবে দুধরণের পেট্রোল পাওয়া যায় রেগুলার এবং প্রিমিয়াম, সেখানে পেট্রোল বা অকটেন বলে আলাদা করাই হয়নি । ২০১৪ সালের আগে পর্যন্ত রেগুলার অর্থাৎ তথাকথিত পেট্রোলের “RON” নাম্বার হল “৮০” এবং প্রিমিয়াম অর্থাৎ অকটেনের “RON” নাম্বার হল “৯৫”। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী গ্যাসোলিন এর সর্বনিম্ন মান হওয়া উচিৎ “৮৬”।
গ্যাসোলিন ইঞ্জিনে যে পদ্ধতিতে জ্বালানীকে ব্যাবহার যোগ্য শক্তিতে রুপান্তর করা হয় তাকে বলা হয় “Combustion processes“ । অকটেন রেটিং দিয়ে ইঞ্জিনের ভেতরে কি পরিমান চাপে গ্যাসোলিন জ্বলে উঠবে( ignite) তা বুঝায় । যত বেশী অকটেন নাম্বার ততবেশি তার চাপ সহ্য ক্ষমতা।

High Octane Fuelএর ব্যবহার .
প্রতিটি internal combustion Engine এরই একটি নির্দিষ্ট Compression Ratio আছে; Compression Ratio ঠিক করে দেয় কি অকটেন রেটিং এর গ্যাসোলিন ইঞ্জিনের দরকার। higher compression ratio engine যেমন স্পোর্টস বাইক বা উচ্চ সিসির বাইকে বেশী অকটেন রেটিং এর গ্যাসোলিন দরকার অন্যদিকে আমাদের দেশে পাওয়া যাওয়া অধিকাংশ বাইকই সাধারণ পেট্রোলেই যথেষ্ট ভালো চলার কথা।

এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে, " আমার বাইকের জন্য ঠিক কি অকটেন রেটিং এর পেট্রোল দরকার।" উত্তর হোল আপনার বাইকের সাথে যে ম্যানুয়াল থাকে তাতেই পরিস্কার ভাবে উল্লেখ আছে আপনার বাইকের Compression Ratio কতো এবং তাতে ঠিক কি অকটেন রেটিং এর পেট্রোল প্রয়োজন।

সঠিক অকটেন রেটিং এর গ্যাসোলিন ব্যবহারের গুরুত্ব:
আপনি যদি আপনার বাইকে সঠিক অকটেন রেটিং এর পেট্রোল ব্যবহার না করেন নানাবিধ অসুবিধার সম্মুখীন হবেন , তার মধ্যে অন্যতম হোল Engine Knocking ( এটি knock, detonation, spark knock, pinging বা pinking নামেও পরিচিত) আপনার বাইকের ইঞ্জিনের যদি Knocking হয় তবে বাইকের স্বাভাবিক শব্দের বদলে বিকৃত শব্দ হবে । আসলে "High Compression Ratio" ইঞ্জিনে "Low Octane Fuel" ব্যবহারের ফলে প্রি-ইগ্নিশানের ফলেই এই শব্দ হয়। যদিও Engine Knocking এর বহবিধ কারণ আছে কিন্তু এটি একটা অন্যতম কারণ । এর পাশাপাশি বাইকের শক্তি কম অনুভব করা , মাইলেজ কমে যাওয়া এমনকি ক্ষেত্র বিশেষে ইঞ্জিনের দীর্ঘমেয়াদী মারাত্মক ক্ষতি পর্যন্ত হতে পারে।

এধরনের সমস্যা থেকে উত্তরনের জন্যই বিজ্ঞানীরা অকটেন নামক পদার্থ আবিস্কার করেছেন, যা গ্যাসোলিন এর সাথে মিশিয়ে ব্যাবহার করলে এ দুর্ঘটনা এড়ানো যায়। অর্থাৎ অকটেন এমন এক উপাদান যা কিনা গ্যাসোলিন এর উচ্চদাহ্য গুন কে নিয়ন্ত্রণ করে। আরও উল্লেখও যে, অকটেন নাম্বার যত বেশী হবে গ্যাসোলিনের দাহ্যগুন ততই নিয়ন্ত্রিত হবে।

আমাদের দেশে উৎপাদিত এবং আমদানিকৃত বেশিরভাগ মটরসাইকেল কম অভান্তরিন চাপ বিশিষ্ট ইঞ্জিন সম্পন্ন এবং সব উৎপাদনকারী প্রতিষ্ঠান তাদের মটরসাইকেল ব্যাবহার নির্দেশিকায় গ্যাসোলিন “৮৬” বা তদূর্ধ্ব ব্যাবহার করতে বলে। এখানে উল্লেক্ষ যে কম “RON” নাম্বারের গ্যাসোলিন ব্যাবহারে ইঞ্জিনের ক্ষতি হওয়ার সম্ভবনা থাকে পক্ষান্তরে উচ্চ “RON” নাম্বারের গ্যাসোলিন ব্যাবহারে তেমন কোন ক্ষতি নেই (এক্ষেত্রে তেলের সর্বচ্চ ব্যবহার হয় না কারণ নির্ধারিত চাপের আগেই বাতাস ও জ্বালানীর মিশ্রন ইগ্নাইট( জ্বলে উঠে) । তাই আমাদের যে ধারণা যে বাইকে High Octane Fuel বাড়তি শক্তি পাওয়া যায় বা ইঞ্জিনের স্থায়িত্ত বাড়ে বা বাড়তি মাইলেজ পাওয়া যায় তার আসলে কোন বৈজ্ঞানিক ভিত্তি নাই।) বরং সামান্য হলেও প্রয়োজনের চেয়ে অর্থের অপচয় কিছু হয়।

তবে আমি আলোচনার শুরুতেই বলেছি ভেজালমুক্ত, পরিশুদ্ধ, খাঁটি শব্দগুলি আমাদের চারপাশ থেকে হারিয়ে যাচ্ছে। এই যখন বাস্তবতা, যেহেতু আমাদের দেশের প্রাপ্ত গ্যাসোলিন এর সর্বনিম্ন মান মটরসাইকেল কোম্পানি কর্তৃক অনুমোদিত সর্বনিম্ন মান থেকেও কম সেহেতু পেট্রোল বা রেগুলার গ্যাসোলিন ব্যাবহার থেকে বিরত থাকাই শ্রেয়। এছাড়াও বিভিন্ন তেলের পাম্পে ভ্যাজাল তেল বিক্রি করে, এসব পাম্প থেকে তেল না নিয়ে অন্য কোন ভাল পাম্প থেকে সরাসরি “RON-95” বা প্রিমিয়াম বা অকটেন নেওয়াই উত্তম।

অনেকেই বলেন অকটেন ব্যবহার করলে ইঞ্জিন বেশী গরম হয়ে যায় । আসলে এটাও একটি ভুল ধারনা। গ্যাসোলিন জ্বালানীর তাপ সব সময় একই থাকে কারন তাদের কেমিকেল প্রপার্টি সব সময় একই থাকে যদিও তাদের “RON” নাম্বার আলাদা হয়। “RON” নাম্বার বা অকটেন গ্রেড শুধু আমাদের বুঝতে সাহায্য করে যে সে কতটা চাপ বা অট-ইগ্নিশন প্রতিরোধ করতে সক্ষম।

পরিশেষে বলা যায় বলা যায় আপনি যদি নিশ্চিত হতে পারেন আপনার ব্যবহৃত গ্যাসোলিনের অকটেন রেটিং ৮৬ এর আশেপাশে তবে আপনি আপনার Low Compression Ratio Engine এর বাইকে রেগুলার গ্যাসোলিন বা প্রেট্রল ব্যবহার করুন আর যদি নিশ্চিত হতে না পারেন তবে প্রিমিয়াম গ্যাসোলিন বা High Octane Fuel ব্যবহার করতে পারেন এই অর্থে যে ভেজালের বাজারে হয়তো কিছু কম ভেজালযুক্ত তেল আপনি আপনার প্রিয় বাইকে দিলেন।
Rate This Tips

Is this tips helpful?

Rate count: 464
Ratings:
Rate 1
Rate 2
Rate 3
Rate 4
Rate 5

Bike Tips

মাইলেজ বেশি পেতে ন ৫টি করণীয়
2025-01-14

যারা প্রতিনিয়ত বাইক নিয়ে দূর দূরান্তে যাতায়াত করেন তাদের জন্য বাইকের মাইলেজ খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, এছাড়াও আমরা বাইকের বিজ্ঞাপনে দেখতে পাই কোম্পানি যে মাইলেজ দাবি করে থাকে অনেকেই বাইক থেকে সেই পরিমান মাইলেজ পায় না, আপনি যত সিসির বাইক ব্যবহার করেন না কেন কিছু টিপস ফলো করলে আপনার বাইক থেকে কাঙ্ক্ষ...

Bangla English
শীতকালে হেলমেট ব্যবহারের টিপস ও সতর্কতা
2024-12-18

শীতের দিনে আমাদের দেশে সাধারণত প্রচণ্ড কুয়াশা দেখা যায়, এবং এর কারনে ভোরে এবং রাতে যাতাযাতের ক্ষেত্রে বেশ সমস্যার সৃষ্টি হয়, এবং কিছু ক্ষেত্রে সারাদিনই কুয়াশা দেখা যায়, এই অবস্থা অনেকক্ষেত্রেই বড় যানবাহন চলাচল বন্ধ থাকে, এছাড়া বাইক,কার ও অন্যান্য যানবাহন এর চলাচলে বেশ সমস্যার দেখা যায়। শীতকালে বাইক ...

Bangla English
শীতকালে কুয়াশায় বাইক চালানোর ক্ষেত্রে সতর্কতা
2024-12-18

বর্তমানে দেশে তীব্র শীত অতিবাহিত হচ্ছে, এর সাথে বিভিন্ন অঞ্চলে প্রায়শই কুয়াশা দেখা দেয়, এর ফলে বাইক সহ অন্যান্য যানবাহনের চলাচল অনেকটাই ব্যাহত হচ্ছে, কারন তীব্র কুয়াশার কারনে শহর এবং মহাসড়কে রাস্তায় বেশি কিছু দেখা যায় না, এর ফলে প্রতিনিয়ত মারাত্মক দুর্ঘটনা ঘটছে, আজকে আমরা আলোচনা করবো, তীব্র কুয়াশায় বা...

Bangla English
শীতে বাইকারদের ভ্রুমনের জন্য কিছু সেরা জায়গা
2024-11-20

এই শীতে ভ্রমনের জন্য কিছু সেরা জায়গা যেখানে আপনি আপনার বাইক নিয়ে যেতে পারবেন। আমাদের দেশে ভ্রমনের ক্ষেত্রে শীতকাল আদর্শ হিসাবে ধরা হয়, কারন এই সময় ভ্রমন করে বেশি স্বস্তি পাওয়া যায় এবং গরমকালের চেয়ে এই সময় বেশি ভোগান্তি কম হয়ে থাকে, এই কারনে আমরা লক্ষ করলে দেখতে পাই যে বেশির ভাগ ভ্রমন পিপাসু শীতকালে ট্য...

Bangla English
বন্যা পরিস্থিতিতে বাইকের যত্ন নেয়ার কিছু টিপস
2024-08-27

বর্তমানে দেশে ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে, এবং দেশের বেশ কিছু অঞ্চল ডুবে গিয়েছে, পানি বিপদসীমার উপর দিয়ে যাচ্ছে এবং অনেক এলাকায় মানুষের বাড়িঘর থেকে সবকিছুই ডুবে গেছে, এই পরিস্থিতে আপনার বাইকের যত্ন নেয়া খুবই কষ্টসাধ্য একটি বিষয়, তবুও আমাদের পক্ষে সম্ভব হলে চেষ্টা করতে হবে বাইকের যথাসম্ভব যত্ন ...

Bangla English
Filter

Filter