Yamaha Banner
Search

ইলেকট্রিক মোটরসাইকেল কেন কিনবেন?

2015-04-17

ইলেকট্রিক মোটরসাইকেল কেন কিনবেন?


Motorcycle Group Rideপৃথিবীতে জ্বালানির অন্যতম উৎস হিসেবে জ্বালানি তেল ব্যবহার করা হয়, সেটি ডিজেল/পেট্রোল বা যেটাই হোক। বিশেষকরে যানবাহনের এর ব্যবহার সর্বাধিক। জ্বালানি তেল ব্যবহারে নির্গত ধোয়া পৃথিবীর বায়ূমন্ডলে কার্বন মনো অক্সাইডের পরিমান বাড়িয়ে দিচ্ছে। ফলে পৃথিবীর চারিদিকে আবৃত ওজনস্তর ক্ষতিগ্রস্থ হয়ে পৃথিবীতে একদিকে সুর্যের ক্ষতিকর রশ্মি প্রবেশ করছে, অন্যদিকে পৃথিবী দিন দিন উত্তপ্ত হয়ে উঠছে। ফলে চারদিকেই জ্বালানি তেল ব্যবহারে আরো সতর্ক হওয়া বা তেল ব্যবহার কমানোর জন্য বলা হচ্ছে। আকাশের বিমান থেকে শুরু করে মাটির মোটরসাইকেল পর্যন্ত সব কিছুতেই এখন জ্বালানি হিসেবে বিদ্যুত ব্যবহার শুরু হয়েছে। পৃথিবীব্যাপী সকল যানবাহনই এখন বিদ্যুতচালিত করা হচ্ছে। বিশ্বের নামী দামী ব্রান্ডগুলো ইলেক্ট্রিক যানবাহন তৈরী শুরু করে দিয়েছে। আগামি কয়েক বছরের মধ্যেই ইলেক্ট্রিক বাহনের ব্যবহার ব্যপকভাবে শুরু হবে।


বাহন হিসেবে মোটরসাইকেল যতটা না একশহর থেকে আরেক শহরের যোগাযোগের জন্য ব্যবহার করা হয়, তার থেকে বেশি ব্যবহার করা হয় শহরের মধ্যেই চলাচল বা গ্রামের মধ্যে। বাংলাদেশের প্রেক্ষাপট বিবেচনায় মোটরসাইকেলগুলির মধ্যে সবচেয়ে বেশি বিক্রিত বাইক হলো ৫০সিসি থেকে ১২৫সিসি পর্যন্ত। অর্থাত সবগুলোই কমবেশি কমিউটার বাইক। শহর বা গ্রামে ব্যবহারের উপযোগী। আন্ত:জেলা প্রতিদিন যাতায়াতের জন্য বাইক গুলো উপযুক্ত নয়। বাইকগুলো প্রতিদিন ৪০-৬০কিমি রাইডের জন্য ভালো। আর একটি ইলেক্ট্রিক বাইক আপনাকে এক চার্জে ৬০-৮০কিমি পথ চলার সুযোগ দিবে।

ইলেক্ট্রিক বাইক কি?
এক কথায় বলতে গেলে সাধারন মোটরসাইকেল আর ইলেক্ট্রিক মোটরসাইকেলের মধ্যে পার্থক্য হলো জ্বালানি। সাধারন বাইক চালানোর জন্য ব্যবহার হয় পেট্রোল, আর ইলেক্ট্রিক বাইকে ব্যবহার হয় বিদ্যুত। সাধারন বাইকে পেট্রোল পুড়িয়ে শক্তি তৈরী করে সেই শক্তি দিয়ে বাইক চলে আর ইলেক্ট্রিক বাইকে বিদ্যুতের সাহায্যে মোটর ঘুরিয়ে সেই মোটরে বাইক চলে।

বাংলাদেশের প্রেক্ষাপটে ইলেক্ট্রিক বাইকের ব্যবহারের সম্ভবনা অনেক। প্রথম কারন হলো আমাদের প্রতিদিনের বাইক ব্যবহারের পরিমান কম যা একটি ইলেক্ট্রিক বাইক সহজেই পূরন করতে পারে। আমরা যেহেতু খরচের বিষয়টি সবার আগে মাথায় আনি, ইলেক্ট্রিক বাইকে তুলনামূলক কম খরচের। সব মিলিয়ে দেশে ইলেক্ট্রিক বাইকের সম্ভবনা অনেক। আর এটি ব্যবহারও লাভজনক। বিশেষ করে আমরা যারা শহর বা গ্রামে অল্প দুরুত্বের যাতায়াতে চলাচল করি তাদের জন্য ইলেক্ট্রিক বাইক হতে পারে আদর্শ বাহন।

ইলেক্ট্রিক বাইকের ভালো দিক
কম জ্বালানি খরচ: সাধারন বাইকের সাথে তুলনা করলে একটি ইলেক্ট্রিক বাইকে জ্বালানি খরচ খুবই কম। রক্ষনাবেক্ষন খরচ কম: একটি ইলেক্ট্রিক বাইক খুবই কম খরচে রক্ষনাবেক্ষন করা যায়, পার্টসের দামও তুলনামূলক অনেক কম।
পরিবেশ বান্ধব: ইলেক্ট্রিক বাইক পরিবেশ বান্ধব। যেহেতু কোন প্রকার জ্বালানি তেল ব্যবহার হয় না, তাই ক্ষতিকারক ধোয়া তৈরী করে না। বায়ূমন্ডল নিরাপদ থাকে। যাতায়াতে কোন শব্দ তৈরী করেনা বিধায় শব্দ দূষন হয়না।
সহজে ব্যবহার যোগ্য: ইলেক্ট্রিক বাইক ব্যবহার খুবই সহজ। আর তাই তরুনরা তো বটেই, বৃদ্ধ এবং নারীরাও সহজেই ব্যবহার করতে পারেন।
মূল্য কম: মূল্য বিষয়টি আসলে আপেক্ষিক। কেননা বাইকভেদে বা কোয়ালিটি ভেদে পরিবর্তণ হবেই। তবুও সাধারন বাইকের সাথে তুলনা করলে মূল্য কমই বলা যায়।

ইলেক্ট্রিক বাইকের খারাপ দিক
১. একটি নির্দিষ্ট সময় পরে ব্যাটারী পরিবর্তন করতে হয় তখন এক সাথে অনেক খরচ হয়ে যায়।
২. এই বাইক ব্যবহারে বেশি দূরে যাওয়া যায় না, কারন চার্জের সীমাবদ্ধতা। চার্জের সময়ও বেশি লাগে। সাধারন বাইকে যেমন পেট্রোল ঢেলেই স্টার্ট দিলাম। এখানে সে সুযোগ নেই। কয়েক ঘন্টা প্রয়োজন পূর্ন চার্জ হতে। ফলে জরুরী প্রয়োজনে সমস্যার কারন হয়ে দাড়ায়।আমাদের দেশে এখনও হা্ইওয়েতে চলার অনুমতি নাই।


সব দিক বিবেচনায় যারা শহর বা গ্রামে বাইক ব্যবহার করতে চান তারা ইলেক্ট্রিক বাইক ব্যবহার করতে পারেন। খরচে কম, ব্যবহারে সহজ এবং সবচেয়ে বড় কথা ইলেক্ট্রিক মোটরসাইকেল পরিবেশ বান্ধব।
Rate This Tips

Is this tips helpful?

Rate count: 12
Ratings:
Rate 1
Rate 2
Rate 3
Rate 4
Rate 5

Bike Tips

বন্যা পরিস্থিতিতে বাইকের যত্ন নেয়ার কিছু টিপস
2024-08-27

বর্তমানে দেশে ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে, এবং দেশের বেশ কিছু অঞ্চল ডুবে গিয়েছে, পানি বিপদসীমার উপর দিয়ে যাচ্ছে এবং অনেক এলাকায় মানুষের বাড়িঘর থেকে সবকিছুই ডুবে গেছে, এই পরিস্থিতে আপনার বাইকের যত্ন নেয়া খুবই কষ্টসাধ্য একটি বিষয়, তবুও আমাদের পক্ষে সম্ভব হলে চেষ্টা করতে হবে বাইকের যথাসম্ভব যত্ন ...

Bangla English
মোটরসাইকেল দীর্ঘদিন ব্যবহার না করলে কি কি সমস্যা হতে পারে
2024-07-28

মোটরসাইকেল দৈনন্দিন ব্যবহারের জিনিস হয়ে থাকলেও বিভিন্ন কারনে অনেক সময় মোটরসাইকেল দীর্ঘদিন ব্যবহার করা হয় না, যেমনটা আমরা লকডাউন এর সময়ে দেখেছি, এবং খুব সম্প্রতি দেশের যেই অবস্থায় তাতে অনেকেই বাইক বের করতে পারছে না। একটি বাইক অনেকদিন ব্যবহার না করলে বেশ কিছু সমস্যা দেখা দিতে পারে। আজকে আমরা আলোচনা কর...

Bangla English
রাতের বেলা কেনো বাইক নিয়ে ট্যুর দেয়া উচিত না
2024-07-25

বাইকপ্রেমি বাইকারস যারা ট্যুর দিতে পছন্দ করে থাকেন, তারা অনেকেই রাতের বেলায় বাইক রাইড করে ট্যুর দিয়ে থাকেন, তবে হাইওয়েতে বেশিরভাগ রাস্তায় পর্যাপ্ত আলো নেই, এছারা ও বিভিন্ন কারণে অনেকেই রাতে ট্যুর দিয়ে থাকেন, তবে বাংলাদেশের রাস্তা এবং সার্বিক সবকিছু বিবেচনা করে রাতে ট্যুর দেয়ার ক্ষেত্রে কিছু বাধা বিপত...

Bangla English
কিভাবে বাইকের অপ্রয়োজনীয় সাউন্ড কমাবেন
2024-07-15

স্বাভাবিক ভাবে একটি বাইক চলন্ত অবস্থায় তার ইঞ্জিনের সাউন্ড বাইকের সাইলেন্সর দিয়ে বের হয়, এবং সাইলেন্সর দিয়ে বাইকের সাউন্ড কমানো হয়ে থাকে এবং সাউন্ড শুনতে ভালো লাগে, তবে বাইকের অন্যান্য যন্ত্রাংশ দিয়েও বিভিন্ন সাউন্ড আসতে পারে, ঠিক মতো পরিচর্যা না করার ফলে বাইকের বিভিন্ন অংশ থেকে এমন সাউন্ড হয়ে থাকে, ...

Bangla English
ইঞ্জিন অয়েল পরিবর্তনের সময় অয়েল ফিল্টার পরিবর্তন করবেন কি না
2024-07-14

একটি নির্দিষ্ট সময় পর পর আমাদের বাইকের ইঞ্জিন অয়েল পরিবর্তন করতে হয়, আমরা নিকটস্থ সার্ভিস সেন্টার বা মেকানিকের কাছে গিয়ে থাকলে তারা ইঞ্জিন অয়েল পরিবর্তন করে দিয়ে থাকে, তবে অনেক ব্র্যান্ডের সার্ভিস সেন্টারে গেলে তারা ইঞ্জিন অয়েলের সাথে অয়েল ফিল্টার পরিবর্তন করার পরামর্শ দিয়ে থাকে, এতে করে আমাদের খরচ ...

Bangla English
Filter

Filter